At what rate of compound interest per annum will a sum of Tk. 4000 becomes Tk. 4840 in 2 years?
A
20%
B
10%
C
9%
D
12%
উত্তরের বিবরণ
Question: At what rate of compound interest per annum will a sum of Tk. 4000 becomes Tk. 4840 in 2 years?
Solution:
Principal, P = Tk. 4000
Compound Amount, C = Tk. 4840
Time, n = 2 years
Rate, r = ?
We know,
C = P × (1 + r/100)n
⇒ 4840 = 4000 × (1 + r/100)2
⇒ (1 + r/100)2 = 4840/4000
⇒ (1 + r/100)2 = 484/400
⇒ 1 + r/100 = 22/20 [উভয়পাশে বর্গমূল করে]
⇒ r/100 = (11/10) - 1
⇒ r/100 = (11 - 10)/10
⇒ r/100 = 1/10
⇒ r = (1 × 100)/10
∴ r = 10
∴ Interest Rate = 10%

0
Updated: 14 hours ago
একটি ক্লাসে ৭৫% শিক্ষার্থী বাংলায় এবং ৬৫% শিক্ষার্থী গণিতে পাশ করল। যদি ৬০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
Created: 1 week ago
A
২০%
B
১০%
C
১৫%
D
২৫%
প্রশ্ন: একটি ক্লাসে ৭৫% শিক্ষার্থী বাংলায় এবং ৬৫% শিক্ষার্থী গণিতে পাশ করল। যদি ৬০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
সমাধান:
বাংলায় পাশ করেছে = ৭৫%
গণিতে পাশ করেছে = ৬৫%
উভয় বিষয়ে পাশ করেছে = ৬০%
শুধুমাত্র বাংলায় পাশ করেছে = (৭৫ - ৬০)% = ১৫%
শুধুমাত্র গণিতে পাশ করেছে = (৬৫ - ৬০)% = ৫%
কমপক্ষে একটি বিষয়ে পাশ করেছে = (শুধুমাত্র বাংলায় পাশ + শুধুমাত্র গণিতে পাশ + উভয় বিষয়ে পাশ)
= (১৫ + ৫ + ৬০)% = ৮০%
উভয় বিষয়ে ফেল করেছে = (মোট শিক্ষার্থী - কমপক্ষে একটি বিষয়ে পাশ করেছে)
= (১০০ - ৮০)% = ২০%
∴ উভয় বিষয়ে শতকরা ২০ জন শিক্ষার্থী ফেল করেছে।

0
Updated: 1 week ago
ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৭, ১৩ এবং ১৯ ভাগশেষ থাকবে?
Created: 3 weeks ago
A
৬৭
B
৭৯
C
৭০
D
৮৭
প্রশ্ন: ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১২, ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৭, ১৩ এবং ১৯ ভাগশেষ থাকবে?
সমাধান:
১২ - ৭ = ৫
১৮ - ১৩ = ৫
২৪ - ১৯ = ৫
∴ ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৮, ২৪ এর ল.সা.গু. অপেক্ষা ৫ কম।
১২, ১৮ এবং ২৪ এর ল.সা.গু. = ৭২
∴ সুতরাং, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে= ৭২ - ৫ = ৬৭

0
Updated: 3 weeks ago
একটি দুই অঙ্কের মৌলিক সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল একটি মৌলিক সংখ্যা। সংখ্যাটি কত?
Created: 3 weeks ago
A
২৯
B
৩৭
C
৫৩
D
৯৭
প্রশ্ন: একটি দুই অঙ্কের মৌলিক সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল একটি মৌলিক সংখ্যা। সংখ্যাটি কত?
সমাধান:
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে,
৯৭ সংখ্যাটিতে, ৯ + ৭ = ১৬ , যা মৌলিক সংখ্যা নয়।
৩৭ সংখ্যাটিতে, ৩ + ৭ = ১০ , যা মৌলিক সংখ্যা নয়।
২৯ সংখ্যাটিতে, ২ + ৯ = ১১ , যা মৌলিক সংখ্যা।
৫৩ সংখ্যাটিতে, ৫ + ৩ = ৮ , যা মৌলিক সংখ্যা নয়।
অর্থাৎ ২৯ মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয়ের যোগফল হলো ১১ যা নিজেও একটি মৌলিক সংখ্যা।

0
Updated: 3 weeks ago