কোনটি সঠিক বানান?
A
নিশিথিনী
B
নীশিথিনী
C
নিশীথিনী
D
নিশিথিনি
উত্তরের বিবরণ
নিশীথিনী, দূরীভূত, তিতিক্ষা, মুহূর্ত, মুমূর্ষু, মুহুর্মুহ বিভীষিকা, বাল্মীকি, সংশপ্তক, অধোগতি, মনীষী ইত্যাদি।

0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 week ago
A
নুনতম
B
ন্যূনতম
C
নুন্যতম
D
নূন্যতম
ন্যূনতম বানানটি শুদ্ধ । এরুপ জ্যোতি ,র্যুঢ় ,ন্যূজ।

0
Updated: 1 week ago
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, কোনটি সঠিক?
Created: 1 month ago
A
ভাংগা
B
ভাঙা
C
ভাঙ্ঘা
D
ভাঙ্গা
বাংলা অনুস্বার ব্যবহারের নিয়ম
-
শব্দের শেষে অনুস্বার
-
সাধারণত শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে অনুস্বার (ং) ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
গাং, ঢং, পালং, রং, রাং, সং
-
-
-
অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ঙ
-
যদি অনুস্বারের সঙ্গে কোনো স্বরধ্বনি যুক্ত হয়, তখন ঙ ব্যবহার করা হয়।
-
উদাহরণ:
-
বাঙালি, ভাঙা, রঙিন, রঙের
-
-
-
ব্যতিক্রম
-
কিছু নির্দিষ্ট শব্দে যেমন বাংলা ও বাংলাদেশ, অনুস্বার থাকবে।
-
সূত্র:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
আলস্যতা
B
অলস্য
C
আলস্য
D
আলসতা
আলস্য (বিশেষ্য): কাজকর্মে অনিচ্ছা বা কর্মবিমুখতার মানসিকতা বোঝাতে ব্যবহৃত হয়।
-
অন্যান্য বিকল্পগুলো (যেমন: আলস্যতা, অলস্য, আলসতা) ভুল বা প্রচলিত ভুল রূপ।
তাই “আলস্য”-ই বাংলা একাডেমি অনুসারে শুদ্ধ বানান।

0
Updated: 1 month ago