'ভানুসিংহ' কার ছদ্মনাম?
A
রবীন্দ্রনাথ ঠাকুরের
B
সত্যেন্দ্রনাথ দত্তের
C
প্রমথ চৌধুরীর
D
টেকচাঁদ ঠাকুরের
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনাম ব্যবহার করতেন। এগুলো হলো-
- ভানুসিংহ ঠাকুর,
- অকপটচন্দ্র ভাস্কর,
- আন্নাকালী পাকড়াশী,
- দিকশূন্য ভট্টাচার্য,
- নবীনকিশোর শর্মণঃ,
- ষষ্ঠীচরণ দেবশর্মাঃ,
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ,
- শ্রীমতি মধ্যমা ও
- শ্রীমতি কনিষ্ঠা।
----------------------
অন্যদিকে,
• সত্যেন্দ্রনাথ দত্ত ব্যবহৃত কিছু ছদ্মনাম হলো: নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর।
• প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
• প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
'ভ্রমণকারী বন্ধু' ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন?
Created: 1 month ago
A
সঞ্জয় ভট্টাচার্য
B
নীলমণি হালদার
C
অজিতকুমার দত্ত
D
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঈশ্বরচন্দ্র গুপ্ত একজন কবি ও সাংবাদিক, যিনি বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত, অর্থাৎ মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী। তিনি ‘ভ্রমণকারী বন্ধু’ ছদ্মনামে লেখালেখি করেছেন এবং বাংলা সাহিত্যে বিশেষভাবে কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার ও প্রকাশ করার জন্য খ্যাত।
-
পেশা: কবি, সাংবাদিক
-
ছদ্মনাম: ভ্রমণকারী বন্ধু
-
প্রথম সম্পাদিত দৈনিক: সংবাদ প্রভাকর
-
অন্যান্য পত্রিকা সম্পাদনা করেছেন:
-
সংবাদ রত্নাবলী
-
পাষণ্ডপীড়ণ
-
সংবাদ সাধুরঞ্জন
-
0
Updated: 1 month ago
কোনটি 'কায়কোবাদ' এর উপাধি?
Created: 3 weeks ago
A
কবিকঙ্কন
B
কাব্যভূষণ
C
শান্তিপুরের কবি
D
কবিকন্ঠহার
কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, এবং ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। বাঙালি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা হিসেবে পরিচিত। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য ‘বিরহবিলাপ’ প্রকাশিত হয়। নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ এবং সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করেছে।
অন্যদিকে:
• কবিকন্ঠহার ছিল মধ্যযুগের কবি বিদ্যাপতির উপাধি।
• ‘শান্তিপুরের কবি’ হিসেবে পরিচিত মোজাম্মেল হক বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত হন।
• মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল ‘কবিকঙ্কন’।
0
Updated: 3 weeks ago
‘বনফুল’ কার ছদ্মনাম?
Created: 2 months ago
A
বলাইচাঁদ মুখোপাধ্যায়
B
বিহারীলাল চক্রবর্তী
C
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
D
কাজী নজরুল ইসলাম
‘বনফুল’ হল বলাইচাঁদ মুখোপাধ্যায় (১৮৯৯–১৯৭৯)-এর ছদ্মনাম।
অন্যদের ছদ্মনাম বা ডাকনাম:
-
বিহারীলাল চক্রবর্তী – ভোরের পাখি
-
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার – দৃষ্টিহীন
-
কাজী নজরুল ইসলাম – ডাক নাম দুখু মিয়া, গানের জগতে বুলবুল নামে পরিচিত
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago