বর্তমানে জাতিসংঘের কয়টি মিশন চলমান রয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
১০টি
B
১১টি
C
১২টি
D
১৩টি
উত্তরের বিবরণ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission) হলো একটি আন্তর্জাতিক উদ্যোগ, যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে, মানবাধিকার রক্ষা করতে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় সহায়তা করতে কাজ করে।
-
প্রধান লক্ষ্য: সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
-
প্রতিষ্ঠা: ১৯৪৮ সালে
-
প্রথম মিশন: ১ম আরব-ইসরাইল যুদ্ধের সময় অনুষ্ঠিত United Nations Truce Supervision Organization (UNTSO)
বর্তমান শান্তিরক্ষা মিশন (১১টি):
-
MINURSO: পশ্চিম সাহারা
-
MINUSCA: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
-
MONUSCO: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
-
UNDOF: গোলান হাইটস
-
UNFICYP: সাইপ্রাস
-
UNIFIL: লেবানন
-
UNISFA: আবিয়েই
-
UNMIK: কসোভো
-
UNMISS: দক্ষিণ সুদান
-
UNMOGIP: ভারত ও পাকিস্তান
-
UNTSO: মধ্যপ্রাচ্য
মূল উদ্দেশ্য:
-
সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র পক্ষগুলোর মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা
-
যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া
-
রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, আঞ্চলিক সরকারের সহায়তায় কার্যক্রম পরিচালনা
-
যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ ও আইন-শৃঙ্খলা রক্ষা
উল্লেখযোগ্য তথ্য:
-
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ১৯৮৮ সালে নোবেল পুরস্কার লাভ করে।

0
Updated: 14 hours ago
কোনটি জাতিসংঘের সহযোগী নয়?
Created: 1 month ago
A
আইএলও
B
হু (WHO)
C
ASEAN (আশিয়ান)
D
উপরের সবকটি
ASEAN
-
ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations।
-
এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
-
প্রতিষ্ঠার তারিখ: ৮ আগস্ট, ১৯৬৭।
-
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১০টি।
-
সদস্য দেশগুলো:
-
মালয়েশিয়া
-
থাইল্যান্ড
-
ফিলিপাইন
-
সিঙ্গাপুর
-
ইন্দোনেশিয়া
-
ব্রুনাই
-
ভিয়েতনাম
-
লাওস
-
মিয়ানমার
-
কম্বোডিয়া
-
-
বর্তমান ASEAN সভাপতি দেশ: ইন্দোনেশিয়া।
-
ASEAN আঞ্চলিক ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা: ২৭টি দেশ।
-
উল্লেখযোগ্য: বাংলাদেশ ARF-এর সদস্য।
-
অন্যান্য তথ্য:
-
ILO (International Labour Organization) এবং WHO (World Health Organization) হলো জাতিসংঘের সহযোগী সংস্থা।
উৎস: ASEAN অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 1 month ago
জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
Created: 2 months ago
A
২৪ অক্টোবর, ১৯৪৫
B
২৮ নভেম্বর, ১৯৪৩
C
২৮ জানুয়ারি, ১৯৪৩
D
২৪ ডিসেম্বর, ১৯৪৫
জাতিসংঘ ২৪ অক্টোবর ১৯৪৫ সালে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এই তারিখে জাতিসংঘের সনদ কার্যকর হওয়ার পর থেকে প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়।
জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ।
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।[জুলাই - ২০২৫]
- জাতিসংঘের সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।[জুলাই - ২০২৫]
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি - ইংরেজি ও ফ্রেঞ্চ।
জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থা (Principal Organs) হলো:
→ সাধারণ পরিষদ (General Assembly),
→ নিরাপত্তা পরিষদ (Security Council),
→ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council - ECOSOC),
→ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice - ICJ),
→ অছি পরিষদ (Trusteeship Council),
→ জাতিসংঘ সচিবালয় (UN Secretariat).
উৎসঃ UN ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
GATT চুক্তির প্রথম রাউন্ড কোনটি?
Created: 14 hours ago
A
টোকিও রাউন্ড
B
জেনেভা রাউন্ড
C
কেনেডি রাউন্ড
D
উরুগুয়ে রাউন্ড
জেনেভা রাউন্ড (Geneva Round) ছিল GATT চুক্তির প্রথম রাউন্ড, যা বৈশ্বিক বাণিজ্যে শুল্ক হ্রাস ও ট্যাক্স অব্যাহতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
প্রথম রাউন্ড: জেনেভা রাউন্ড
-
অংশগ্রহণকারী দেশ: ২৩টি
-
স্থান: জেনেভা, সুইজারল্যান্ড
-
মূল আলোচ্য বিষয়: শুল্ক হ্রাস
-
ফলাফল: সদস্য দেশগুলো ট্যাক্সে বিরতিতে সম্মত হয় এবং বিশ্বব্যাপী প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের ট্যাক্স মওকুফ করা হয়।
-
GATT চুক্তির অন্যান্য রাউন্ড:
-
২য় রাউন্ড: অ্যানেসি রাউন্ড (Annecy Round), ১৯৪৯ সালের এপ্রিল, অ্যানেসি, ফ্রান্স
-
৩য় রাউন্ড: টরকুয়ে রাউন্ড (Torquay Round), ১৯৫০ সালের সেপ্টেম্বর, টরকুয়ে, ইংল্যান্ড
-
৪র্থ রাউন্ড: জেনেভা রাউন্ড II (Geneva II Round), ১৯৫৬ সালের জানুয়ারি, জেনেভা, সুইজারল্যান্ড, ২৬টি দেশ অংশগ্রহণ
-
৫ম রাউন্ড: ডিলন রাউন্ড (Dillon Round), ১৯৬০ সালের সেপ্টেম্বর, মার্কিন ট্রেজারী সেক্রেটারি ডগলাস ডিলনের নামে
-
৬ষ্ঠ রাউন্ড: কেনেডি রাউন্ড (Kennedy Round), ১৯৬৪ সালের মে, মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির নামে
-
৭ম রাউন্ড: টোকিও রাউন্ড (Tokyo Round), ১৯৭৩ সালের সেপ্টেম্বর, টোকিও, জাপান, ১০২টি দেশ অংশগ্রহণ, শুল্ক ব্যতীত অন্যান্য বাণিজ্য বাধা দূর ও কমানো লক্ষ্য
-
৮ম রাউন্ড: উরুগুয়ে রাউন্ড (Uruguay Round), ১৫ এপ্রিল, ১৯৯৪, GATT চুক্তি সংশোধনের মাধ্যমে সমাপ্তি, সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড

0
Updated: 14 hours ago