জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
A
এস এ করিম
B
সালাহউদ্দিন নোমান চৌধুরী
C
ইসমাত জাহান
D
ড. এ কে আব্দুল মোমেন
উত্তরের বিবরণ
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব শুরু হয় স্বাধীনতার পরপরই, যখন দেশটি বিশ্ব কূটনৈতিক অঙ্গনে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে শুরু করে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিরা দেশকে আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্ব করে আসছেন এবং বৈশ্বিক শান্তি, উন্নয়ন ও মানবাধিকার সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
-
জাতিসংঘে নিযুক্ত প্রথম স্থায়ী প্রতিনিধি: এস. এ. করিম (১৮ সেপ্টেম্বর, ১৯৭৪)
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিদের ক্রমক্রমিক তালিকা:
-
১ম: এস. এ. করিম
-
২য়: কে. এম. কায়সার
-
৩য়: খাজা ওয়াসিউদ্দিন
-
৪র্থ: বি. এ. সিদ্দিকী
-
৫ম: আতাউল করিম
-
৬ষ্ঠ: এ. এইচ. জি. মহিউদ্দিন
-
৭ম: মোহাম্মদ মহসিন
-
৮ম: হুমায়ুন কবির
-
৯ম: রিয়াজ রহমান
-
১০ম: আনোয়ারুল করিম চৌধুরী
-
১১তম: ইফতেখার আহমেদ চৌধুরী
-
১২তম: ইসামত জাহান (১৮ জুন, ২০০৭ — প্রথম নারী প্রতিনিধি)
-
১৩তম: এ. কে. আব্দুল মোমেন
-
১৪তম: মাসুদ বিন মোমেন
-
১৫তম: রাবাব ফাতিমা
-
১৬তম: মুহাম্মদ আবদুল মুহিত
-
১৭তম: সালাহউদ্দিন নোমান চৌধুরী (বর্তমান স্থায়ী প্রতিনিধি)
জাতিসংঘ ও বাংলাদেশের সম্পর্ক:
-
বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ লাভের তারিখ: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ (২৯তম অধিবেশন)
-
সদস্য হিসেবে ক্রম: ১৩৬তম দেশ
-
বাংলাদেশকে প্রথম স্বাগত জানায়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
-
জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার: ০.০১ শতাংশ

0
Updated: 15 hours ago
১৯৪৭ সালে প্যালেস্টাইনকে বিভাজনের পরিকল্পনা জাতিসংঘের কোন প্রস্তাবের মাধ্যমে গৃহীত হয়?
Created: 2 weeks ago
A
১৮০ নং প্রস্তাব
B
১৮১ নং প্রস্তাব
C
১৬০ নং প্রস্তাব
D
১৬১ নং প্রস্তাব
১৯৪৭ সালে জাতিসংঘ ফিলিস্তাইন বিভাজনের পরিকল্পনা প্রণয়ন করে যা রেজুলেশন ১৮১-এর মাধ্যমে গৃহীত হয়। এই রেজুলেশন অনুযায়ী ফিলিস্তাইনকে দুটি রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব করা হয়—
একটি ইহুদি রাষ্ট্র (ইসরায়েল) এবং একটি আরব রাষ্ট্র (ফিলিস্তিন)। তবে আরব জনগণ এটি প্রত্যাখ্যান করে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, যা পরবর্তীতে দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনা করে।
-
জাতিসংঘের রেজ্যুলেশন ১৮১ (UN Resolution 181):
• "Partition Plan for Palestine" নামে পরিচিত।
• ১৯৪৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব করা হয়।
• গৃহীত হয় ২৯ নভেম্বর, ১৯৪৭। -
ফলাফল:
• ফিলিস্তিনের আরব জনগণ পরিকল্পনাটি প্রত্যাখ্যান করে।
• ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আরব জনগণের জন্য বড় বিপর্যয় সৃষ্টি হয়।
• ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধ শুরু হয়, যা ইসরায়েলি বাহিনী ও আরব দেশগুলির মধ্যে সংঘর্ষে পরিণত হয়।
• প্রায় ৭ লাখ ফিলিস্তিনি শরণার্থী হয়ে তাদের পূর্বপুরুষের ভূমি থেকে বিতাড়িত হয়।
• ফিলিস্তিনিরা এই ঘটনার পর থেকে স্বাধীনতা সংগ্রাম শুরু করে যা আজও চলমান। -
ফিলিস্তিন মুক্তি সংগঠন (PLO) প্রতিষ্ঠা:
• ১৯৬৪ সালে আরব লীগের শীর্ষ সম্মেলনের সময় ফিলিস্তিনিরা একত্র হয়ে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) গঠন করে।
• ১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজা উপত্যকা দখল করে।
• সামরিক নেতা ইয়াসির আরাফাত নেতৃত্বাধীন ফাতাহ সংগঠন পিএলওতে যুক্ত হয় এবং নিয়ন্ত্রণ গ্রহণ করে।
• বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর ১৯৯৩ সালে অসলো চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ফিলিস্তিন কর্তৃপক্ষ (পিএ) প্রতিষ্ঠিত হয়।
• চুক্তির আওতায় ফিলিস্তিন কর্তৃপক্ষকে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর ও গাজার কিছু অংশের ওপর সীমিত কর্তৃত্ব দেওয়া হয়।

0
Updated: 2 weeks ago
কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
Created: 4 months ago
A
UNV
B
DTCD
C
UNFPA
D
UNDP
UNDP
-
UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি)।
-
এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা হিসেবে কাজ করে।
-
প্রতিষ্ঠা: ২২ নভেম্বর, ১৯৬৫।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।
UNDP-এর কার্যক্রম ও ভূমিকা
-
UNDP জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করে।
-
এটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সবচেয়ে বড় মাধ্যম।
-
সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোতে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং নতুন সম্পদ আহরণে সহায়তা করে।
-
প্রয়োজনে আর্থিক সহায়তাও প্রদান করে।
-
স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বয় সাধনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্বল্পোন্নত দেশ (LDC) বলতে জাতিসংঘ নির্ধারিত এমন উন্নয়নশীল দেশগুলোকে বোঝানো হয়, যাদের আর্থ-সামাজিক সূচক তুলনামূলকভাবে সবচেয়ে নিচে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
-
UNDP জাতিসংঘের সবচেয়ে বড় উন্নয়ন সহায়তা কর্মসূচি হিসেবে বিবেচিত।
-
এটি একজন প্রশাসকের নেতৃত্বে পরিচালিত হয়, যিনি উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যবিশিষ্ট নির্বাহী বোর্ডের তত্ত্বাবধানে থাকেন।
-
মানব উন্নয়ন সূচক (HDI) রিপোর্ট প্রকাশ করে UNDP।
উৎস: UNDP-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 4 months ago
সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে?
Created: 3 months ago
A
২০
B
২৩
C
২১
D
২২
চিহ্নিত উত্তরটি ভুল
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।
উল্লেখ্য,
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার।
- উদ্বোধন ও ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে।
উৎস: ICC Cricket ওয়েবসাইট

0
Updated: 3 months ago