ECOSOC-এর প্রতিষ্ঠাকালীন ও বর্তমান সদস্য যথাক্রমে -
A
১৭টি ও ৫৪টি
B
১৮টি ও ৫৪টি
C
১৭টি ও ৫৮টি
D
১৮টি ও ৫৭টি
উত্তরের বিবরণ
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) হলো জাতিসংঘের প্রধান অঙ্গগুলোর একটি, যা অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যুতে নীতি প্রণয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
-
পূর্ণরূপ: United Nations Economic and Social Council
-
কার্যাবলি: অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত বিষয় নিয়ে নীতি নির্ধারণ এবং সদস্য রাষ্ট্রগুলোর পারস্পরিক আলোচনা ও সমন্বয় সাধন করা।
-
জাতিসংঘ সনদের অধ্যায়: দশম অধ্যায় (৬১–৭২ নং অনুচ্ছেদ) এ ECOSOC সম্পর্কে বর্ণনা রয়েছে।
সদস্যসংক্রান্ত তথ্য:
-
প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা: ১৮টি
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫৪টি
-
১৯৬৫ সালে জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনীর মাধ্যমে সদস্য সংখ্যা ১৮ থেকে বাড়িয়ে ৫৪ করা হয়।
-
প্রতি বছর ১৮টি দেশ ৩ বছরের মেয়াদে সদস্য হিসেবে নির্বাচিত হয়।
-
পরিষদের অধিবেশন বছরে অন্তত দুইবার অনুষ্ঠিত হয়, যা সাধারণত নিউইয়র্ক বা জেনেভা শহরে বসে।
বাংলাদেশের অংশগ্রহণ (২০২৫–২০২৭ মেয়াদ):
-
বাংলাদেশ এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসেবে ECOSOC-এর সদস্য নির্বাচিত হয়েছে।
-
নির্বাচনে বাংলাদেশ ১৮৯ ভোটের মধ্যে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়, যা দেশের আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থানের একটি বড় অর্জন হিসেবে বিবেচিত।
0
Updated: 15 hours ago
The United Nations University কোন শহরে অবস্থিত?
Created: 4 months ago
A
লন্ডন
B
ব্রাসেলস
C
নিউইয়র্ক
D
টোকিও
UNU (United Nations University)
-
পূর্ণরূপ: United Nations University (জাতিসংঘ বিশ্ববিদ্যালয়)
-
প্রতিষ্ঠা: ডিসেম্বর, ১৯৭২
-
শিক্ষা কার্যক্রম শুরু: সেপ্টেম্বর, ১৯৭৫
-
সদর দপ্তর: টোকিও, জাপান
-
প্রধানের পদবি: রেক্টর
-
প্রথম রেক্টর ও প্রথম বিশ্ববিদ্যালয় কাউন্সিলের সভাপতি: ড. জেমস এম. হেস্টার
-
বর্তমান রেক্টর: শিলিদজি মারওয়ালা (৭ম রেক্টর)
প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও উদ্দেশ্য:
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব প্রথম আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব উ থান্ট, ১৯৬৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে। এরপর ১৯৭২ সালের ডিসেম্বর মাসে সাধারণ পরিষদ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে।
UNU-এর মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক গুরুত্বপূর্ণ সমস্যাসমূহের সমাধানে শিক্ষা ও গবেষণার মাধ্যমে সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখা।
বিশ্বব্যাপী উপস্থিতি ও কার্যক্রম
বর্তমানে বিশ্বের প্রায় ১২টি দেশে ১৩টি প্রতিষ্ঠান UNU-এর অধীনে কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়টি স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উৎস: জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 4 months ago
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কতটি?
Created: 1 week ago
A
৪টি
B
৫টি
C
৬টি
D
৭টি
জাতিসংঘ (United Nations):
-
বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা।
-
জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
-
প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর, জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে।
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন ১৯৪৫, সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
-
বর্তমান সদস্য (জুলাই ২০২৫): ১৯৩টি।
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
-
বর্তমান মহাসচিব (সেপ্টেম্বর ২০২৫): আন্তোনিও গুতেরেস।
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
দাপ্তরিক ভাষা: ৬টি — ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ, আরবি।
-
কার্যকরী দাপ্তরিক ভাষা: ২টি — ইংরেজি ও ফ্রেঞ্চ।
জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থা (Principal Organs):
-
সাধারণ পরিষদ (General Assembly)
-
নিরাপত্তা পরিষদ (Security Council)
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council – ECOSOC)
-
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice – ICJ)
-
অছি পরিষদ (Trusteeship Council)
-
জাতিসংঘ সচিবালয় (UN Secretariat)
0
Updated: 1 week ago
জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি?
Created: 2 weeks ago
A
১১
B
১৫
C
১৭
D
২১
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) হলো ২০১৫ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে নির্ধারিত একটি আন্তর্জাতিক কাঠামো, যা বিশ্বের সকল দেশের জন্য ২০৩০ সালের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করতে গৃহীত হয়।
এর মূল নীতি হলো “Leaving no one behind”, অর্থাৎ কারও পিছনে ফেলা হবে না। এই লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়নের জন্য ১৭টি প্রধান লক্ষ্য এবং ১৬৯টি নির্দিষ্ট টার্গেট নির্ধারণ করা হয়েছে।
এর মেয়াদকাল ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত এবং বাস্তবায়ন শুরু হয় ১ জানুয়ারি, ২০১৬ থেকে, যার শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০৩০।
এসডিজির ১৭টি মূল লক্ষ্যমাত্রা হলো:
-
দারিদ্র্য বিলোপ
-
ক্ষুধা মুক্তি
-
সুস্বাস্থ্য ও কল্যাণ
-
মানসম্মত শিক্ষা
-
লিঙ্গ সমতা
-
নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন
-
সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি
-
শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
-
শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
-
অসমতার হ্রাস
-
টেকসই নগর ও জনপদ
-
পরিমিত ভোগ ও উৎপাদন
-
জলবায়ু কার্যক্রম
-
জলজ জীবন
-
স্থলজ জীবন
-
শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
-
অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব
0
Updated: 2 weeks ago