বিশ্বব্যাংক গঠিত হয়েছিল কোন সম্মেলনের সিদ্ধান্তে?
A
ব্রেটন উডস সম্মেলন
B
সান ফ্রান্সিসকো সম্মেলন
C
জেনেভা সম্মেলন
D
প্যারিস সম্মেলন
উত্তরের বিবরণ
ব্রেটন উডস সম্মেলন ছিল আধুনিক বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো গঠনের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, যেখানে বিশ্বযুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক স্থিতিশীলতা ও পুনর্গঠনের ভিত্তি স্থাপন করা হয়।
-
তারিখ: ১ জুলাই থেকে ২২ জুলাই, ১৯৪৪
-
স্থান: নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ব্রেটন উডস শহর, যুক্তরাষ্ট্র
-
অংশগ্রহণকারী দেশ: ৪৪টি
-
প্রধান উদ্যোক্তা: যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস
এই সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক শৃঙ্খলা পুনর্গঠনের লক্ষ্যে দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়—
-
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
-
পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (International Bank for Reconstruction and Development - IBRD), যা বর্তমানে বিশ্বব্যাংক (World Bank) নামে পরিচিত।
এই সম্মেলনের সিদ্ধান্তের ফলেই বিশ্বব্যাংক ও আইএমএফের আনুষ্ঠানিক ভিত্তি তৈরি হয়, যা আজও আন্তর্জাতিক অর্থনৈতিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

0
Updated: 15 hours ago
২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?
Created: 2 weeks ago
A
যুক্তরাষ্ট্র
B
সুইজারল্যান্ড
C
বাংলাদেশ
D
ভারত
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা ১ ফেব্রুয়ারি ২০২২-এ জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) প্রথম নারী সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি জাতিসংঘে বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি।
-
১ ফেব্রুয়ারি ২০২২: রাবাব ফাতিমা পিবিসির প্রথম নারী সভাপতি নির্বাচিত হন।
-
রাবাব ফাতিমা বাংলাদেশের দ্বিতীয় নারী স্থায়ী প্রতিনিধি।

0
Updated: 2 weeks ago
সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে?
Created: 3 months ago
A
২০
B
২৩
C
২১
D
২২
চিহ্নিত উত্তরটি ভুল
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।
উল্লেখ্য,
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার।
- উদ্বোধন ও ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে।
উৎস: ICC Cricket ওয়েবসাইট

0
Updated: 3 months ago
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা WMO কী নিয়ে কাজ করে?
Created: 3 weeks ago
A
বৈশ্বিক আবহাওয়া
B
আন্তর্জাতিক অভিবাসন
C
খাদ্য ও কৃষি উন্নয়ন
D
পারমাণবিক নিরস্ত্রীকরণ
WMO (World Meteorological Organization)
• পূর্ণরূপ: World Meteorological Organization
• প্রকার: জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা
• প্রতিষ্ঠা: ২৩ মার্চ, ১৯৫০
• জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে মর্যাদা লাভ: ১৭ মার্চ, ১৯৫১
• কাজের ক্ষেত্র: বৈশ্বিক আবহাওয়া, জলবায়ু এবং জলসম্পদ নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ
• সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
সূত্র: WMO ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago