সকর্মক ক্রিয়া কোনটি?
A
আমি রাতে খাব না।
B
ছেলেটা কানে শোনে না।
C
ছেলেটা কানে শোনে না।
D
আকাশে চাঁদ দেখি না।
উত্তরের বিবরণ
সক্রিয় ও অকর্মক ক্রিয়া বোঝার জন্য ক্রিয়ার কর্মপদ গুরুত্বপূর্ণ। যে ক্রিয়ার কর্মপদ থাকে, অর্থাৎ যার সাথে "কী?" বা "কাকে?" প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, সেটিকে সকর্মক ক্রিয়া বলা হয়। আর যার কোনো কর্ম নেই, অর্থাৎ যেটির সাথে "কী?" বা "কাকে?" প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না, সেটি অকর্মক ক্রিয়া।
উদাহরণ:
-
অকর্মক: ছেলেটি হাসে। ('হাসে' ক্রিয়ার কোনো কর্ম নেই)
-
সকর্মক: ছেলেটি বই পড়ছে। ('পড়ছে' ক্রিয়ার কর্ম আছে—বই)
প্রয়োগে সকর্মক ও অকর্মক ক্রিয়ার পার্থক্য:
-
অকর্মক: সে পড়ছে।
-
সকর্মক: সে বই পড়ছে।
-
অকর্মক: আমি রাতে খাব না।
-
সকর্মক: আমি রাতে ভাত খাব না।
-
অকর্মক: আমি চোখে দেখি না।
-
সকর্মক: আকাশে চাঁদ দেখি না।
-
অকর্মক: ছেলেটা কানে শোনে না।
-
সকর্মক: ছেলেটা কথা শোনে।

0
Updated: 15 hours ago