নিচের কোনটি ক্রিয়াজাত অনুসর্গ?
A
ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়।
B
মাথার উপরে নীল আকাশ।
C
কার কাছে গেলে জানা যাবে?
D
এমন কাজ তোমার দ্বারা হবে না।
উত্তরের বিবরণ
অনুসর্গকে দুটি ভাগে ভাগ করা যায়: সাধারণ অনুসর্গ এবং ক্রিয়াজাত অনুসর্গ।
সাধারণ অনুসর্গ:
যেসব অনুসর্গ কোনো ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত না হয়ে অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলা হয়।
-
উপরে: মাথার উপরে নীল আকাশ
-
কাছে: কার কাছে গেলে জানা যাবে?
-
জন্যে: হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি
-
দ্বারা: এমন কাজ তোমার দ্বারা হবে না
-
বনাম: আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা
ক্রিয়াজাত অনুসর্গ:
যেসব অনুসর্গ সরাসরি কোনো ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলা হয়।
-
করে: ভালো করে খেয়ে নাও
-
থেকে: ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়
-
দিয়ে: মন দিয়ে লেখাপড়া করা দরকার
-
ধরে: বহুদিন ধরে অপেক্ষা করে আছি
-
বলে: সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে

0
Updated: 15 hours ago
কোনটি দ্বিগু সমাস?
Created: 1 month ago
A
সপ্তাহ
B
পরিভ্রমণ
C
আমরণ
D
মনগড়া
'সপ্তাহ' দ্বিগু সমাস। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাই দ্বিগু সমাস। 'সপ্তাহ' বিশ্লেষণ করলে পাই - সপ্ত অহের সমাহার ।

0
Updated: 1 month ago
'সমাস' নিয়ে ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়?
Created: 1 month ago
A
বাক্যতত্ত্ব
B
ধ্বনিতত্ত্ব
C
রূপতত্ত্ব
D
অর্থতত্ত্ব
রূপতত্ত্ব
-
শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা।
-
আলোচ্য বিষয়: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি।
-
শব্দগঠন প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব।
-
উপসর্গ, সমাস, প্রত্যয় ও পুরুষও রূপতত্ত্বের অন্তর্ভুক্ত।

0
Updated: 1 month ago
'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
তৎপুরুষ
B
কর্মধারয়
C
অব্যয়ীভাব
D
বহুব্রীহি
ষষ্ঠী তৎপুরুষ সমাস
যখন পূর্বপদের “র/এর” বিভক্তি weg掉 (লুপ্ত) হয়ে পরের পদে যুক্ত হয়, তখন যে সমাস গঠিত হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
🔹 যেমন:
-
পুষ্পের সৌরভ → পুষ্পসৌরভ (ষষ্ঠী তৎপুরুষ সমাস)
আরও কিছু উদাহরণ
-
ছাগীর দুগ্ধ → ছাগদুগ্ধ
-
গৃহের কর্তা → গৃহকর্তা
-
অশ্বের পদ → অশ্বপদ
-
চায়ের বাগান → চাবাগান
-
রাজার পুত্র → রাজপুত্র
-
খেয়ারের ঘাট → খেয়াঘাট
এগুলো ছাড়াও জনগণ, ছাত্রসমাজ, দেশসেবা, বিড়ালছানা ইত্যাদিও ষষ্ঠী তৎপুরুষ সমাসের অন্তর্গত।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago