কোনটি সঠিক বানান?
A
নিশিথিনী
B
নীশিথিনী
C
নিশীথিনী
D
নিশিথিনি
উত্তরের বিবরণ
নিশীথিনী, দূরীভূত, তিতিক্ষা, মুহূর্ত, মুমূর্ষু, মুহুর্মুহ বিভীষিকা, বাল্মীকি, সংশপ্তক, অধোগতি, মনীষী ইত্যাদি।
0
Updated: 3 months ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
দোর্গা
B
দোর্গ
C
দূর্বল
D
দুরন্ত
সঠিক উত্তর: ঘ) দুরন্ত ✅
বাংলা ভাষায় অনেক শব্দের প্রচলিত রূপ থাকলেও সবগুলো শুদ্ধ নয়।
-
ক) দোর্গা ❌ → শুদ্ধ বানান হবে দরজা।
-
খ) দোর্গ ❌ → এরকম কোনো শুদ্ধ শব্দ নেই।
-
গ) দূর্বল ❌ → শুদ্ধ বানান হবে দুর্বল (এখানে "উ" নয়, "উ" স্বরবর্ণ ব্যবহার ভুল)।
-
ঘ) দুরন্ত ✅ → এটি শুদ্ধ বানান, অর্থ "অসংযত, অশান্ত, দুঃসাহসী"।
তাই শুদ্ধ বানান হলো দুরন্ত।
0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
ব্যূৎপত্তি
B
ভৌগলিক
C
মূর্ধন্য
D
প্রোজ্বলিত
• শুদ্ধ বানান - মূর্ধন্য।
অন্যদিকে,
ব্যূৎপত্তি শব্দের শুদ্ধ রূপ - ব্যুৎপত্তি।
ভৌগলিক শব্দের শুদ্ধ বানান - ভৌগোলিক।
প্রোজ্বলিত এর শুদ্ধ বানান - প্রজ্বলিত।
0
Updated: 1 month ago
কোন বানানটি ভুল?
Created: 1 month ago
A
স্টেশন
B
রেজিস্ট্রি
C
কোরান
D
ষ্টোর
0
Updated: 1 month ago