'গায়ে হলুদ' কোন সমাস?
A
বহুব্রীহি সমাস
B
কর্মধারয় সমাস
C
অলুক তৎপুরুষ সমাস
D
নিত্য সমাস
উত্তরের বিবরণ
বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি, ২০১৮ সংস্করণ) বইয়ের ৬৬ ও ৬৮ নম্বর পৃষ্ঠায় “গায়ে-হলুদ” পদটি অলুক বহুব্রীহি এবং মধ্যপদলোপী বহুব্রীহি — উভয় ধরনের সমাস হিসেবে উল্লেখ রয়েছে।
মধ্যপদলোপী বহুব্রীহি সেই সমাস, যার ব্যাখ্যামূলক বাক্যের কোনো অংশ সমস্ত পদে লোপ পায়। অর্থাৎ, বাক্যের একটি অংশ বাদ পড়লেও অর্থ সম্পূর্ণ থাকে। উদাহরণস্বরূপ—
-
বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী
-
হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি
এইভাবে “গায়ে হলুদ” এবং “মেনিমুখো” — দুটিকেই মধ্যপদলোপী বহুব্রীহি হিসেবে গণ্য করা হয়।
অন্যদিকে, অলুক বহুব্রীহি হলো সেই বহুব্রীহি সমাস যেখানে পূর্ব বা পরপদের কোনো রূপান্তর ঘটে না। এই ধরনের সমাসে সমস্ত পদটি বিশেষণ হিসেবে কাজ করে। উদাহরণ—
-
মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি
-
গলায় গামছা যার = গলায় গামছা
এভাবেই “গায়ে-হলুদ”, “হাতেখড়ি”, “হাতে-ছড়ি”, “কানে-কলম”, “গায়ে-পড়া”, “হাতে-বেড়ি”, “মাথায়-ছাতা”, “মুখে-ভাত”, “কানে-খাটো” প্রভৃতি উদাহরণ অলুক বহুব্রীহি সমাস হিসেবে বিবেচিত হয়।

0
Updated: 15 hours ago
কোনটি দ্বিগু সমাস?
Created: 1 month ago
A
সপ্তাহ
B
পরিভ্রমণ
C
আমরণ
D
মনগড়া
'সপ্তাহ' দ্বিগু সমাস। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থ সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাই দ্বিগু সমাস। 'সপ্তাহ' বিশ্লেষণ করলে পাই - সপ্ত অহের সমাহার ।

0
Updated: 1 month ago
মধ্যপদলোপী কর্মধারয় সমাস নয় কোনটি?
Created: 1 week ago
A
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
B
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
C
ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী
D
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ
সমাসের উদাহরণ ও সংজ্ঞা
-
দ্বিতীয়া তৎপুরুষ সমাস: ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী
-
মধ্যপদলোপী কর্মধারয় সমাস: যে সমাসে ব্যাসবাক্যের মাঝের পদ লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়।
-
উদাহরণসমূহ:
-
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
-
হাসি মাখা মুখ = হাসিমুখ
-
ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি
-
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
-
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ
-
-
উৎস:

0
Updated: 1 week ago
‘চৌচালা’ কোন সমাসের উদাহরণ?
Created: 2 days ago
A
বহুব্রীহি
B
দ্বিগু
C
তৎপুরুষ
D
কর্মধারয়
চৌচালা - বহুব্রীহি সমাস। চৌ চাল যে ঘরের। পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্তপদটি বিশেষণ হলে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি বলে।

0
Updated: 2 days ago