ΔABC সমবাহু ত্রিভুজের একটি মধ্যমা AD এবং G ভরকেন্দ্র। GD = ৫ সেমি হলে AD = ?
A
১৫ সেমি
B
১০ সেমি
C
৭.৫ সেমি
D
১২ সেমি
উত্তরের বিবরণ
প্রশ্ন: ΔABC সমবাহু ত্রিভুজের একটি মধ্যমা AD এবং G ভরকেন্দ্র। GD = ৫ সেমি হলে AD = ?
সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের ভরকেন্দ্র (G) মধ্যমাকে (AD) ২ : ১ অনুপাতে বিভক্ত করে।
অর্থাৎ, AG : GD = ২ : ১
দেওয়া আছে, GD = ৫ সেমি।
প্রশ্নমতে,
AG : GD = ২ : ১
⇒ AG/৫ = ২/১
⇒ AG = ৫ × ২
∴ AG = ১০
এখন, মধ্যমা AD = AG + GD
= ১০ সেমি + ৫ সেমি
= ১৫ সেমি

0
Updated: 15 hours ago
একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Created: 15 hours ago
A
৯√৩ বর্গমিটার
B
১৬√৩ বর্গমিটার
C
২৫ বর্গমিটার
D
২১√৩ বর্গমিটার
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৮ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
আমরা জানি,
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো: (√৩/৪) × (বাহুর দৈর্ঘ্য)২
দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য, a = ৮ মিটার।
সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪) × (৮)২
= (√৩/৪) × ৬৪
= √৩ × ১৬
= ১৬√৩ বর্গমিটার।

0
Updated: 15 hours ago
একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য ৫, ৬ ও ৭ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Created: 2 months ago
A
১৬ বর্গমিটার
B
১৫ বর্গমিটার
C
১৭ বর্গমিটার
D
১৪ বর্গমিটার
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনবাহুর দৈর্ঘ্য ৫, ৬ ও ৭ মিটার। নিকটতম বর্গমিটারের ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
তিনবাহুর দৈর্ঘ্য a = ৫ মিটার, b = ৬ মিটার ও c = ৭ মিটার
ত্রিভুজটির পরিসীমা (2s) = ৫ + ৬ + ৭ = ১৮ মিটার
∴ অর্ধ-পরিসীমা (s) = ১৮/২ = ৯ মিটার
ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a) (s - b) (s - c)} বর্গমিটার
= √{৯(৯ - ৫) (৯ - ৬) (৯ - ৭)}
= √(৯ × ৪ × ৩ × ২)
= √২১৬ বর্গমিটার
= ১৪.৬৯৬
≈ ১৫ বর্গমিটার

0
Updated: 2 months ago
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ১৫° হলে, কোণদ্বয়ের মধ্যে বড় কোণটির মান কত?
Created: 1 week ago
A
৭৫°
B
৫২.৫°
C
২.৫°
D
৩৫.৫°
সমাধান:
যেহেতু ত্রিভুজটি সমকোণী। অপর দুটি কোণের সমষ্টি ৯০°
অপর দুটি কোণের ক্ষুদ্রতম কোণ = ক
বৃহত্তম কোণ = ক + ১৫°
প্রশ্নমতে,
ক + ক + ১৫° = ৯০°
⇒ ২ক = ৭৫°
ক = ৩৭.৫°
∴ বৃহত্তম কোণটির মান = ৩৭.৫° + ১৫°
= ৫২.৫°

0
Updated: 1 week ago