একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ১৫ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ১৫০ মিটার হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
A
৬০ মিটার
B
৪৫ মিটার
C
৭০ মিটার
D
৫০ মিটার
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ১৫ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ১৫০ মিটার হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত?
সমাধান:
মনে করি, আয়তক্ষেত্রটির প্রস্থ = ক মিটার।
তাহলে, দৈর্ঘ্য = (ক + ১৫) মিটার।
আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
প্রশ্নমতে,
২ × {(ক + ১৫) + ক} = ১৫০
বা, ২ × (২ক + ১৫) = ১৫০
বা, ২ক + ১৫ = ৭৫
বা, ২ক = ৭৫ - ১৫
বা, ২ক = ৬০
বা, ক = ৩০
সুতরাং, আয়তক্ষেত্রটির প্রস্থ = ৩০ মিটার।
অতএব, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = (৩০ + ১৫) মিটার = ৪৫ মিটার।

0
Updated: 15 hours ago
If C is the midpoint of the points A(2, - 1) and B(8, 5), find the length of AC.
Created: 2 weeks ago
A
8√2
B
3√2
C
3√5
D
5
Question: If C is the midpoint of the points A(2, - 1) and B(8, 5), find the length of AC.
Solution:
দেওয়া আছে,
A(2, - 1) এবং B(8, 5),
এবং C হলো AB-এর মধ্যবিন্দু।
দূরত্বের সূত্র ব্যবহার করে AB-এর দৈর্ঘ্য নির্ণয় করি,
AB = √(x2 - x1)2 + (y2 - y1)2)
= √(8 - 2)2 + {5 - (-1)}2
= √(62 + 62)
= √(36 + 36)
= √72
= √(36 × 2)
= 6√2
C হলো AB এর মধ্যবিন্দু, তাই AC = AB/2
= 6√2/2
= 3√2

0
Updated: 2 weeks ago
একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
3 মিটার
B
4 মিটার
C
5 মিটার
D
6 মিটার
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য = x
∴ সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য = x - 1
∴ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য = x + 1
আমরা জানি,
(অতিভুজ)2 = (লম্ব)2 + (ভূমি)2
⇒ (x + 1)2 = (x - 1)2 + x2
⇒ x2 + 2x + 1 = x2 - 2x + 1 + x2
⇒ x2 - 4x = 0
⇒ x(x - 4) = 0
⇒ x = 4 [যেহেতু, ত্রিভুজের লম্ব কখনো শূন্য হতে পারে না]
∴ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য = (x + 1) মিটার
= (4 + 1) মিটার
= 5 মিটার ।

0
Updated: 1 month ago
In the figure, AOB is a straight line. What is the average of the four numbers a, b, c, and d?
Created: 2 weeks ago
A
90
B
45
C
360/7
D
60
Question: In the figure, AOB is a straight line. What is the average of the four numbers a, b, c, and d?
Solution:
যেহেতু, AOB একটি সরলরেখা, তাই সরলরেখার উপর উৎপন্ন কোণগুলোর সমষ্টি ১৮০°।
∴ a° + b° + c° + d° = 180°
⇒ a + b + c + d = 180
এখন, চারটি সংখ্যার গড় = (সংখ্যাগুলোর সমষ্টি) ÷ (মোট সংখ্যা)
= (a + b + c + d) ÷ 4
= 180 ÷ 4
= 45
∴ a, b, c এবং d চারটি সংখ্যার গড় হলো 45।

0
Updated: 2 weeks ago