How does Andrea feel about his art in Andrea del Sarto?
A
He believes his art is the finest in the world
B
He is proud of his art and confident in his skills
C
He feels conflicted and regrets his inability to achieve perfection
D
He feels his art is not important compared to other achievements
উত্তরের বিবরণ
Andrea del Sarto কবিতায়, অ্যান্ড্রিয়া তার শিল্প সম্পর্কে এক ধরনের দ্বন্দ্ব এবং দুঃখ অনুভব করেন। সে জানে যে, তার মধ্যে বিশাল প্রতিভা ছিল, তবে সে নিজের শিল্পকে নিখুঁতভাবে পূর্ণ করতে পারছে না। সে বিশেষভাবে খারাপভাবে অনুভব করে যে, তার কাজের মধ্যে সেই আধ্যাত্মিক বা শিল্পের নিখুঁততার অভাব রয়েছে, যা তার স্বপ্ন ছিল।
এই অনুভূতি তার আত্মবিশ্বাসের অভাব এবং তার জীবনের প্রকৃত লক্ষ্যের প্রতি হতাশা প্রকাশ করে। অ্যান্ড্রিয়া তার অন্তর্নিহিত অসীম ক্ষমতা জানলেও, তাকে হতাশ করে যে, সে তার সম্ভাবনার সর্বোচ্চে পৌঁছাতে পারছে না।

0
Updated: 15 hours ago
Which poem is a dramatic monologue by Robert Browning?
Created: 2 months ago
A
Andrea del Sarto
B
Dover Beach
C
The Waste Land
D
The Second Coming

0
Updated: 2 months ago
Why does Andrea recall King Francis of France?
Created: 1 month ago
A
He was Andrea’s enemy
B
He imprisoned Andrea
C
He once supported Andrea as a patron
D
He married Lucrezia’s cousin
অ্যান্ড্রিয়া একসময় ফরাসি রাজা ফ্রান্সিস প্রথমের পৃষ্ঠপোষকতা পেয়েছিল। তিনি ফ্রান্সে গিয়ে রাজাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক কাজ করার। কিন্তু অ্যান্ড্রিয়া তার স্ত্রী লুক্রেজিয়ার চাপে ইতালিতে ফিরে আসে এবং সেই প্রতিশ্রুত কাজ শেষ করেনি। ফলে সে একধরনের অপরাধবোধে ভুগছে। এটি তার জীবনের আরেকটি ব্যর্থতা।

0
Updated: 1 month ago
What is the role of Lucrezia’s cousin in the poem “Andrea Del Sarto”?
Created: 1 month ago
A
He supports Andrea
B
He distracts Lucrezia with debts and gambling
C
He teaches Andrea
D
He praises Andrea’s art
কবিতার শেষের দিকে Andrea বলে Lucrezia-র cousin প্রায়ই ঋণ বা জুয়ার অজুহাতে আসে, আর Lucrezia তাকে নিয়ে ব্যস্ত থাকে। ফলে Andrea আরও অবহেলিত হয়।

0
Updated: 1 month ago