একটি ষড়ভুজের কোণগুলোর অনুপাত ৯ : ১০ : ১১ : ১২ : ১৩ : ১৭ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর কত?
A
৮০°
B
৯০°
C
৭০°
D
১১০°
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি ষড়ভুজের কোণগুলোর অনুপাত ৯ : ১০ : ১১ : ১২ : ১৩ : ১৭ হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর কত?
সমাধান:
আমরা জানি,
যেকোনো বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি নির্ণয়ের সূত্র হলো (n - ২) × ১৮০°
এখানে, n = বহুভুজটির বাহুসংখ্যা।
∴ ষড়ভুজের কোণগুলোর সমষ্টি = (৬ - ২) × ১৮০°
= ৪ × ১৮০° = ৭২০°।
কোণগুলোর অনুপাতের সমষ্টি = ৯ + ১০ + ১১ + ১২ + ১৩ + ১৭ = ৭২
∴ ক্ষুদ্রতম কোণের মান = (৯/৭২) × ৭২০° = ৯ × ১০° = ৯০°
এবং, বৃহত্তম কোণের মান = (১৭/৭২) × ৭২০° = ১৭ × ১০° = ১৭০°
সুতরাং, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর = ১৭০° - ৯০° = ৮০°।

0
Updated: 15 hours ago
সমক্ষমতাসম্পন্ন ৬টি মেশিন প্রতি মিনিটে ২৭০টি বোতল উৎপন্ন করে। এরূপ ১০টি মেশিন ৪ মিনিটে কতটি বোতল উৎপন্ন করতে পারবে?
Created: 1 week ago
A
১৯০০টি
B
১৮২০টি
C
১২০০ টি
D
১৮০০ টি
প্রশ্ন: সমক্ষমতাসম্পন্ন ৬টি মেশিন প্রতি মিনিটে ২৭০টি বোতল উৎপন্ন করে। এরূপ ১০টি মেশিন ৪ মিনিটে কতটি বোতল উৎপন্ন করতে পারবে?
সমাধান:
৬টি মেশিন ১ মিনিটে উৎপন্ন করে ২৭০টি
১টি মেশিন ১ মিনিটে উৎপন্ন করে ২৭০/৬ = ৪৫টি
১০টি মেশিন ১ মিনিটে উৎপন্ন করে ৪৫ × ১০ = ৪৫০টি
১০টি মেশিন ৪ মিনিটে উৎপন্ন করে ৪৫০ × ৪ = ১৮০০টি
∴ ১৮০০টি বোতল উৎপন্ন করতে পারবে।

0
Updated: 1 week ago
In a 500-meter race, B starts 50 meters ahead of A, yet A defeats B by a margin of 25 meters. What distance did B cover when A reached the finish line?
Created: 1 month ago
A
400 meters
B
425 meters
C
420 meters
D
475 meters
Question: In a 500-meter race, B starts 50 meters ahead of A, yet A defeats B by a margin of 25 meters. What distance did B cover when A reached the finish line?
Solution:
500 মিটার রেসে B 50 মিটার এগিয়ে থেকে দৌড় শুরু করায় B কে দূরত্ব অতিক্রম করতে হবে = (500 - 50) মিটার = 450 মিটার
A এর অতিক্রান্ত দূরত্ব = 500 মিটার
কিন্তু A, B-কে 25 মিটার দূরত্বে পরাজিত করে।
∴ A যখন শেষপ্রান্ত স্পর্শ করে তখন B এর অতিক্রান্ত দূরত্ব = (450 - 25) মিটার = 425 মিটার

0
Updated: 1 month ago
একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
Created: 4 days ago
A
30°
B
60°
C
80°
D
90°
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3 হলে এর বৃহত্তম কোণটির মান কত?
সমাধান:
ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1 : 2√2 : 3
ধরি
১ম বাহু = x
২য় বাহু = 2√2x
৩য় বাহু = 3x
এখন
(3x)2 = (2√2x)2 + x2
9x2 = 8x2 + x2
9x2 = 9x2
প্রদত্ত ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।
সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ সর্বদা 90°

0
Updated: 4 days ago