শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
A
বনী আদম
B
জননী
C
চৌরসন্ধি
D
ক্রীতদাসের হাসি
উত্তরের বিবরণ
‘ক্রীতদাসের হাসি’ উপন্যাস
- শওকত ওসমানের কালােত্তীর্ণ উপন্যাস ক্রীতদাসের হাসি।
- এটি একটি প্রতিকাশ্রয়ী উপন্যাস। উপন্যাসটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালােচনা করা হয়েছিল রূপক-প্রতীকের আশ্রয়ে।
- বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী। সে ক্রীতদাস তাতারি ও বাঁদি মেহেরজানের প্রণয়ে বাধা সৃষ্টি এবং তাতারিকে গৃহবন্দি ও অত্যাচার করে।
- তাতারি আমৃত্যু বাদশা হারুনের নির্যাতনের প্রতিবাদ করে যায়।
- এখানে তাতারি বাঙালি জনতার এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক তাতারির হাসি উপন্যাসে বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে।
- এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তাঁকে আদমজি পুরস্কার দেয়া হয় ১৯৬৬ সালে।
-------------------------
• শওকত ওসমান:
- শওকত ওসমান কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- ‘নেকড়ে অরণ্য’ - শওকত ওসমান রচিত উপন্যাস। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নেকড়ে অরণ্য গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নরনারীর নির্যাতনের করুণ বিবরণ আছে।
- তাঁর জননী ও ক্রীতদাসের হাসি উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে।
- জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
- 'জাহান্নম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
• শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস-
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- জননী,
- চৌরসন্ধি,
• শওকত ওসমান রচিত নাটক-
- তস্কর নস্কর,
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- আমলার মামলা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থটির লেখক কে?
Created: 2 months ago
A
রাজা রামমোহন রায়
B
কালীপ্রসন্ন সিংহ
C
চণ্ডীচরণ মুনশী
D
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
হুতোম প্যাঁচার নকশা
-
লেখক: কালীপ্রসন্ন সিংহ।
-
আধুনিক বাংলা সাহিত্যের গোড়াপত্তনকালীন গদ্য উপাখ্যান।
-
তিনি এটি ‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে লিখেছেন।
-
মূলত এটি ব্যঙ্গ-বিদ্রূপাত্মক সামাজিক নকশা জাতীয় রচনা।
কালীপ্রসন্ন সিংহ
-
বাংলা সাহিত্যে ‘হুতোমী বাংলা’ রীতির প্রবর্তক।
-
‘হুতোম প্যাঁচা’ ছদ্মনামে পরিচিত।
-
জন্ম: কলকাতার জোড়াসাকো, ১৮৪০।
-
‘হুতোমী বাংলা’ ভাষা রীতি অনুসরণ করে সাহিত্য রচনা করেছেন।
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
'সুলতানার স্বপ্ন' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত
Created: 3 months ago
A
উপন্যাস
B
কাব্যগ্রন্থ
C
প্রবন্ধ গ্রন্থ
D
নাটক
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস 'সুলতানার স্বপ্ন', 'পদ্মরাগ'। তাঁর রচিত গদ্যগ্রন্থ হলো মতিচুর, অবরোধবাসিনী।
0
Updated: 3 months ago
‘লালসালু’ - উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কী?
Created: 3 weeks ago
A
Red Cloth
B
Tree Without Roots
C
Roots of Faith
D
The Holy Man
‘লালসালু’ আধুনিক বাংলা উপন্যাসের এক অনন্য মাইলফলক, যা সমাজে ধর্মের অপপ্রয়োগ, ভণ্ডামি ও নারীর জাগরণের প্রেক্ষাপটে সামাজিক চেতনার এক গভীর চিত্র তুলে ধরে। সৈয়দ ওয়ালিউল্লাহ তাঁর অসামান্য ভাষাশৈলী ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে এই উপন্যাসকে করে তুলেছেন কালোত্তীর্ণ।
লালসালু উপন্যাস সম্পর্কে মূল তথ্য:
-
প্রকাশকাল: ১৯৪৮ সালে, কলকাতা থেকে গ্রন্থাকারে প্রকাশিত।
-
বিষয়বস্তু: ধর্মের নামে ব্যক্তিস্বার্থে প্রতারণাকারীদের মুখোশ উন্মোচন এবং সমাজে নারী জাগরণ ও চেতনার বিকাশ।
-
প্রতীকী দিক: উপন্যাসে জমিলা চরিত্রটি বিদ্রোহ ও প্রতিবাদের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে।
-
চরিত্রসমূহ: মজিদ, খালেক ব্যাপারি, জমিলা, রহিমা, আমেনা, আক্কাস, তাহেরে বাপ, হাসুনির মা প্রমুখ।
-
বিশেষত্ব: ‘লালসালু’ একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস, যা সময়ের সীমা ছাড়িয়ে সার্বজনীন মানব-অভিজ্ঞতার প্রতিফলন ঘটায়।
-
অনুবাদ: ইংরেজিতে Tree Without Roots নামে অনূদিত হয় ১৯৬৭ সালে, এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক খ্যাতি অর্জন করে।
সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একাধারে কথাসাহিত্যিক ও নাট্যকার।
-
জন্ম: ১৫ আগস্ট ১৯২২, চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে।
-
শিক্ষা: আনন্দ মোহন কলেজ থেকে বি.এ (ডিস্টিংকশনসহ), ১৯৪৩ সালে।
-
সাহিত্যচর্চার সূচনায় ‘ভোরের আলো’ নামে হাতে লেখা পত্রিকা সম্পাদনা করেন।
তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
উপন্যাস: লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো।
-
গল্পগ্রন্থ: নয়নচারা, দুই তীর।
-
নাটক: বহিপীর, তরঙ্গভঙ্গ, সুড়ঙ্গ।
0
Updated: 3 weeks ago