বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
A
অগ্নিসাক্ষী
B
চিলেকোঠার সেপাই
C
আরেক ফাল্গুন
D
অনেক সূর্যের আশা
উত্তরের বিবরণ
‘আরেক ফাল্গুন’ উপন্যাস
বাংলা সাহিত্যের প্রখ্যাত লেখক জহির রায়হান রচিত একটি স্মরণীয় উপন্যাস হলো ‘আরেক ফাল্গুন’। এই উপন্যাসটি মূলত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের পটভূমিতে লেখা, যেখানে ভাষা আন্দোলনের উত্তাল সময়, বিশেষ করে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির ঘটনাবলি এবং সেসময়ের রাজনৈতিক আবহ উপজীব্য হিসেবে উঠে এসেছে। এটি ১৯৬৮ সালে প্রথম প্রকাশিত হয়।
এই রচনায় লেখক ১৯৪৮ সাল থেকে ১৯৫৫ সাল পর্যন্ত সময়কালে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, প্রেম-ভালোবাসা, সংগ্রাম ও জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে জীবন্তভাবে উপস্থাপন করেছেন। উপন্যাসটির এক উল্লেখযোগ্য সংলাপ হলো:
"আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো" — যা ভবিষ্যতের আন্দোলনে জনগণের দৃঢ় সংকল্পকে নির্দেশ করে।
উপন্যাসে গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
-
মুমিন
-
আসাদ
-
রসুল
-
সালমা
অন্যান্য গুরুত্বপূর্ণ সাহিত্য ও চলচ্চিত্র
-
‘চিলেকোঠার সেপাই’: আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত রাজনৈতিক উপন্যাস, যা ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে লেখা।
-
‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র, যেটি পরিচালনা করেন সুভাষ দত্ত।
-
‘অনেক সূর্যের আশা’: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উপমহাদেশের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন নিয়ে লেখা সরদার জয়েনউদ্দিন-এর একটি বিশিষ্ট উপন্যাস।
জহির রায়হান: সংক্ষিপ্ত পরিচিতি
-
জন্ম: ১৯৩৫, ফেনী জেলার মজিপুর গ্রামে।
-
পূর্ণ নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
-
পেশা: সাহিত্যিক, সাংবাদিক, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
প্রাপ্ত সম্মাননা
-
উপন্যাস ‘হাজার বছর ধরে’-র জন্য আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।
-
১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।
জহির রায়হানের উল্লেখযোগ্য উপন্যাসসমূহ
-
শেষ বিকেলের মেয়ে
-
হাজার বছর ধরে
-
আরেক ফাল্গুন
-
বরফ গলা নদী
-
আর কত দিন
-
কয়েকটি মৃত্যু
পরিচালিত চলচ্চিত্রসমূহ
-
সোনার কাজল
-
কাঁচের দেয়াল
-
বেহুলা
-
জীবন থেকে নেয়া
-
আনোয়ারা
-
সঙ্গম
-
বাহানা
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
Created: 3 months ago
A
বিষবৃক্ষ
B
গণদেবতা
C
আরণ্যক
D
ঘরে বাইরে
‘ঘরে-বাইরে’ উপন্যাস:
‘ঘরে-বাইরে’ (১৯১৬) রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম চলিতভাষায় লেখা উপন্যাস। এটি ১৯১৫ সালে ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়। স্বদেশি আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই উপন্যাসে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা করা হয়েছে। এছাড়া সমাজ ও প্রথার দ্বারা নির্ধারিত নারী-পুরুষের সম্পর্ক, বিশেষত পরস্পরের আকর্ষণ ও বিকর্ষণের বিশ্লেষণও এতে ফুটে উঠেছে।
কাহিনির নায়িকা বিমলা স্বামী নিখিলেশের প্রতি ভালোবেসেও অন্য পুরুষ বিপ্লবী সন্দীপের প্রতি গভীর আকৃষ্ট। একদিকে রয়েছে দেশের রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে তিনটি মানুষের ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব ও টানাপোড়েন। এই দুই মিলিয়ে উপন্যাসটি গঠিত।
‘ঘরে-বাইরে’ উপন্যাসের ভাবনায় পাশ্চাত্যের ঔপন্যাসিক স্টিভেনসনের ‘প্রিন্স অটো’ উপন্যাসের সাদৃশ্য লক্ষ্য করা যায়। স্টিভেনসনের সেরাফিনা, অটো ও গোনড্রেমার্ক যথাক্রমে রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপের প্রতিরূপ। তবে স্টিভেনসনের গল্পের উপস্থাপনা ব্যঙ্গাত্মক ও সমাপ্তি মিলনাত্মক হলেও রবীন্দ্রনাথের উপন্যাসটি গুরুতর ও ট্র্যাজিক উপসংহারে শেষ হয়েছে যা অধিক শিল্পসম্মত।
উল্লেখযোগ্য চরিত্র:
-
বিমলা
-
নিখিলেশ
-
সন্দীপ
অন্য উল্লেখযোগ্য উপন্যাস:
-
বিষবৃক্ষ (১৮৭৩)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস। এতে বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ ও রূপতৃষ্ণা, নৈতিকতার দ্বন্দ্ব, নারীর আত্মসম্মান ও অধিকারবোধের বিষয়গুলো ফুটে উঠেছে। -
গণদেবতা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত উপন্যাস। -
আরণ্যক
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস। এটি ভাগলপুরের বনাঞ্চলের নিম্নবিত্ত মানুষের জীবনকে কেন্দ্র করে রচিত। প্রধান চরিত্র: ভানুমতী, বনোয়ারী, দোবরু, বুদ্ধু সিংহ।
রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে:
রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। ছোটবেলা থেকেই তার কবি প্রতিভার বিকাশ ঘটে; মাত্র পনের বছর বয়সে তার ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয়। ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কারে সম্মানিত হন, যা তাকে এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে প্রথম করে তোলে।
১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কিছু উল্লেখযোগ্য উপন্যাস:
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
যোগাযোগ
-
নৌকাডুবি
-
বউ ঠাকুরানীর হাট
-
দুই বোন
-
মালঞ্চ
-
চতুরঙ্গ
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায়
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

0
Updated: 3 months ago
কোনটি উপন্যাস?
Created: 1 month ago
A
নতুন চাঁদ
B
কন্যাকুমারী
C
গড্ডলিকা
D
নেমেসিস
রাশিদা আখতারের লেখা একটি উল্লেখযোগ্য উপন্যাস হলো 'কন্যাকুমারী'।
এদিকে,
-
'নতুন চাঁদ' হলো কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ।
-
'গড্ডলিকা' নামক গল্পগ্রন্থটির রচয়িতা রাজশেখর বসু।
-
আর নাট্যজগতে নুরুল মোমেনের লেখা 'নেমেসিস' একটি গুরুত্বপূর্ণ নাটক হিসেবে পরিচিত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং 'কন্যাকুমারী' উপন্যাস (রাশিদা আখতার)।

0
Updated: 1 month ago
'মস্যাধার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 weeks ago
A
মস্যা + ধার
B
মসি + আধার
C
মসী + ধার
D
মসী + আধার
'মস্যাধার' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ
-
মসী + আধার = মস্যাধার
🔹 সন্ধির নিয়ম
-
ই-কার (◌ি) বা ঈ-কার (◌ী)-এর পর ই বা ঈ ছাড়া অন্য কোনো স্বর এলে, ই/ঈ স্থলে য/য-ফলা বসে।
-
এই য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
📌 সূত্র: [ ঈ + আ = য্ + আ ]
উদাহরণ:
-
মসী + আধার = মস্যাধার
তথ্যসূত্র:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 weeks ago