একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১৫০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
A
৯০০°
B
৩৬০°
C
৭০০°
D
১২০০°
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১৫০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
সমাধান:
১ মিনিট = ৬০ সেকেন্ড।
চাকা ৬০ সেকেন্ডে ঘোরে = ১৫০ বার
∴ ১ সেকেন্ডে ঘোরে = ১৫০/৬০ বার
= ৫/২ বার
গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে = ৩৬০°
∴ গাড়ির চাকা ৫/২ বার ঘুরে অতিক্রম করে =(৩৬০° × ৫)/২
= ৯০০°

0
Updated: 15 hours ago
নিচের কোন শব্দটি আয়নায় প্রতিফলিত হলেও শব্দটির কোনো পরিবর্তন হয় না?
Created: 2 weeks ago
A
TOOTS
B
MAAM
C
MOMB
D
KITES
প্রশ্ন: নিচের কোন শব্দটি আয়নায় প্রতিফলিত হলেও শব্দটির কোনো পরিবর্তন হয় না?
সমাধান:
MAAM শব্দটি আয়নায় প্রতিফলিত হলেও শব্দটির কোনো পরিবর্তন হয় না।

আয়নায় প্রতিফলিত হলে পরিবর্তন হয় না এমন বর্ণগুলো হলো-
A, H, I, M, O, T, U, V, W, X, Y

0
Updated: 2 weeks ago