বাংলাদেশ সরকারিভাবে দুর্নীতি বিরোধী দিবস পালন করে কত সাল থেকে?
A
২০১২ সালে
B
২০১৫ সালে
C
২০১৭ সালে
D
২০০৫ সালে
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।
-
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সাল থেকে এ দিবস পালন শুরু করে।
-
যদিও কমিশন প্রতিবার দিবসটি পালন করলেও, আগে সরকারিভাবে দেশে এ দিবস উদযাপিত হতো না।
-
২০১৬ সালের ২৭ ডিসেম্বর, কমিশন মন্ত্রিপরিষদ বিভাগকে একটি পত্র পাঠায় ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে পালনের অনুরোধ জানিয়ে।
-
এর প্রেক্ষিতে সরকার ১৮ জুলাই, ২০১৭ তারিখে ৯ ডিসেম্বরকে সরকারিভাবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।
-
একই সঙ্গে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণীভুক্ত করা হয়।
-
২০১৭ সালে প্রথমবারের মতো সরকারিভাবে এ দিবস উদযাপিত হয়।

0
Updated: 16 hours ago
মূল্যবোধ হলো -
Created: 6 days ago
A
মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলির দিক নির্দেশনা
B
সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
C
মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
D
মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
মূল্যবোধ
মূল্যবোধ হলো সেই নীতি ও মানদণ্ড যা মানুষের আচরণকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে। এটি মানুষের মনোভাব, আশা-আকাঙ্খা, লক্ষ্য ও উদ্দেশ্যের সমন্বয়ে গঠিত অপেক্ষাকৃত স্থায়ী বিশ্বাস। সামাজিক রীতিনীতি, প্রথা ও আদর্শের বিকাশ ঘটানোর শিক্ষাকে মূল্যবোধ শিক্ষা বলা হয়। মূল্যবোধ সমাজ ও রাষ্ট্রের ভিত্তি হিসেবে কাজ করে এবং মানুষের আচরণের সামাজিক মাপকাঠি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এটি দেশের সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক ও রাজনৈতিক উৎকর্ষের অন্যতম মাপকাঠি।
-
মূল্যবোধের উৎস:
-
প্রাথমিক শিক্ষা কেন্দ্র হলো পরিবার
-
প্রাতিষ্ঠানিক উৎস হলো শিক্ষালয়
-
-
মূল্যবোধের বৈশিষ্ট্য:
-
মানুষের আচার-ব্যবহার ও কার্যাবলীকে পরিচালিত ও নিয়ন্ত্রণ করে
-
স্থায়ী নয়, বরং পরিবর্তনশীল
-
শিষ্টাচার, সততা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ ও মানবিক সুবিবেচিত আচরণের সমষ্টি
-

0
Updated: 6 days ago
মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
Created: 1 month ago
A
ঐচ্ছিক ক্রিয়া
B
অনৈচ্ছিক ক্রিয়া
C
ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া
D
ক ও গ নামক ক্রিয়া
নীতিবিদ্যা (Ethics)
নীতিবিদ্যা বা Ethics শব্দটি এসেছে গ্রিক শব্দ Ethos থেকে, যার অর্থ “আচরণের ধরন” বা “ঐচ্ছিক আচরণ”। নীতিবিদ্যার মূল কাজ হলো মানুষের আচরণের নৈতিক মূল্যায়ন করা এবং তার আদর্শ নির্ধারণ করা। এটি মানুষের আচরণের নিয়ম-কানুন বা রীতিনীতি সম্পর্কিত একটি বিজ্ঞান।
নীতিবিদ্যা মানুষের ঐচ্ছিক আচরণ নিয়ে আলোচনা করে। ঐচ্ছিক আচরণ বলতে সেই আচরণকে বোঝায়, যা মানুষ নিজের ইচ্ছায়, সচেতনভাবে করে থাকে।
উদাহরণস্বরূপ, উইলিয়াম লিলি তাঁর বই An Introduction to Ethics-এ নীতিবিদ্যার সংজ্ঞা দিয়েছেন:
“নীতিবিদ্যা হলো সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত বিজ্ঞান, যেখানে আচরণের সঠিকতা বা অসঠিকতা, ভালো বা মন্দ বিষয়ে আলোচনা করা হয়।”
সংক্ষেপে বলা যায়,
নীতিবিদ্যা হলো এমন একটি জ্ঞানশাখা যা মানুষের ঐচ্ছিক আচরণের ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত, যথার্থতা-অযথার্থতা নির্ধারণ করে, আচরণের মানদণ্ড ও নিয়মাবলী নির্ধারণ করে এবং এগুলোর প্রয়োগ বিশ্লেষণ করে।
উৎস: নীতিবিদ্যা, এসএসএইচএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, Britannica.

0
Updated: 1 month ago
সুশাসনের ধারণাটি কেমন?
Created: 2 weeks ago
A
একমাত্রিক
B
দ্বিমাত্রিক
C
বহুমাত্রিক
D
কোনোটিই নয়
সুশাসন (Good Governance)
-
সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো Good Governance।
-
এর অর্থ হচ্ছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন।
-
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বারবার কোনাবল প্রথম "Good Governance" শব্দটি ব্যবহার করেন।
সুশাসনের ধারণা:
-
সুশাসনের ধারণাটি বহুমাত্রিক।
-
এটি চার ধরনের ধারণা নির্মাণ করে:
১. রাজনৈতিক সুশাসন
২. সামাজিক সুশাসন
৩. অর্থনৈতিক সুশাসন
৪. সাংস্কৃতিক সুশাসন
অতিরিক্ত বৈশিষ্ট্য:
-
সুশাসনের ধারণাটি আপেক্ষিক।
-
সুশাসন ধারণাটির উদ্ভাবক হলো বিশ্বব্যাংক।
-
বিশ্বব্যাংক প্রথম ১৯৮৯ সালে Good Governance শব্দটি ব্যবহার করে।

0
Updated: 2 weeks ago