’Power: A New Social Analysis’ গ্রন্থটি কার?
A
এরিস্টটল
B
বার্ট্রান্ড রাসেল
C
জন লক
D
টমাস হবস
উত্তরের বিবরণ
বার্ট্রান্ড রাসেল
বার্ট্রান্ড রাসেল ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
প্রথম বিশ্বযুদ্ধের সময় প্যাসিফিজমের কারণে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেন।
-
১৯১৮ সালে তিনি কারাগারে থাকাকালীন লিখেছেন Introduction to Mathematical Philosophy।
রাসেলের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ:
-
The Elements of Ethics
-
Human Society in Ethics and Politics
-
Moral and Others
-
Power: A New Social Analysis
-
Political Ideals
-
Introduction to Mathematical Philosophy

0
Updated: 16 hours ago
গণতন্ত্রের সাফল্যের মূল শক্তি-
Created: 16 hours ago
A
দলীয়করণ
B
অবাধ ক্ষমতায়ণ
C
জন সচেতনা
D
নির্বাচনী ইশতেহার
জন সচেতনা হলো গনতন্ত্রের সফলতার মূল শক্তি, যা নাগরিকদের সজাগ দৃষ্টি এবং অধিকার রক্ষার সক্ষমতা নিশ্চিত করে। এটি সুশাসনের চাবিকাঠি হিসেবেও বিবেচিত।
উল্লেখযোগ্য দিকসমূহ:
-
জনঅংশগ্রহণ: প্রশাসনে জনগণের অংশগ্রহণের অভাব সুশাসন প্রতিষ্ঠার পথ সংকীর্ণ করে।
-
ক্ষমতার ভারসাম্য: সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা প্রয়োজন।
-
কার্যকর সংসদ: জনগণের আশা ও আকাঙ্খা জাতীয় সংসদে তুলে ধরার মাধ্যমে সরকারের কার্যকারিতা নিশ্চিত করে।

0
Updated: 16 hours ago
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত-
Created: 16 hours ago
A
গণমাধ্যম
B
সেনাবাহিনী
C
বিচার বিভাগ
D
শিক্ষক সমাজ
সুশাসন ও গণমাধ্যম
-
গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ধরা হয়।
-
বর্তমান সমাজে সুশাসন ও গণমাধ্যম পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
-
গণমাধ্যম একমাত্র ব্যবস্থা যা সুশাসনের নিয়ামকগুলোকে জনমত সৃষ্টির মাধ্যমে সুসংহত করতে পারে।
-
শক্তিশালী ও নিরপেক্ষ গণমাধ্যমের অনুপস্থিতি সুশাসনের অন্তরায় হিসেবে বিবেচিত হয়।
-
স্বাধীন সংবাদ মাধ্যম এবং স্বাধীন বিচার বিভাগ ছাড়া সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা ও প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়।
-
গণতান্ত্রিক সমাজে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও আইনশৃঙ্খলা লঙ্ঘনের ক্ষেত্রে গণমাধ্যমের জোরালো ভূমিকা তা প্রতিহত করতে সাহায্য করে।

0
Updated: 16 hours ago
নিচের কোনটি স্বাধীনতার রক্ষক ও অভিভাবক?
Created: 16 hours ago
A
ধর্ম
B
সরকার
C
আইন
D
জনগন
আইন হলো ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নিয়মের সমষ্টি, যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। এটি ব্যক্তি ও সমাজের মধ্যে সুশৃঙ্খল সম্পর্ক বজায় রাখতে সহায়ক।
-
প্রাচীনতম উৎস: প্রথা
-
গুরুত্বপূর্ণ উৎস: ধর্ম
-
আধুনিককালের আইনের উৎস: আইন পরিষদ
-
আইনের মৌলিক উৎস: সংবিধান
-
স্বাধীনতার রক্ষক ও অভিভাবক: আইন
উল্লেখযোগ্যভাবে, স্বাধীনতা তখনই কার্যকর হয়, যখন তা নিয়মতান্ত্রিক কাঠামো বা সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়, যা আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়।
-
আইন নির্ধারণ করে কখন একজন ব্যক্তি নিজের স্বাধীনতা ভোগ করতে পারে এবং কখন তা অন্যের অধিকারে হস্তক্ষেপ হিসেবে গণ্য হবে।
-
যদি কারও স্বাধীনতা লঙ্ঘিত হয়, যেমন অন্যায় গ্রেপ্তার বা মত প্রকাশে বাধা, আইন তাকে সুরক্ষা প্রদান করে এবং প্রতিকার নিশ্চিত করে।

0
Updated: 16 hours ago