’জাতিসংঘ মানবউন্নয়ন প্রতিবেদন ২০২৫' এর বাংলাদেশের অবস্থান- [ আগস্ট,২০২৫]
A
১২৫ তম
B
১৩০ তম
C
৮৯ তম
D
১৪০ তম
উত্তরের বিবরণ
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৫ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ১৩০তম।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানব উন্নয়ন সূচকে অবস্থান:
-
শ্রীলঙ্কা: ৮৯তম
-
ভারত: ১৩০তম
-
পাকিস্তান: ১৬৮তম
-
নেপাল: ১৪৫তম
-
ভূটান: ১২৫তম

0
Updated: 16 hours ago
বিশ্বব্যাংক কত সালে সর্বপ্রথম Good Governance প্রত্যয়টি ব্যবহার করে?
Created: 6 days ago
A
১৯৮৯ সালে
B
১৯৯৭ সালে
C
১৯৭৯ সালে
D
১৯৮৬ সালে
বিশ্বব্যাংক ও সুশাসন
-
'সুশাসন' ধারণাটি প্রথম বিশ্বব্যাংক উদ্ভাবন করে।
-
১৯৮৯ খ্রিস্টাব্দে বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় সর্বপ্রথম ‘সুশাসন’ (Good Governance) শব্দটি ব্যবহৃত হয়।
-
সমীক্ষায় উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করা হয় এবং বলা হয়, সুশাসনের অভাবেই অনুন্নয়ন ঘটে।
-
বিশ্বব্যাংক ও UNDP অনুযায়ী, সুশাসনের মাধ্যমে নাগরিকরা তাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে এবং অধিকার ভোগ করতে পারে।
-
১৯৯৪ সালে বিশ্বব্যাংকের সংজ্ঞা:
"সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভর্নেন্স।"
-
২০০০ সালে বিশ্বব্যাংক চারটি প্রধান স্তম্ভ ঘোষণা করে, যা সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসনের ভিত্তি:
১. দায়িত্বশীলতা (Accountability)
২. স্বচ্ছতা (Transparency)
৩. আইনি কাঠামো (Rule of Law)
৪. অংশগ্রহণ (Participation)

0
Updated: 6 days ago
বিশ্বব্যাংক সুশাসনের কয়টি স্তম্ভের কথা বলেছেন?
Created: 16 hours ago
A
৫টি
B
৪টি
C
৮টি
D
৬টি
বিশ্বব্যাংক ও সুশাসন
-
সুশাসনের ধারণা:
-
‘সুশাসন’ (Good Governance) ধারণাটি বিশ্বব্যাংকের উদ্ভাবিত।
-
১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় প্রথমবার এই শব্দ ব্যবহার করা হয়।
-
এতে উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করা হয় এবং বলা হয়, সুশাসনের অভাবেই অনুন্নয়ন ঘটেছে।
-
সুশাসন প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রে টেকসই উন্নয়ন সম্ভব।
-
১৯৯৪ সালে বিশ্বব্যাংকের সংজ্ঞা: "সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভর্নেন্স।"
-
-
বিশ্বব্যাংকের ঘোষিত চারটি সুশাসনের স্তম্ভ:
১. দায়িত্বশীলতা (Accountability)
২. স্বচ্ছতা (Transparency)
৩. আইনি কাঠামো (Rule of Law)
৪. অংশগ্রহণ (Participation)

0
Updated: 16 hours ago
বাংলাদেশ সরকারিভাবে দুর্নীতি বিরোধী দিবস পালন করে কত সাল থেকে?
Created: 16 hours ago
A
২০১২ সালে
B
২০১৫ সালে
C
২০১৭ সালে
D
২০০৫ সালে
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।
-
বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন ২০০৭ সাল থেকে এ দিবস পালন শুরু করে।
-
যদিও কমিশন প্রতিবার দিবসটি পালন করলেও, আগে সরকারিভাবে দেশে এ দিবস উদযাপিত হতো না।
-
২০১৬ সালের ২৭ ডিসেম্বর, কমিশন মন্ত্রিপরিষদ বিভাগকে একটি পত্র পাঠায় ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে পালনের অনুরোধ জানিয়ে।
-
এর প্রেক্ষিতে সরকার ১৮ জুলাই, ২০১৭ তারিখে ৯ ডিসেম্বরকে সরকারিভাবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।
-
একই সঙ্গে দিবসটি জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণীভুক্ত করা হয়।
-
২০১৭ সালে প্রথমবারের মতো সরকারিভাবে এ দিবস উদযাপিত হয়।

0
Updated: 16 hours ago