“On Liberty” গ্রন্থটি কার লেখা?
A
জন স্টুয়ার্ট মিল
B
সক্রেটিস
C
জন লক
D
জ্যাঁ জাক রুশো
উত্তরের বিবরণ
জন স্টুয়ার্ট মিল একজন ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ এবং উপযোগবাদের (Utilitarianism) প্রবক্তা। তাঁর মতে, মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ, অব্যাহত ও বিভিন্নমুখী প্রকাশই স্বাধীনতা।
জন স্টুয়ার্ট মিলের প্রধান গ্রন্থসমূহ:
-
Considerations on Representative Government
-
Examination of Sir William Hamilton's Philosophy
-
On Liberty
-
Principles of Political Economy
-
The Subjection of Women
-
Utilitarianism
অন্য দার্শনিক ও তাদের বিখ্যাত গ্রন্থ:
-
প্লেটো: The Republic
-
জন লক: An Essay Concerning Human Understanding, Two Treatises of Government

0
Updated: 16 hours ago
নৈতিক মূল্যবােধের উৎস কোনটি?
Created: 2 weeks ago
A
সমাজ
B
নৈতিক চেতনা
C
রাষ্ট্র
D
ধর্ম
নৈতিক মূল্যবোধ মানুষের আচরণ ও মনোভাবের মূল ভিত্তি হিসেবে কাজ করে, যা তাকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে এবং সমাজে কল্যাণকর সম্পর্ক ও সহমর্মিতা গড়ে তোলে। নৈতিক মূল্যবোধের মূল উৎস হলো নীতি এবং উচিত-অনুচিতের বোধ।
-
নৈতিক মূল্যবোধ হলো সেই মনোভাব এবং আচরণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য মনে করে এবং মানসিকভাবে তৃপ্তি লাভ করে।
-
এতে অন্তর্ভুক্ত: সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায়কে অন্যায় বলা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত রাখতে পরামর্শ দেওয়া।
-
এছাড়া, দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা এবং অসহায় ও ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত হতে সাহায্য করাও নৈতিক মূল্যবোধের অংশ।
-
শিশু তার পরিবারে প্রথমবারের মতো নৈতিক মূল্যবোধের শিক্ষা লাভ করে।
অর্থাৎ, নৈতিক মূল্যবোধের উৎস হলো নৈতিক চেতনা।

0
Updated: 2 weeks ago
নৈতিক শক্তির প্রধান উপাদান কি?
Created: 1 month ago
A
সততা ও নিষ্ঠা
B
কর্তব্যপরায়ণতা
C
মায়া ও মমতা
D
উদারতা
নৈতিক শক্তির প্রধান উপাদান সততা ও নিষ্ঠা।
নৈতিকতা (Morality):
- Morality শব্দটি এসেছে ল্যাটিন শব্দ Moralitas থেকে।
- নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান-ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে।
- নৈতিক অনুশাসনের প্রভাবে মানুষ আইন মানে, শৃঙ্খলা পরিপন্থী কাজ করে না এবং রাষ্ট্রের অনুশাসনকে শ্রদ্ধা করে।
- বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায়পরায়ণতা হচ্ছে নৈতিকতার উৎস।
- নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র সমাজ।
- নৈতিকতার মানকে আদর্শ করে উপযুক্ত শিক্ষা।
- নৈতিক শক্তির প্রধান উপাদান হলো সততা ও নিষ্ঠা।
- নৈতিকতা বলতে আমরা বুঝি মানুষের সদাচরণ, সচ্চরিত্র, সততা ও নিষ্ঠার বহিঃপ্রকাশ।
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 1 month ago
নিচের কোনটি সুশাসন প্রতিষ্ঠার প্রাণ?
Created: 16 hours ago
A
নৈতিক মূল্যবোধ
B
বৈধতা
C
গনতন্ত্র
D
দায়িত্বশীলতা
গণতন্ত্র হলো সুশাসন প্রতিষ্ঠার প্রাণ, এবং সুশাসনের জন্য গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই।
সুশাসনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ:
-
গণতন্ত্র
-
অংশগ্রহণ প্রক্রিয়া
-
নৈতিক মূল্যবোধ
-
আইনের শাসন
-
বৈধতা
-
স্বচ্ছতা
-
দায়িত্বশীলতা

0
Updated: 16 hours ago