’শিক্ষাঙ্গনে সন্ত্রাস’ কোন ধরনের অবক্ষয়?
A
সামাজিক
B
নৈতিক
C
অর্থনৈতিক
D
পারিবারিক
উত্তরের বিবরণ
সমাজে নৈতিকতা, আদর্শ ও সুশাসনের অভাব সমাজকে নষ্ট করে দেয় এবং সামাজিক বন্ধনকে দুর্বল করে। এর ফলে আইন-শৃঙ্খলা অক্ষুণ্ণ থাকে না এবং মানুষের মধ্যে অসততা, অনাচার ও অন্যায়ের প্রবণতা বৃদ্ধি পায়।
সামাজিক অবক্ষয়সমূহের মধ্যে রয়েছে:
-
অপসংস্কৃতি
-
যুব সমাজের অবক্ষয়
-
বাল্যবিবাহ
-
যৌতুক প্রথা
-
মাদকাসক্তি
-
শিক্ষাঙ্গনে সন্ত্রাস
-
ইভটিজিং
-
নারী ও শিশু নির্যাতন
-
আর্থ-সামাজিক সমস্যা
-
দুর্নীতি
-
রাজনৈতিক অস্থিরতা
-
দরিদ্রতা
-
খাদ্যে ভেজাল
-
সহিংসতা ও যুদ্ধমূলক সমস্যা
-
যুদ্ধ, জঙ্গিবাদ, চরমপন্থা, মৌলবাদ, বর্ণবাদ
-
রাষ্ট্র কর্তৃক রাষ্ট্র আক্রমণ

0
Updated: 16 hours ago
'রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক' কথাটি কে বলেছেন?
Created: 16 hours ago
A
ম্যাককরনী
B
মিশেল ক্যামডেসাস
C
এম ডব্লিউ পামফ্রে
D
কফি আনান
সুশাসন উন্নয়নের জন্য অপরিহার্য, যেমন উল্লেখ করেছেন মিশেল ক্যামডেসাস: "রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।"
কফি আনানের বক্তব্য অনুযায়ী:
-
"সুশাসন মানবাধিকারের ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করে, গণতন্ত্রকে শক্তিশালী করে এবং জনপ্রশাসনের স্বচ্ছতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক।"
এম ডব্লিউ পামফ্রে বলেন:
-
"মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ।"
ম্যাককরনী অনুযায়ী:
-
"সুশাসন বোঝায় রাষ্ট্র ও সুশীল সমাজের, সরকার ও শান্তিপ্রিয় জনগণের, শাসক ও শাসিতের মধ্যে সমন্বিত সম্পর্ক।"

0
Updated: 16 hours ago
বিশ্বব্যাংক কত সালে সর্বপ্রথম Good Governance প্রত্যয়টি ব্যবহার করে?
Created: 6 days ago
A
১৯৮৯ সালে
B
১৯৯৭ সালে
C
১৯৭৯ সালে
D
১৯৮৬ সালে
বিশ্বব্যাংক ও সুশাসন
-
'সুশাসন' ধারণাটি প্রথম বিশ্বব্যাংক উদ্ভাবন করে।
-
১৯৮৯ খ্রিস্টাব্দে বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় সর্বপ্রথম ‘সুশাসন’ (Good Governance) শব্দটি ব্যবহৃত হয়।
-
সমীক্ষায় উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করা হয় এবং বলা হয়, সুশাসনের অভাবেই অনুন্নয়ন ঘটে।
-
বিশ্বব্যাংক ও UNDP অনুযায়ী, সুশাসনের মাধ্যমে নাগরিকরা তাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে এবং অধিকার ভোগ করতে পারে।
-
১৯৯৪ সালে বিশ্বব্যাংকের সংজ্ঞা:
"সার্বিক উন্নয়নের লক্ষ্যে একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগের পদ্ধতিই হলো গভর্নেন্স।"
-
২০০০ সালে বিশ্বব্যাংক চারটি প্রধান স্তম্ভ ঘোষণা করে, যা সুষ্ঠু গভর্নেন্স বা সুশাসনের ভিত্তি:
১. দায়িত্বশীলতা (Accountability)
২. স্বচ্ছতা (Transparency)
৩. আইনি কাঠামো (Rule of Law)
৪. অংশগ্রহণ (Participation)

0
Updated: 6 days ago
আধুনিক গণতন্ত্রের জনক কে?
Created: 16 hours ago
A
জন মিল
B
জন লক
C
প্লেটো
D
আব্রাহাম লিংকন
গণতন্ত্র হলো জনগণের শাসন, যেখানে সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে থাকে। এটি আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকারী ব্যবস্থা।
জন লক আধুনিক গণতন্ত্রের গুরুত্বপূর্ণ প্রভাবশালী চিন্তাবিদ:
-
ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ এবং আলোকিত যুগের অন্যতম চিন্তাবিদ।
-
জন্ম: ১৬৩২ সালের ২৯ আগস্ট, ব্রিস্টল।
-
জ্ঞানতত্ত্বে (Epistemology) তিনি অভিজ্ঞতাবাদ (Empiricism) প্রয়োগ করেছেন এবং দার্শনিক চিন্তাধারায় মৌলিক প্রশ্ন উত্থাপন করেছেন।
-
রাজনীতি সংক্রান্ত লিখিত গ্রন্থগুলো আধুনিক রাজনৈতিক দর্শনের গুরুত্বপূর্ণ অবদান।
-
অসংখ্য দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদের উপর তার প্রভাব বিস্তৃত।
উল্লেখযোগ্য:
-
গণতন্ত্রের প্রাচীন জনক অ্যারিস্টটল।
-
ক্লিসথেনিসকে বলা হয় ‘এথেনীয় গণতন্ত্রের জনক’।

0
Updated: 16 hours ago