A
মাহে নও
B
সওগাত
C
ধূমকেতু
D
কালিকলম
উত্তরের বিবরণ
‘ধূমকেতু’ পত্রিকা
১৯২২ সালে কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধসপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’। এই পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত পংক্তি প্রকাশিত হয়েছিল –
“আয় চলে আয় রে ধূমকেতু,
আঁধারে বাঁধ অগ্নিসেতু।”
বিশেষ করে ধূমকেতুর পূজা সংখ্যায়, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ১৯২২ তারিখে ‘আনন্দময়ীর আগমনে’ শিরোনামে একটি সংখ্যা প্রকাশিত হলে ব্রিটিশ শাসকগণ পত্রিকাটি বাজেয়াপ্ত করে এবং নজরুলকে গ্রেফতার করে।
অন্যদিকে,
-
‘সওগাত’ ছিল একটি মাসিক সচিত্র পত্রিকা, যা ১৩২৫ বঙ্গাব্দের অগ্রহায়ণে (১৯১৮) মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশ পেয়েছিল।
-
১৯৫২ সালে ঢাকায় আবদুল কাদের ‘মাহে নও’ নামে একটি মাসিক পত্রিকার সম্পাদনা করতেন।
-
‘কালিকলম’ নামক সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হত কলকাতার কলেজ স্ট্রিট মার্কেটের বরদা এজেন্সির মাধ্যমে, যার সম্পাদনায় ছিলেন মুরলীধর বসু, শৈলেজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্র।
কাজী নজরুল ইসলাম সম্পর্কে:
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিভা। তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যে তাঁকে ‘বিদ্রোহী কবি’ হিসেবে স্মরণ করা হয়। আধুনিক বাংলা গানের জগতে তিনি ‘বুলবুল’ নামেও পরিচিত।
সংগীত সংকলন:
নজরুলের লেখা সংগীত সংকলনগুলোর মধ্যে উল্লেখযোগ্য —
-
চোখের চাতক
-
নজরুল গীতিকা
-
সুর সাকী
-
বনগীতি
উপন্যাসসমূহ:
-
বাঁধন-হারা
-
মৃত্যুক্ষুধা
-
কুহেলিকা
প্রবন্ধগ্রন্থ:
-
দুর্দিনের যাত্রী
-
যুগবাণী
-
রুদ্র মঙ্গল
সম্পাদিত পত্রিকা:
-
‘ধূমকেতু’ (১৯২২)
-
‘লাঙ্গল’ (১৯২৫), যার প্রধান পরিচালক ছিলেন নজরুল নিজেই
-
‘দৈনিক নবযুগ’, যা তিনি কমরেড মুজাফ্ফর আহমদের সাথে যৌথভাবে সম্পাদনা করেছিলেন।
তথ্যের উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য সংক্রান্ত গবেষণা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 week ago
'হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও' কোন পত্রিকা সম্পাদনা করেছেন?
Created: 2 months ago
A
দিগদর্শন
B
সমাচার দর্পণ
C
দি ইস্ট ইন্ডিয়ান
D
জ্ঞানাণ্বেষণ
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
-
পূর্ণ নাম: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও।
-
তিনি একজন ইউরেশীয় তরুণ কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক ছিলেন।
-
মাত্র সতেরো বছর বয়সে হিন্দু কলেজে (বর্তমানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) শিক্ষক হিসেবে নিয়োগ পান।
-
‘ইয়ং বেঙ্গল’ আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন তিনি।
-
এছাড়াও তিনি ‘ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান’ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 months ago
কার সম্পাদনায় 'সংবাদ প্রভাকর' প্রথম প্রকাশিত হয়?
Created: 2 months ago
A
প্রমথনাথ চৌধুরী
B
ঈশ্বরচন্দ্র গুপ্ত
C
প্যারীচাঁদ মিত্র
D
দীনবন্ধু মিত্র
‘সংবাদ প্রভাকর’ ছিল বাংলা ভাষার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ পত্রিকা, যার প্রতিষ্ঠাতা ও প্রথম সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি ১৮৩১ সালে এটি সাপ্তাহিক পত্রিকা হিসেবে শুরু করেন।
যদিও এটি কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছিল, ১৮৩৬ সালে আবারও প্রকাশ শুরু হয় এবং ১৮৩৯ সালে এটি বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে।
এই পত্রিকাটি শুধু সংবাদ প্রচারের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল না; এর মাধ্যমে সাহিত্যচর্চার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রও গড়ে ওঠে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও দীনবন্ধু মিত্রের প্রাথমিক রচনাগুলি এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয়।
ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষণ্ডপীড়ন এবং সংবাদ সাধুরঞ্জন নামক আরও কয়েকটি পত্রিকার সম্পাদনার কাজ করেছিলেন।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 2 months ago
'বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান'-এর সম্পাদক কে?
Created: 2 weeks ago
A
মুহম্মদ আব্দুল হাই
B
মুহম্মদ শহীদুল্লাহ
C
মুহম্মদ এনামুল হক
D
আহমদ শরীফ
বাংলা একাডেমি ‘সংক্ষিপ্ত বাংলা অভিধান’-এর সম্পাদক ছিলেন আহমদ শরীফ। ২০০৯ সালের মধ্যে বাংলা একাডেমি অভিধান ও শব্দকোষ মিলিয়ে প্রায় ৭০টির মতো অভিধান প্রকাশ করেছে। এইসব অভিধানের মধ্যে ক্ষুদ্র পরিভাষাকোষ থেকে শুরু করে বহুখণ্ডে প্রকাশিত বৃহৎ অভিধানও রয়েছে।
নিম্নে বাংলা একাডেমি থেকে প্রকাশিত কিছু উল্লেখযোগ্য অভিধানের নাম দেওয়া হলো—
-
আঞ্চলিক ভাষার অভিধান : প্রণেতা– ড. মুহম্মদ শহীদুল্লাহ্
-
চরিতাভিধান : সম্পাদনা– শামসুজ্জামান খান ও অন্যান্য
-
উচ্চারণ অভিধান : প্রণেতা– নরেন বিশ্বাস
-
সমকালীন বাংলা ভাষার অভিধান (দুই খণ্ড) : সংকলক– আবু ইসহাক (প্রকাশকাল: ১৯৯৩ ও ১৯৯৮)
-
বানান অভিধান : প্রণেতা– জামিল চৌধুরী
-
লেখক অভিধান : সম্পাদনা– আশফাক-উল-আলম ও সহযোগীরা
-
মধ্যযুগের বাংলা ভাষার অভিধান : প্রণেতা– মোহাম্মদ আবদুল কাইউম এবং অন্যান্য
তথ্যসূত্র: ড. সৌমিত্র শেখর সম্পাদিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমির সরকারি ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago