সম্প্রতি, কোন দেশ বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে? [আগস্ট, ২০২৫]
A
চীন
B
ভারত
C
পাকিস্তান
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
১১ আগস্ট, ২০২৫ ভারত বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে। এই পদক্ষেপের ফলে বাংলাদেশের পাটপণ্য রপ্তানির ধরন ও পথে পরিবর্তন এসেছে।
-
বিধিনিষেধ প্রযোজ্য পণ্যগুলো হলো:
-
পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়
-
পাটের দড়ি বা রশি
-
পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি
-
পাটের বস্তা বা ব্যাগ
-
-
নতুন বিধিনিষেধ অনুযায়ী, এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর ব্যবহার করতে হবে।
-
বর্তমানে, বাংলাদেশ থেকে ভারতে এসব পণ্যের যে পরিমাণ রপ্তানি হয়, তার মাত্র ১ শতাংশ সমুদ্রপথে যায়, বাকিটা স্থলপথে রপ্তানি হয়।
উল্লেখযোগ্যভাবে, ভারত বাংলাদেশের ভোগ্যপণ্যের বড় বাজার।
-
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ভারতে মোট ১৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।
-
বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৩.৭৫ শতাংশ আসে ভারতের বাজার থেকে।
-
অন্যদিকে, ভারত বাংলাদেশ থেকে ৯০০ কোটি ডলারের পণ্য আমদানি করে, যার বড় অংশ শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য।

0
Updated: 16 hours ago
ডেটন চুক্তির মধ্যস্থতা করেন কে?
Created: 1 week ago
A
বিল ক্লিনটন
B
রোনাল্ড রিগান
C
রিচার্ড নিক্সন
D
জর্জ ডব্লিউ বুশ
ডেটন চুক্তি ছিল বসনিয়া যুদ্ধের অবসান ঘটানো এক ঐতিহাসিক সমঝোতা। এই চুক্তি বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া এবং সার্বিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করে।
-
চুক্তির পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina।
-
আলোচনার নেতৃত্ব দেন মার্কিন প্রধান শান্তি আলোচক রিচার্ড হলব্রুক।
-
উদ্দেশ্য: সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সংঘাতের সমাধান।
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৪ ডিসেম্বর, ১৯৯৫।
-
স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
-
পক্ষসমূহ: বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া।
-
স্বাক্ষরকারী:
-
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান
-
সার্বিয়ার প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (যাকে পরে হেগে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করা হয়)
-
বসনিয়া ও হার্জেগোভিনার প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ
-
-
মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

0
Updated: 1 week ago
ভূমিকম্পের দেশ বলা হয়-
Created: 1 week ago
A
জাপানকে
B
তাইওয়ানকে
C
ইরানকে
D
জাম্বিয়াকে
ভৌগলিক উপনাম হলো দেশের বিশেষ বৈশিষ্ট্য, প্রতীক বা প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রদত্ত নাম।
-
সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার
-
লিলি ফুলের দেশ: কানাডা
-
ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া
-
সিল্ক রুটের দেশ: ইরান
-
মার্বেলের দেশ: ইতালি
-
পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান
-
তামার দেশ: জাম্বিয়া
-
পিরামিডের দেশ: মিশর
-
প্রাচীরের দেশ: চীন
-
ভূমিকম্পের দেশ: জাপান

0
Updated: 1 week ago
'পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন' গ্রন্থের লেখক কে?
Created: 16 hours ago
A
অধ্যাপক আব্দুর রাজ্জাক
B
অধ্যাপক আনিসুজ্জামান
C
অধ্যাপক নজরুল ইসলাম
D
অধ্যাপক যতীন সরকার
বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৫৫টির বেশি গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন এবং বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
তাঁর প্রথম গ্রন্থ ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’ প্রকাশিত হয় ১৯৮৫ সালে।
-
মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজীবনী ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ (২০০৫) তাঁর একটি গুরুত্বপূর্ণ রচনা হিসেবে বিবেচিত।
-
অধ্যাপক যতীন সরকার ‘সমাজ অর্থনীতি ও রাষ্ট্র’ নামে তত্ত্বমূলক ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা করতেন।
-
তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন।
-
লেখক হিসেবে তিনি পেয়েছেন বিভিন্ন সম্মাননা, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
-
স্বাধীনতা পুরস্কার (২০১০)
-
বাংলা একাডেমি সাহিত্য পদক (২০০৭)
-
প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার (২০০৫), বিশেষ করে ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ গ্রন্থের জন্য
-
-
এছাড়া তিনি ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।
গত ১৩ আগস্ট, ২০২৫ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক যতীন সরকারের মৃত্যু ঘটে।

0
Updated: 16 hours ago