'পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন' গ্রন্থের লেখক কে?
A
অধ্যাপক আব্দুর রাজ্জাক
B
অধ্যাপক আনিসুজ্জামান
C
অধ্যাপক নজরুল ইসলাম
D
অধ্যাপক যতীন সরকার
উত্তরের বিবরণ
বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৫৫টির বেশি গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন এবং বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
তাঁর প্রথম গ্রন্থ ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’ প্রকাশিত হয় ১৯৮৫ সালে।
-
মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজীবনী ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ (২০০৫) তাঁর একটি গুরুত্বপূর্ণ রচনা হিসেবে বিবেচিত।
-
অধ্যাপক যতীন সরকার ‘সমাজ অর্থনীতি ও রাষ্ট্র’ নামে তত্ত্বমূলক ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা করতেন।
-
তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন।
-
লেখক হিসেবে তিনি পেয়েছেন বিভিন্ন সম্মাননা, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
-
স্বাধীনতা পুরস্কার (২০১০)
-
বাংলা একাডেমি সাহিত্য পদক (২০০৭)
-
প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার (২০০৫), বিশেষ করে ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ গ্রন্থের জন্য
-
-
এছাড়া তিনি ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।
গত ১৩ আগস্ট, ২০২৫ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক যতীন সরকারের মৃত্যু ঘটে।

0
Updated: 16 hours ago
যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন সিরিজ কোনটি? [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
লস এঞ্জেলেস ক্লাস
B
ভার্জিনিয়া ক্লাস
C
সিওউল্ফ ক্লাস
D
ওহাইও ক্লাস
আধুনিক আক্রমণাত্মক সাবমেরিন (US Fast Attack Submarines)
-
ধরন ও ক্লাস:
১. ভার্জিনিয়া-ক্লাস (Virginia-class) – সবচেয়ে আধুনিক
২. সিওউল্ফ-ক্লাস (Seawolf-class)
৩. লস অ্যাঞ্জেলেস-ক্লাস (Los Angeles-class / 688-class) -
ভার্জিনিয়া-ক্লাসের বৈশিষ্ট্য:
-
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সর্বাধুনিক যুদ্ধ প্ল্যাটফর্ম
-
বিশেষ অভিযান এবং ডুবুরি অপারেশনের জন্য সুবিধা (Lock-in/Lock-out chamber)
-
বর্তমানে ২৪টি সক্রিয় ভার্জিনিয়া-ক্লাস সাবমেরিন
-
-
কিছু উদাহরণ:
-
USS Hawaii
-
USS North Carolina
-
USS Missouri
-
উৎস: প্রথম আলো

0
Updated: 1 month ago
কমনওয়েলথ কী ধরনের সংগঠন?
Created: 1 month ago
A
সামরিক জোট
B
অর্থনৈতিক সংস্থা
C
পরিবেশ বিষয়ক ফোরাম
D
ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর সংস্থা
কমনওয়েলথ (Commonwealth)
-
সংজ্ঞা ও ইতিহাস:
-
অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত স্বাধীন দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
-
কমনওয়েলথ গঠনের ধারণা: ১৯২৬
-
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠা: ১৯৪৯
-
-
সাধারণ তথ্য:
-
সদর দপ্তর: লন্ডন
-
দাপ্তরিক ভাষা: ইংরেজী
-
সদস্য সংখ্যা: ৫৬টি দেশ (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
সর্বোচ্চ জনসংখ্যা: ভারত
-
আয়তনের ভিত্তিতে বৃহত্তম দেশ: কানাডা
-
-
বিশেষ তথ্য:
-
ব্রিটিশ উপনিবেশে না থাকা সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন, টোগো
-
পাকিস্তান: ১৯৭২ সালে ত্যাগ, ১৯৮৯ সালে পুনরায় যোগ
-
দক্ষিণ আফ্রিকা: ১৯৬১ সালে ত্যাগ, ১৯৯৪ সালে পুনরায় যোগ
-
বাংলাদেশ: ১৯৭২ সালে যোগ, কমনওয়েলথের ৩২তম সদস্য
-
উৎস: Commonwealth ওয়েবসাইট

0
Updated: 1 month ago
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে কোনটি?
Created: 1 month ago
A
বেরিং প্রণালী
B
পানামা খাল
C
পক প্রণালী
D
জিব্রাল্টার প্রণালী
⇒ ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী।
জিব্রাল্টার প্রণালী:
- জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
- ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোজনকারী একমাত্র প্রাকৃতিক পথ।
- জিব্রাল্টার প্রণালী পূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালী।
- এটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে।
- প্রণালীটি মরক্কো ও স্পেনকে পৃথক করে।
- যার গড় গভীরতা ১,২০০ ফুট (৩৬৫ মিটার)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 1 month ago