সাধারণত কোন অঞ্চলে মেঘ বিস্ফোরণ সবচেয়ে বেশি ঘটে?
A
সমতল ভূমি
B
পার্বত্য অঞ্চল
C
মরুভূমি অঞ্চল
D
উপকূলীয় অঞ্চল
উত্তরের বিবরণ
মেঘ বিস্ফোরণ, যা ইংরেজিতে ‘ক্লাউড ব্রাস্ট’ নামে পরিচিত, একটি প্রাকৃতিক দুর্যোগ। এটি ঘটে যখন কোনো এলাকায় হঠাৎ করে মেঘ জমে যায় এবং খুব কম সময়ের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হয়।
-
মেঘ বিস্ফোরণ সাধারণত পার্বত্য এলাকায় বেশি ঘটে।
-
কারণ, বজ্রঝড়ের উষ্ণ বায়ুপ্রবাহ পাহাড়ি ঢাল বেয়ে উপরে ওঠে, যা হঠাৎ প্রবল বৃষ্টির কারণ হয়।
-
পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে পানি গিরিখাত ও উপত্যকায় জমা হয়ে আকস্মিক ও ভয়াবহ বন্যা সৃষ্টি করে।
সম্প্রতি, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যা দেখা দিয়েছে, যা ভয়াবহ প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে এনেছে।

0
Updated: 16 hours ago
’Fridays for Future’ আন্দোলনের সূচনা হয় কোন দেশের শিক্ষার্থীর উদ্যোগে?
Created: 1 month ago
A
জার্মানির
B
সুইডেনের
C
অস্ট্রেলিয়ার
D
যুক্তরাষ্ট্রের
Fridays for Future
-
ধরন: জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক বৈশ্বিক আন্দোলন।
-
পদ্ধতি: স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুল বর্জন করে জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশগ্রহণ করে।
-
শুরু: ২০১৮ সালে।
-
উদ্যোক্তা: সুইডেনের স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গ (Greta Thunberg)।
-
উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকার ও বিশ্বনেতাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা।
📌 Source: Fridays for Future Movement Official Website

0
Updated: 1 month ago
যুক্তরাজ্যে আইনসভার নিম্নকক্ষের নাম-
Created: 1 week ago
A
হাউস অব কমন্স
B
সিনেট
C
হাউস অব লর্ডস
D
হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
যুক্তরাজ্যের পার্লামেন্ট:
-
রূপ: দুইকক্ষবিশিষ্ট
-
উচ্চকক্ষ: হাউস অব লর্ডস (House of Lords)
-
সদস্য সংখ্যা: ৭৯৩ জন
-
-
নিম্নকক্ষ: হাউস অব কমন্স (House of Commons)
-
সদস্য নির্বাচন: জনগণের প্রত্যক্ষ ভোটে
-
মেয়াদ: ৫ বছর
-
আসনের সংখ্যা: ৬৫০
-
-
যুক্তরাষ্ট্রের কংগ্রেস:
-
নিম্নকক্ষ: হাউজ অব রিপ্রেজেন্টেটিভস (House of Representatives)
-
সদস্য সংখ্যা: ৪৩৫ জন
-
-
উচ্চকক্ষ: সিনেট (Senate)
-
সদস্য সংখ্যা: ১০০ জন (প্রতি রাজ্য থেকে ২ জন করে)
-
তুলনামূলক বিষয়:
-
উভয় দেশেই দুইকক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে।
-
যুক্তরাজ্যে নিম্নকক্ষের নির্বাচন সরাসরি জনগণের মাধ্যমে হয়, হাউস অব লর্ডস প্রধানত নিয়োগ বা উত্তরাধিকার ভিত্তিক।
-
যুক্তরাষ্ট্রে উভয় কক্ষই নির্বাচিত; হাউজ অব রিপ্রেজেন্টেটিভস জনগণের দ্বারা সরাসরি এবং সিনেট প্রাথমিকভাবে নির্বাচিত হলেও (বর্তমানে সরাসরি ভোটে)।

0
Updated: 1 week ago
টিটিকাকা হ্রদ কোন মহাদেশে অবস্থিত?
Created: 1 month ago
A
আফ্রিকা
B
এশিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
টিটিকাকা হ্রদ 🌊
-
অবস্থান: দক্ষিণ আমেরিকা, পেরু ও বলিভিয়া সীমান্তে।
-
আয়তন: প্রায় ৩,২০০ বর্গমাইলের বেশি।
-
গুরুত্ব:
-
দক্ষিণ আমেরিকার বৃহত্তম হ্রদ।
-
বিশ্বের সর্বোচ্চ নৌযান চলাচলযোগ্য হ্রদ।
-
-
জনবসতি: হ্রদটির তীরে প্রায় ৩০ লাখ মানুষের বসবাস।
-
সংস্কৃতি: হ্রদ ঘিরে আয়মারা, কেচুয়া ও উরোস আদিবাসী সম্প্রদায়ের বসবাস।
উৎস: Britannica

0
Updated: 1 month ago