সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? [আগস্ট, ২০২৫]
A
ভারত
B
নেপাল
C
ভুটান
D
বাংলাদেশ
উত্তরের বিবরণ
২০ আগস্ট থেকে ভুটানে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ, যা ১২ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশগ্রহণ করবে চারটি দল: বাংলাদেশ, ভারত, ভুটান এবং নেপাল।
-
প্রতিটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে।
-
রাউন্ড শেষে যারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে, তাদেরকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হবে।
উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ ২০২৩ সালে নিজেদের মাটিতে অনুষ্ঠিত একই টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেছিল।
-
টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র আমন্ত্রিত দল হিসেবে অংশ নেওয়া রাশিয়া শিরোপা জিতেছিল।

0
Updated: 16 hours ago
রাফাল (Rafale) যুদ্ধবিমান কোন দেশের তৈরী?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
ভারত
D
চীন
উৎপাদক ও তথ্য:
-
কোম্পানি: ড্যাসল্ট অ্যাভিয়েশন (Dassault Aviation)
-
প্রথম উড্ডয়ন: ১৯৮৬
-
ফরাসি বিমান বাহিনীতে প্রবর্তন: ২০০৬
-
ফরাসি নৌবাহিনীতে প্রবর্তন: ২০০৪
-
ধরণ: Omnirole / মাল্টিরোল ফাইটার
-
প্রধান ব্যবহার: এয়ার সুপারিওরিটি, আকাশ প্রতিরক্ষা, নিকটবর্তী ও দূরপাল্লার আক্রমণ, গোয়েন্দাগিরি, নৌযান বিধ্বংসী অপারেশন, পারমাণবিক প্রতিরক্ষা
ভারতের সাথে সম্পর্ক:
-
২০২৫ সালের মে মাসে ভারত রাফাল বিমান ব্যবহার করে পাকিস্তানে আক্রমণ চালায়
-
ভারত বর্তমানে ৩৬টি রাফাল বিমান পরিচালনা করছে
-
ফ্রান্স থেকে আরও ২৬টি বিমান কেনার চুক্তি সম্পন্ন হয়েছে
প্রাসঙ্গিক বিষয়: আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রযুক্তি / সামরিক বিমান প্রযুক্তি
উৎস: ড্যাসল্ট অ্যাভিয়েশন

0
Updated: 1 month ago
ক্যাম্প ডেভিড চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Created: 19 hours ago
A
কানাডা
B
যুক্তরাষ্ট্রে
C
জার্মানি
D
নরওয়ে
ক্যাম্প ডেভিড চুক্তি হলো ১৯৭৮ সালে ইসরায়েল ও মিশরের মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি, যা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিড অবকাশযাপন কেন্দ্রে সম্পন্ন হয়।
-
মধ্যস্থতাকারী: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
-
স্বাক্ষরকারী: মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন।
-
উদ্দেশ্য: মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।
-
ফলাফল: সাময়িকভাবে মিশরকে OIC ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।
-
চুক্তির নামকরণ: চুক্তিটি ক্যাম্প ডেভিডে সম্পন্ন হওয়ায় এই নামকরণ।

0
Updated: 19 hours ago
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Created: 1 week ago
A
জোসেফ স্ট্যালিন
B
উইনস্টন চার্চিল এবং ক্লেমেন্ট অ্যাটলি
C
ক্লেমেন্ট অ্যাটলি
D
Correct Answer: B
দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো ১৯৩৯ থেকে ১৯৪৫ সালের মধ্যে সংঘটিত একটি বিশ্বব্যাপী সামরিক সংঘাত, যা প্রধানত জার্মানির পোল্যান্ড আক্রমণের মাধ্যমে শুরু হয়। এই যুদ্ধের সময় অক্ষশক্তি ও মিত্রশক্তি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যুক্ত ছিল।
-
শুরু: ১ সেপ্টেম্বর, ১৯৩৯; জার্মানির পোল্যান্ড আক্রমণ
-
অক্ষশক্তি: জার্মানি, জাপান, ইতালি
-
মিত্রশক্তি: ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি
-
যুক্তরাষ্ট্রের সরাসরি যোগদান: ৮ ডিসেম্বর, ১৯৪১
-
জার্মানির নিঃশর্ত আত্মসমর্পণ: ৭ মে, ১৯৪৫
-
জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ ও যুদ্ধের সমাপ্তি: ২ সেপ্টেম্বর, ১৯৪৫
-
প্রধান নেতারা:
-
যুক্তরাজ্য: নেভিল চেম্বারলেন (যুদ্ধের শুরুতে), উইনস্টন চার্চিল (পরবর্তী সময়ে)
-
সোভিয়েত ইউনিয়ন: জোসেফ স্ট্যালিন
-
যুক্তরাষ্ট্র: ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান
-

0
Updated: 1 week ago