সম্প্রতি, জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছে- [আগস্ট, ২০২৫]
A
বাংলাদেশ সেনাবাহিনী
B
বাংলাদেশ ফায়ার সার্ভিস
C
রেড ক্রস বাংলাদেশ
D
বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট
উত্তরের বিবরণ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (এমওএনইউএসসিও) কঙ্গোর রাজধানী কিনশাসায় দায়িত্বরত বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্ট বিএএনএফপিইউ-১-এর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা পদক প্রদান করা হয়েছে। এটি তাদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।
-
পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৭ আগস্ট, যেখানে বিএএনএফপিইউ-১-এর সঙ্গে যৌথভাবে ২৩ জন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (IPO)-কেও এই পদকে ভূষিত করা হয়।
-
বিএএনএফপিইউ-১, রোটেশন-১৭ কন্টিনজেন্টের নেতৃত্বে ছিলেন কন্টিনজেন্ট কমান্ডার পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমি, এবং মোট ১৭৮ জন শান্তিরক্ষী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
-
তাদের মধ্যে ৬৮ জন নারী শান্তিরক্ষা পদকে ভূষিত হন, যা নারী পুলিশের উল্লেখযোগ্য অবদানকে তুলে ধরে।
উল্লেখযোগ্যভাবে, কন্টিনজেন্টটি গত বছরের ২৭ মে থেকে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছে, যা এই সম্মাননার পেছনের মূল কারণ।

0
Updated: 16 hours ago
সম্প্রতি, কোন দেশের গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 3 weeks ago
A
যুক্তরাজ্য
B
জার্মানি
C
সুইডেন
D
ফ্রান্স
স্টেথোস্কোপ:
- যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডন এবং ইম্পিরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের গবেষকেরা এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন।
- এই স্টেথোস্কোপ দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে তিন ধরনের হৃদ্রোগ হার্ট ফেইলিওর, হার্টের ভালভের রোগ এবং অস্বাভাবিক হৃৎস্পন্দন নির্ণয় করতে পারে।
- এ স্টেথোস্কোপ দিয়ে মানুষের কানে সহজে ধরা পড়ে না, এমন হার্টবিটের অতিমৃদু শব্দ ও রক্তপ্রবাহের পার্থক্য শনাক্ত করা যাবে।
- নতুন স্টেথোস্কোপটি উদ্ভাবনের জন্য যুক্তরাজ্যের ২০০টি সাধারণ চিকিৎসক (জিপি) চেম্বারে ১২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে।
- ক্যালিফোর্নিয়ার সংস্থা ইকো হেলথ এটি বাণিজ্যিকভাবে তৈরি করছে।
- বর্তমানে প্রচলিত স্টেথোস্কোপটি উদ্ভাবন হয়েছিল ১৮১৬ সালে।

0
Updated: 3 weeks ago
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় কবে?
Created: 16 hours ago
A
১২ আগস্ট
B
১৪ আগস্ট
C
১৫ আগস্ট
D
১৭ আগস্ট
প্রতি বছর ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়, যা যুবশক্তি ও তারুণ্যের বিকাশকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে পালন করা হয়। এবছরের দিবসের প্রতিপাদ্য হলো “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”।
-
যুব দিবসের প্রবর্তনা ঘটে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’-এ, যেখানে ১২ আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব দেওয়া হয়।
-
পরবর্তী বছর ১৯৯৯ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে।
-
এই দিবসের মূল উদ্দেশ্য হলো বিশ্বের সব দেশের সরকারের মধ্যে যুবদের প্রতি মনোযোগ বৃদ্ধি, তাদের প্রয়োজনীয়তা পূরণে সচেতনতা তৈরি এবং তরুণদের বিকাশ ও অংশগ্রহণ নিশ্চিত করা।

0
Updated: 16 hours ago
প্রথম NAM শীর্ষ সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করেছিল?
Created: 1 week ago
A
২৫টি
B
২২টি
C
২৪টি
D
৩০টি
ন্যাম (NAM) বা Non-Aligned Movement হলো একটি আন্তর্জাতিক জোট, যা শীতল যুদ্ধের সময় প্রধান মহাশক্তির কোনো পক্ষ নেবার পরিবর্তে নিরপেক্ষ অবস্থান গ্রহণের লক্ষ্যে গঠিত হয়।
-
প্রথম শীর্ষ সম্মেলন: ১-৬ সেপ্টেম্বর, ১৯৬১
-
স্থান: বেলগ্রেড, যুগোস্লাভিয়া
-
প্রথম অংশগ্রহণকারী দেশ সংখ্যা: ২৫টি
-
উৎপত্তি: ১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ অনুষ্ঠিত প্রথম বৃহৎ এশীয়-আফ্রিকান সম্মেলন (Bandung Conference, বান্দুং, ইন্দোনেশিয়া)
-
এতে ২৯টি দেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করে, অধিকাংশই এশীয় কারণ অনেক আফ্রিকান দেশ তখনও উপনিবেশ ছিল
-
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১২১টি [আগস্ট, ২০২৫]
-
পর্যবেক্ষক দেশ সংখ্যা: ১৮টি
-
পর্যবেক্ষক সংগঠন সংখ্যা: ১০টি
উৎস:

0
Updated: 1 week ago