ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি? [আগস্ট, ২০২৫]
A
মার্কিন ডলার
B
কুয়েতি দিনার
C
ব্রিটিশ পাউন্ড
D
ওমানি রিয়াল
উত্তরের বিবরণ
সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বস বিশ্বের প্রভাবশালী ১০টি মুদ্রার তালিকা প্রকাশ করেছে, যেখানে সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে কুয়েতি দিনার শীর্ষে রয়েছে।
-
এক কুয়েতি দিনারে প্রায় ৩.২৬ মার্কিন ডলার বিনিময় করা যায়।
-
বাংলাদেশি টাকায় এর মান প্রায় ৩৯৭ টাকা।
-
অন্যদিকে, এক মার্কিন ডলারের মূল্য প্রায় ০.৩১ কুয়েতি দিনার।
-
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাহরাইনি দিনার, এবং তৃতীয় অবস্থানে রয়েছে ওমানের রিয়াল।

0
Updated: 16 hours ago
২০২৫ সালের ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
Created: 1 week ago
A
দ্য হেগ
B
ওয়াশিংটন ডি.সি.
C
ব্রাসেলস
D
ভিয়েনা
NATO হলো North Atlantic Treaty Organisation বা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে, প্রাথমিকভাবে ১২টি দেশ সদস্য ছিল এবং বর্তমানে এর ৩২টি সদস্য দেশ রয়েছে। সদর দপ্তর অবস্থিত ব্রাসেলস, বেলজিয়াম-এ, এবং বর্তমান মহাসচিব মার্ক রুট্টে। মুসলিম দেশ হিসেবে এর মধ্যে আলবেনিয়া ও তুরস্ক রয়েছে, এবং সর্বশেষ যোগ হওয়া সদস্য হলো সুইডেন।
-
নাটো শীর্ষ সম্মেলন:
-
২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে ৭৬তম ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত
-
ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (GDP) ৫ শতাংশ নির্ধারণ করতে
-
এই ৫ শতাংশের মধ্যে কমপক্ষে ৩.৫ শতাংশ ব্যয় হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় হবে প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো, নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য
-
উৎস:

0
Updated: 1 week ago
ওয়ার্ল্ড ওয়াচ (World Watch) কোন দেশ ভিত্তিক পরিবেশ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
নেদারল্যান্ড
D
সুইডেন
World Watch
-
প্রতিষ্ঠা: ১৯৭৪
-
সদর দপ্তর: ওয়াশিংটন, ডিসি, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাতা: লেস্টার আর ব্রাউন
-
প্রকৃতি: যুক্তরাষ্ট্র ভিত্তিক পরিবেশবাদী সংস্থা যা পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন প্রচারে কাজ করে
উৎস: World Watch ওয়েবসাইট

0
Updated: 1 month ago
TPNW-এর পূর্ণরূপ কী?
Created: 1 week ago
A
Treaty on the Protection of Nuclear Weapons
B
Treaty on the Prohibition of Nuclear Weapons
C
Treaty on the Promotion of Nuclear Weapons
D
Treaty on the Prevention of Nuclear War
TPNW হলো The Treaty on the Prohibition of Nuclear Weapons, যা একটি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি। চুক্তিটি যেকোনো পারমাণবিক অস্ত্র কার্যক্রমে অংশগ্রহণে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে, যার মধ্যে অন্তর্ভুক্ত: পারমাণবিক অস্ত্রের উন্নয়ন, পরীক্ষা, উৎপাদন, অর্জন, অধিকার, মজুদ, ব্যবহার বা হুমকি না দেওয়া।
-
পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে ২০১৭ সালের ৭ জুলাই চুক্তিটি গৃহীত হয়
-
ভোটে চুক্তির পক্ষে: ১২২টি দেশ
-
ভোটে বিপক্ষে: ১টি দেশ (নেদারল্যান্ডস)
-
-
স্বাক্ষরিত হয়: ২০ সেপ্টেম্বর, ২০১৭
-
কার্যকর হয়: ২২ জানুয়ারি, ২০২১
-
স্বাক্ষরিত দেশ: ৯৪টি
-
বাংলাদেশ ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর স্বাক্ষর করে এবং ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর অনুমোদন করে
উৎস:

0
Updated: 1 week ago