সম্প্রতি, ঢাকার কোন উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে? [আগস্ট, ২০২৫]
A
দোহার
B
ধামরাই
C
সাভার
D
কেরানীগঞ্জ
উত্তরের বিবরণ
যখন কোনো এলাকার বায়ুদূষণের মাত্রা জাতীয় মান নিয়মিতভাবে অতিক্রম করে, তখন সেই এলাকা ‘ডিগ্রেডেড এয়ারশেড’ হিসেবে ঘোষণা করা হয়। সম্প্রতি, ঢাকা জেলার অন্তর্গত শিল্পঘন সাভার উপজেলাকে পরিবেশ অধিদপ্তর ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করেছে।
-
সাভারের বায়ুর বার্ষিক দূষণ মাত্রা জাতীয় বার্ষিক মানের প্রায় তিন গুণ অতিক্রম করেছে, যা গুরুতর পরিবেশগত সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে।
-
সংশ্লিষ্ট পরিপত্র অনুযায়ী, আগামী সেপ্টেম্বর থেকে সাভার উপজেলার সব ধরনের ইটভাটায় (টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ব্যতীত) ইট পোড়ানো এবং ইট প্রস্তুতির কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে।
-
এছাড়া, উন্মুক্ত অবস্থায় কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণ সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন নতুন শিল্পকারখানার জন্য অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদান বন্ধ থাকবে।
এ পদক্ষেপের মাধ্যমে সাভার এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য রক্ষা করা লক্ষ্য।

0
Updated: 17 hours ago
চীন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে কোন স্থানে?
Created: 2 weeks ago
A
লুপ নার
B
মরুরোয়া দ্বীপ
C
পুঙ্গগেয়রি
D
কিরিতিমাতি দ্বীপ
পারমাণবিক অস্ত্র পরীক্ষার ইতিহাসে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন সময়ে প্রথমবারের মতো পরীক্ষা পরিচালনা করেছে। এসব পরীক্ষা মূলত সামরিক সক্ষমতা প্রদর্শন এবং প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে করা হয়।
-
যুক্তরাষ্ট্র: ১৯৪৫ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা; স্থান – নিউ মেক্সিকো।
-
রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন): ১৯৪৯ সালে; স্থান – সেমিপালাটিনস্ক।
-
যুক্তরাজ্য: ১৯৫২ সালে; স্থান – অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে মন্টে বেলো দ্বীপপুঞ্জ।
-
ফ্রান্স: ১৯৬০ সালে; স্থান – আলজেরিয়ার সাহারা মরুভূমি।
-
চীন: ১৯৬৪ সালে; স্থান – লুপ নার।
-
ভারত: ১৯৭৪ সালে প্রথমবার পোখরান এলাকায় পরীক্ষা এবং ১৯৯৮ সালে আবারও পরীক্ষা চালায়।
-
পাকিস্তান: ১৯৯৮ সালে; স্থান – চাগাই।
-
উত্তর কোরিয়া: ২০০৬ সালে; স্থান – পুঙ্গগেয়রি।
উৎস:

0
Updated: 2 weeks ago
কোন চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়?
Created: 1 week ago
A
লিসবন চুক্তি
B
প্যারিস চুক্তি
C
ভার্সাই চুক্তি
D
লাতেরান চুক্তি
লাতেরান চুক্তির মাধ্যমে ভ্যাটিকান সিটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলেও এর রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বিশাল।
-
লাতেরান চুক্তি:
-
তারিখ: ১১ ফেব্রুয়ারি, ১৯২৯।
-
এই চুক্তির মাধ্যমেই ভ্যাটিকান সিটি পৃথক দেশ হিসেবে স্বীকৃতি পায়।
-
-
ভ্যাটিকান সিটি:
-
পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, আয়তন মাত্র ০.৪৯ বর্গকিলোমিটার।
-
এর রয়েছে নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, প্রায় ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা।
-
ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লাতেরান চুক্তিতে স্বীকৃত হয়।
-
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি:
-
লিসবন চুক্তি (২০০৭): ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত পরিবর্তনের জন্য।
-
প্যারিস চুক্তি (২০১৫): বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য।
-
ভার্সাই চুক্তি (১৯১৯): প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চুক্তি।
-

0
Updated: 1 week ago
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মেয়াদ -
Created: 3 weeks ago
A
৩ বছর
B
৪ বছর
C
৫ বছর
D
৬ বছর
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা হলো কংগ্রেস, যার প্রধান দায়িত্ব আইন প্রণয়ন। এটি একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে নিম্নকক্ষ হলো প্রতিনিধি সভা (The House of Representatives) এবং উচ্চকক্ষ হলো সিনেট (The Senate)।
-
নিম্নকক্ষ (প্রতিনিধি সভা / হাউস অফ রিপ্রেজেন্টেটিভস)
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
সদস্যদের মেয়াদ: ২ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে
-
-
উচ্চকক্ষ (সিনেট)
-
আসন সংখ্যা: ১০০টি
-
সদস্যদের মেয়াদ: ৬ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে
-
-
যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্য অনুযায়ী নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ হিসেবে বিবেচিত, আর উচ্চকক্ষ বা সিনেট অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
কংগ্রেসের উভয় কক্ষের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন
-
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি—এই দুই দলের প্রাধান্য বিদ্যমান
তথ্যসূত্র:

0
Updated: 3 weeks ago