বাংলাদেশি নতুন ১০০ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে? [আগস্ট, ২০২৫]
A
কুসুম্বা মসজিদ
B
তারা মসজিদ
C
ষাট গম্বুজ মসজিদ
D
ছোট সোনা মসজিদ
উত্তরের বিবরণ
২০২৫ সালের ১২ আগস্ট থেকে বাজারে এসেছে বাংলাদেশের নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট, যার মূল থিম ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’। নতুন এই নোটটি প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হয়।
-
নোটটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর-এর স্বাক্ষরযুক্ত।
-
এর আকার নির্ধারণ করা হয়েছে ১৪০ মিমি x ৬২ মিমি।
-
নোটটি ১০০ শতাংশ সুতি কাগজে মুদ্রিত, যা টেকসই ও উন্নত মানের।
-
এতে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ সংযোজন করা হয়েছে, যা এর একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈশিষ্ট্য।
-
নোটটির মূল রঙ নীল, যা পূর্ববর্তী সংস্করণগুলোর তুলনায় ভিজ্যুয়ালি আরও আকর্ষণীয়।
-
নোটের সামনের বাঁ পাশে রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি, যা বাংলাদেশের ইসলামী স্থাপত্যের অনন্য নিদর্শন।
-
মাঝখানে রয়েছে পাতা-কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি, যা বাংলাদেশের পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
নোটের পেছনে মুদ্রিত রয়েছে সুন্দরবনের ছবি, যা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের প্রতিচ্ছবি।
-
নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে, যা জাল প্রতিরোধে সহায়ক হবে।

0
Updated: 17 hours ago
বর্তমানে চাল রপ্তানিতে শীর্ষ কোন দেশ? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
চীন
B
ভিয়েতনাম
C
থাইল্যান্ড
D
ভারত
চাল রপ্তানি
-
শীর্ষ রপ্তানিকারক দেশ: ভারত
-
রপ্তানি পরিমাণ (২০২৪-২৫): প্রায় ১৮ মিলিয়ন মেট্রিক টন
-
বিশ্ব বাজারে অংশ: প্রায় ৪০%
-
প্রধান প্রকার: বাসমতি ও নন-বাসমতি চাল
র্যাংকিং:
-
ভারত
-
থাইল্যান্ড
-
ভিয়েতনাম

0
Updated: 1 month ago
রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) কত সালে কার্যকর হয়?
Created: 20 hours ago
A
১৯৯৬ সাাল
B
১৯৯৭ সালে
C
১৯৯৩ সালে
D
১৯৯১ সালে
রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সম্পূর্ণ শ্রেণির গণবিধ্বংসী অস্ত্র নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৩ সালে প্যারিসে।
-
চুক্তি কার্যকর হয় ২৯ এপ্রিল, ১৯৯৭।
-
CWC হলো প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি, যা রাসায়নিক অস্ত্র নির্মূলের জন্য বাধ্যতামূলক নির্দেশনা প্রদান করে।
-
উল্লেখযোগ্য: রাসায়নিক অস্ত্র ব্যবহারের উপর প্রথম আন্তর্জাতিক সীমাবদ্ধতা চুক্তি স্বাক্ষরিত হয় ১৬৭৫ সালে, ফ্রান্স ও জার্মানির মধ্যে স্ট্রাসবার্গে, যেখানে বিষযুক্ত বুলেটের ব্যবহার নিষিদ্ধ করা হয়।

0
Updated: 20 hours ago
"Clean Development Mechanism" নিম্নের কোন চুক্তির অংশ?
Created: 1 month ago
A
প্যারিস জলবায়ু চুক্তি
B
কিয়োটো প্রোটোকল
C
রটারডাম কনভেনশন
D
কার্টাগেনা প্রোটোকল
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
কিয়োটো চুক্তি
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
সংজ্ঞা: কিয়োটো প্রটোকল হলো জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাসের (GHG) নির্গমন হ্রাসে বাধ্যতামূলক করা আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরিত: ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
স্থান: কিয়োটো, জাপান
-
স্বাক্ষরকারী দেশ: ৮৩টি
-
অনুমোদনকারী দেশ: ১৯২টি
লক্ষ্য ও উদ্দেশ্য
-
গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস:
-
প্রোটোকলের অধীনে শিল্পোন্নত দেশগুলোকে নির্দিষ্ট হারে GHG নির্গমন হ্রাসের লক্ষ্য দেওয়া হয়েছে।
-
নীতি: “common but differentiated responsibility and respective capabilities”
-
উন্নত দেশগুলোকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে, কারণ তারা ইতিহাসে বেশি GHG নির্গমনের জন্য দায়ী।
-
-
Clean Development Mechanism (CDM):
-
কিয়োটো প্রটোকলের ১২ অনুচ্ছেদের আওতায় CDM চালু।
-
উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশে বিনিয়োগ করে বা প্রকল্প বাস্তবায়ন করে GHG নির্গমন কমাতে পারে।
-
এর মাধ্যমে দেশগুলো নিজেদের নির্গমন হ্রাসের বাধ্যবাধকতা পূরণ করতে পারে।
-
উৎস: UNFCCC ওয়েবসাইট

0
Updated: 1 month ago