ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কী? [আগস্ট, ২০২৫]
A
‘সি-ওয়ান’ প্রকল্প
B
‘ই-ওয়ান’ প্রকল্প
C
‘জি-ওয়ান’ প্রকল্প
D
‘এফ-ওয়ান’ প্রকল্প
উত্তরের বিবরণ
ইসরায়েল পশ্চিম তীরে একটি নতুন বসতি নির্মাণ প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে, যা ফিলিস্তিনি রাষ্ট্র গঠন পরিকল্পনার বিরুদ্ধে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। এই প্রকল্পটির নাম ‘ই-ওয়ান’ (E-1) বসতি প্রকল্প, যা পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চলে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
-
প্রকল্পটি ঘোষণা করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ, যিনি জেরুজালেম ও মালে আদুমিম বসতির মধ্যবর্তী এলাকায় এই পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান।
-
পরিকল্পনা অনুযায়ী, পশ্চিম তীরের মা’আলে আদুমিম এলাকায় ৩,৪০১টি নতুন আবাসিক ইউনিট নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।
-
এই বসতি নির্মাণ সম্পন্ন হলে পূর্ব জেরুজালেম কার্যত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, যা ভবিষ্যতে ফিলিস্তিনের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেম প্রতিষ্ঠার সম্ভাবনাকে দুর্বল করবে।
-
ইসরায়েলি মানবাধিকার সংগঠন ‘পিস নাউ’-এর তথ্যমতে, বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ১৬০টি বসতিতে সাত লাখেরও বেশি ইহুদি বসবাস করছেন, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

0
Updated: 17 hours ago
২০২৫ সালের অস্কার পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি?
Created: 1 week ago
A
দ্য ব্রুটালিস্ট
B
ডিউন: পার্ট টু
C
অ্যানোরা
D
কনক্লেভ
অস্কার পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে, স্থানীয় সময় ২ মার্চ। এটি অস্কারের ৯৭তম আসর।
প্রধান বিজয়ী তালিকা:
-
সেরা সিনেমা: আনোরা
-
সেরা পরিচালক: শন বেকার (আনোরা)
-
সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
-
সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)
-
সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)
-
সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)
-
সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)
-
সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)
-
সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)
-
সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট
-
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)
-
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো
-
সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড

0
Updated: 1 week ago
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ কোনটি?
Created: 1 month ago
A
লিবিয়া
B
সুদান
C
আলজেরিয়া
D
কঙ্গো
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।
আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) সিচেলিস - ১৭২ মাইল (৪৪৬ বর্গ কি.মি)।
২) সাও টোমে এবং প্রিনসিপে - ৩৮৬ মাইল (১,০০১ বর্গ কি.মি)।
৩) কোমোরোস - ৭১৯ মাইল (১,৮৬১ বর্গ কি.মি)।
৪) মরিশাস - ৭৭৫ মাইল (২,০০৭ বর্গ কি.মি)।
৫) কাবো ভার্দে - ১,৫৫৭ মাইল (৪,০৩৩ বর্গ কি.মি)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 1 month ago
সামরিক ভাষায় WMD-এর পূর্ণরূপ কী?
Created: 1 week ago
A
Weapons of Modern Design
B
World Military Defense
C
World Medical Department
D
Weapons of Mass Destruction
WMD হলো Weapons of Mass Destruction, যা গণবিধ্বংসী অস্ত্র বোঝায়। সামরিক ভাষায় এটি এমন অস্ত্রকে নির্দেশ করে যা বৃহৎ পরিসরে ধ্বংস ও মানব জীবনের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। এই শব্দটি প্রথম ব্যবহার করা হয় ১৯৩৭ সালে, বোমারু বিমানের ব্যাপক ধ্বংসের ক্ষমতা বর্ণনা করতে।
-
Weapons of Mass Destruction-এ অন্তর্ভুক্ত অস্ত্রসমূহ:
-
Nuclear Weapon (পারমাণবিক অস্ত্র)
-
Chemical Weapon (রাসায়নিক অস্ত্র)
-
Biological Weapon (জৈবিক অস্ত্র)
-
-
২০০৩ সালে WMD থাকার আশঙ্কায় মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে আক্রমণ করেছিল
উৎস:

0
Updated: 1 week ago