তিস্তা মহাপ্রকল্প কোন দেশের সহায়তায় বাস্তবায়িত হবে? [আগস্ট, ২০২৫]
A
চীন
B
ভারত
C
নেপাল
D
পাকিস্তান
উত্তরের বিবরণ
২০২৬ সালের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনার কাজ, যা বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মূল লক্ষ্য তিস্তা নদী ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি সমাধান এনে সেচ, নদীভাঙন রোধ এবং কৃষি উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা।
তিস্তা মহাপরিকল্পনার মূল তথ্যগুলো হলো:
-
প্রকল্পটি ১০ বছর মেয়াদি, এবং এতে মোট ১২ হাজার কোটি টাকা ব্যয় নির্ধারিত হয়েছে।
-
প্রথম ৫ বছরকে অগ্রাধিকার পর্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে সেচ ব্যবস্থা উন্নয়ন, নদীভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হবে।
-
প্রকল্প বাস্তবায়নের পূর্বে চীনা দূতাবাসের একটি প্রতিনিধি দল তিস্তা এলাকার মাঠ পর্যায়ের জরিপ সম্পন্ন করেছে, যাতে প্রকল্পের কারিগরি দিক ও বাস্তবসম্ভাব্যতা যাচাই করা যায়।
উল্লেখযোগ্যভাবে, রিভারাইন পিপল নামের একটি গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর তিস্তা নদীর ভাঙন ও প্লাবনে উত্তরের পাঁচ জেলার মানুষ প্রায় ১ লাখ কোটি টাকার বেশি ক্ষতির সম্মুখীন হন, যা এই প্রকল্পের প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে।

0
Updated: 17 hours ago
’প্যাক্ট অব প্যারিস’ চুক্তির উদ্দেশ্য কী ছিল?
Created: 2 weeks ago
A
আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি করা
B
জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা
C
অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করা
D
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করণ
Pact of Paris বা Kellogg–Briand Pact হলো একটি আন্তর্জাতিক শান্তিচুক্তি, যা রাষ্ট্রগুলোকে যুদ্ধকে রাষ্ট্রীয় নীতি হিসেবে পরিত্যাগ করতে উদ্বুদ্ধ করে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে পরিচালিত করে।
-
চুক্তির মূল লক্ষ্য:
-
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা
-
সমস্যা সমাধান শান্তিপূর্ণ উপায়ে নিশ্চিত করা
-
বিশ্বজুড়ে নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা
-
-
চুক্তির নাম: Pact of Paris / Kellogg–Briand Pact
-
স্বাক্ষরের তারিখ: ২৭ আগস্ট, ১৯২৮
-
কার্যকর হয়েছে: ২৪ জুলাই, ১৯২৯
-
মূল উদ্যোক্তা: Frank B. Kellogg (যুক্তরাষ্ট্র) ও Aristide Briand (ফ্রান্স)
-
স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা: শুরুতে ১৫টি, পরে বেড়ে ৬২টি
উৎস:

0
Updated: 2 weeks ago
NPT কী? পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
Created: 1 week ago
A
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
B
পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি
C
কৌশলগত পারমানবিক অস্ত্র হ্রাস চুক্তি
D
রাসায়নিক অস্ত্র সীমিতকরণ চুক্তি
NPT (Nuclear Non-Proliferation Treaty) হলো পারমাণবিক অস্ত্র এবং পারমাণবিক প্রযুক্তির বিস্তার রোধ করার উদ্দেশ্যে প্রণীত আন্তর্জাতিক চুক্তি।
-
পূর্ণরূপ: Nuclear Non-Proliferation Treaty
-
স্বাক্ষরিত: ১ জুলাই, ১৯৬৮
-
কার্যকর: ৫ মার্চ, ১৯৭০
-
স্বাক্ষরকারী দেশ: ১৯১টি
-
বাংলাদেশের অংশগ্রহণ: বাংলাদেশ NPT-তে স্বাক্ষর করে ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে

0
Updated: 1 week ago
’বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক‘ প্রকাশ করে কোন সংস্থা?
Created: 1 month ago
A
Earth Watch
B
World Watch
C
German watch
D
Green Watch
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন
বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায়
Germanwatch
-
ধরন: অলাভজনক বেসরকারি সংস্থা (NGO)
-
কার্যক্রম: পরিবেশ এবং বাণিজ্য সম্পর্কিত বিষয়গুলোতে কাজ করে, বিশেষ করে উন্নত দেশ ও উন্নয়নশীল দেশের মধ্যে সম্পর্ক স্থাপন।
-
উল্লেখযোগ্য প্রকাশনা: Global Climate Risk Index (বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক) প্রতি বছর প্রকাশিত হয়।
-
সদর দপ্তর: বন, জার্মানি
-
প্রতিষ্ঠা: ১৯৯১
উৎস: Germanwatch ওয়েবসাইট।

0
Updated: 1 month ago