নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? 

A

মাহে নও 

B

সওগাত 

C

ধূমকেতু 

D

কালিকলম

উত্তরের বিবরণ

img

‘ধূমকেতু’ পত্রিকা

১৯২২ সালে কাজী নজরুল ইসলামের সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধসপ্তাহিক পত্রিকা ‘ধূমকেতু’। এই পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত পংক্তি প্রকাশিত হয়েছিল –
“আয় চলে আয় রে ধূমকেতু,
আঁধারে বাঁধ অগ্নিসেতু।”

বিশেষ করে ধূমকেতুর পূজা সংখ্যায়, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ১৯২২ তারিখে ‘আনন্দময়ীর আগমনে’ শিরোনামে একটি সংখ্যা প্রকাশিত হলে ব্রিটিশ শাসকগণ পত্রিকাটি বাজেয়াপ্ত করে এবং নজরুলকে গ্রেফতার করে।

অন্যদিকে,

  • ‘সওগাত’ ছিল একটি মাসিক সচিত্র পত্রিকা, যা ১৩২৫ বঙ্গাব্দের অগ্রহায়ণে (১৯১৮) মোহাম্মদ নাসিরউদ্দীনের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশ পেয়েছিল।

  • ১৯৫২ সালে ঢাকায় আবদুল কাদের ‘মাহে নও’ নামে একটি মাসিক পত্রিকার সম্পাদনা করতেন।

  • ‘কালিকলম’ নামক সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা প্রকাশিত হত কলকাতার কলেজ স্ট্রিট মার্কেটের বরদা এজেন্সির মাধ্যমে, যার সম্পাদনায় ছিলেন মুরলীধর বসু, শৈলেজানন্দ মুখোপাধ্যায় ও প্রেমেন্দ্র মিত্র।


কাজী নজরুল ইসলাম সম্পর্কে:

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিভা। তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যে তাঁকে ‘বিদ্রোহী কবি’ হিসেবে স্মরণ করা হয়। আধুনিক বাংলা গানের জগতে তিনি ‘বুলবুল’ নামেও পরিচিত।

সংগীত সংকলন:
নজরুলের লেখা সংগীত সংকলনগুলোর মধ্যে উল্লেখযোগ্য —

  • চোখের চাতক

  • নজরুল গীতিকা

  • সুর সাকী

  • বনগীতি

উপন্যাসসমূহ:

  • বাঁধন-হারা

  • মৃত্যুক্ষুধা

  • কুহেলিকা

প্রবন্ধগ্রন্থ:

  • দুর্দিনের যাত্রী

  • যুগবাণী

  • রুদ্র মঙ্গল

সম্পাদিত পত্রিকা:

  • ‘ধূমকেতু’ (১৯২২)

  • ‘লাঙ্গল’ (১৯২৫), যার প্রধান পরিচালক ছিলেন নজরুল নিজেই

  • ‘দৈনিক নবযুগ’, যা তিনি কমরেড মুজাফ্ফর আহমদের সাথে যৌথভাবে সম্পাদনা করেছিলেন।

তথ্যের উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য সংক্রান্ত গবেষণা, ড. সৌমিত্র শেখর।

Unfavorite

0

Updated: 3 months ago

Related MCQ

'পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?


Created: 1 month ago

A

রফিক আজাদ


B

সঞ্জয় ভট্টাচার্য


C

সুফিয়া কামাল


D

মোতাহার হোসেন চৌধুরী


Unfavorite

0

Updated: 1 month ago

 শিখা পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন-


Created: 1 month ago

A

কাজী মোতাহার হোসেন


B

 আবুল হুসেন 


C

আবুল ফজল


D

মুন্সি আহমদ আলী


Unfavorite

0

Updated: 1 month ago

'একুশে ফেব্রুয়ারি' প্রথম সংকলনের সম্পাদক কে? 

Created: 3 months ago

A

শওকত ওসমান 

B

জহির রায়হান 

C

আব্দুল গণি হাজারী 

D

হাসান হাফিজুর রহমান

Unfavorite

0

Updated: 3 months ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD