ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশের সংখ্যা কতটি? (আগস্ট-২০২৫)
A
১টি
B
৩টি
C
২টি
D
৪টি
উত্তরের বিবরণ
NATO (North Atlantic Treaty Organisation) হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়।
-
সদর দপ্তর: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস।
-
প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা: ১২টি দেশ।
-
বর্তমান সদস্য সংখ্যা: ৩২টি দেশ (আগস্ট, ২০২৫)।
-
ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ দুটি: তুরস্ক (১৯৫২) এবং আলবেনিয়া (২০০৯)।
-
সর্বশেষ সদস্য: সুইডেন, ২০২৪ সালে ন্যাটোর ৩২তম সদস্য পদ লাভ করে।

0
Updated: 17 hours ago
’শাখালিন দ্বীপপুঞ্জ’ নিয়ে কোন দুই দেশের বিরোধ রয়েছে?
Created: 1 week ago
A
চীন – জাপান
B
রাশিয়া – জাপান
C
রাশিয়া – চীন
D
যুক্তরাজ্য – আর্জেন্টিনা
বিরোধপূর্ণ দ্বীপ ও দ্বীপপুঞ্জসমূহ:
দ্বীপ / দ্বীপপুঞ্জ | বিরোধপূর্ণ দেশসমূহ |
---|---|
সেনকাকু দ্বীপ | চীন – জাপান |
আবু মুসা দ্বীপ | ইরান – সংযুক্ত আরব আমিরাত |
পেরেজিল দ্বীপ | মরক্কো – স্পেন |
শাখালিন দ্বীপপুঞ্জ | রাশিয়া – জাপান |
স্প্রাটলি দ্বীপপুঞ্জ | চীন – তাইওয়ান – ফিলিপাইন – মালয়েশিয়া – ভিয়েতনাম |
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ | যুক্তরাজ্য – আর্জেন্টিনা |
কুরিল দ্বীপপুঞ্জ | রাশিয়া – জাপান |

0
Updated: 1 week ago
'UN Ocean Conference-2025' কোথায় অনুষ্ঠিত হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 3 weeks ago
A
অস্ট্রেলিয়া
B
জার্মানি
C
স্পেন
D
ফ্রান্স
UN Ocean Conference
- ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) ৯–১৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল UN Ocean Conference
- ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) ৯–১৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল Nice, France-এ।
- এই বছরের সম্মেলনটিতে ফ্রান্স ও কোস্টারিকা সহ-আয়োজক ছিল।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
• UN Ocean Conference এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।
- এই বছরের সম্মেলনটিতে ফ্রান্স ও কোস্টারিকা সহ-আয়োজক ছিল।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
• UN Ocean Conference এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।

0
Updated: 3 weeks ago
দ্বিতীয় ভার্সাই চুক্তির মাধ্যমে কোন যুদ্ধের অবসান হয়?
Created: 2 weeks ago
A
প্রথম বিশ্বযুদ্ধ
B
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
C
ইউরোপের ধর্ম যুদ্ধ
D
কোনটি নয়
দ্বিতীয় ভার্সাই চুক্তি ও প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি
-
স্বাক্ষর: ১৯১৯ সালের ২৮ জুন, ফ্রান্সের ভার্সাইয়ে।
-
প্রযোজ্য তারিখ: ১০ জানুয়ারি, ১৯২০ থেকে চুক্তি কার্যকর।
-
চুক্তিতে অংশগ্রহণকারী: মূলত মিত্রশক্তি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জাপান ইত্যাদি) এবং জার্মানি।
-
মূল শর্ত: জার্মানিকে যুদ্ধের জন্য দোষী সাব্যস্ত করা এবং বিপুল আর্থিক জরিমানা প্রদান।
-
প্রভাব: প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
সূত্র:

0
Updated: 2 weeks ago