বাংলাদেশে ব্যবহৃত প্রথম কম্পিউটার কোনটি ছিল?
A
IBM 1401
B
IBM 1620
C
IBM 360
D
IBM PC
উত্তরের বিবরণ
বাংলাদেশে কম্পিউটারের ইতিহাস
-
বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার শুরু হয় ১৯৬৪ সালে, যখন দ্বিতীয় প্রজন্মের IBM 1620 কম্পিউটার স্থাপন করা হয়।
-
এটি ছিল আইবিএম কোম্পানির মেইনফ্রেইম কম্পিউটার।
-
IBM 1620 সিরিজের কম্পিউটারটি স্থাপিত হয় তৎকালীন পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্রে, যা বর্তমানে বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র নামে পরিচিত।
-
কম্পিউটারটি বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত আছে।
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১৯৬৯ সালের দিকে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে।

0
Updated: 19 hours ago
প্রথম ল্যাপটপ কম্পিউটার কোন কোম্পানি তৈরী করে?
Created: 1 month ago
A
কমপ্যাক
B
আইবিএম
C
অ্যাপল
D
অসবর্ণ
ল্যাপটপ কম্পিউটার
-
সংজ্ঞা: ওজনে হালকা, ছোট আকারের, সহজে বহনযোগ্য কম্পিউটার।
-
বিদ্যুৎ সরবরাহ: এসি বিদ্যুতের পাশাপাশি ব্যাটারিতে চলার উপযোগী।
-
ইনপুট ডিভাইস: মাউসের পরিবর্তে টাচ-প্যাড ব্যবহার করা হয়।
ইতিহাস:
-
প্রথম ল্যাপটপ কম্পিউটার তৈরি করে Osborne Computer কোম্পানি ১৯৮১ সালে, যার নাম ছিল Osborne-1।
-
একই বছরে Epson কোম্পানি তৈরি করে Epson HX-20 মডেল, যা বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে উপলব্ধ ল্যাপটপ কম্পিউটার।
উৎস:
i) Britannica
ii) Computer Hope

0
Updated: 1 month ago
নিচের কোনটি আউটপুট ডিভাইস?
Created: 1 month ago
A
কীবোর্ড
B
মনিটর
C
মাউস
D
স্ক্যানার
ইনপুট ডিভাইস (Input Device)
যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে তথ্য, ডেটা বা কমান্ড প্রবেশ করানো হয়, তাকে ইনপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি।
আউটপুট ডিভাইস (Output Device)
যে ডিভাইসের সাহায্যে কম্পিউটার থেকে তথ্য বা ডেটা গ্রহণ করা যায়, তাকে আউটপুট ডিভাইস বলা হয়।
উদাহরণ: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি–২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) নবম–দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago