বাংলাদেশের আইন প্রণয়ন ক্ষমতা কার উপর ন্যস্ত?
A
মন্ত্রিসভা
B
জাতীয় সংসদ
C
সুপ্রিম কোর্ট
D
রাষ্ট্রপতি
উত্তরের বিবরণ
• জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি:
-
বাংলাদেশের আইন প্রণয়নের সর্বোচ্চ ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত।
-
সংসদ যেকোনো নতুন আইন প্রণয়ন, প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে সক্ষম।
-
নতুন আইন প্রণয়নের প্রক্রিয়া:
১. খসড়া বিল আকারে সংসদে পেশ করা হয়।
২. সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে বিলটি গৃহীত হলে।
৩. বিধি অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতি লাভের পর বিলটি আইনে পরিণত হয়।

0
Updated: 19 hours ago
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের মেয়াদকাল ছিল-
Created: 1 week ago
A
৩ বছর
B
৩.৫ বছর
C
৪.৫ বছর
D
২.৫ বছর
বাংলাদেশের জাতীয় সংসদ সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। বাংলাদেশের জাতীয় সংসদ বিভিন্ন মেয়াদের মাধ্যমে কার্যকর হয়েছে এবং প্রতিটি মেয়াদে তার সময়কাল ভিন্ন ছিল।
-
প্রথম সংসদ: মেয়াদকাল ২.৫ বছর, কার্যকর ৭ এপ্রিল ১৯৭৩ থেকে ৬ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত
-
দ্বিতীয় সংসদ: মেয়াদকাল ২ বছর ১১ মাস, কার্যকর ২ এপ্রিল ১৯৭৯ থেকে ২৪ মার্চ ১৯৮২ পর্যন্ত
-
তৃতীয় সংসদ: মেয়াদকাল ১ বছর ৫ মাস, কার্যকর ১০ জুলাই ১৯৮৬ থেকে ৬ ডিসেম্বর ১৯৮৭ পর্যন্ত
-
চতুর্থ সংসদ: মেয়াদকাল ২ বছর ৭ মাস, কার্যকর ১৫ এপ্রিল ১৯৮৮ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ পর্যন্ত
-
পঞ্চম সংসদ: মেয়াদকাল ৪ বছর ৮ মাস, কার্যকর ৫ এপ্রিল ১৯৯১ থেকে ২৪ নভেম্বর ১৯৯৫ পর্যন্ত

0
Updated: 1 week ago
জাতীয় সংসদের ৩০০নং আসনটি কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
বান্দরবান
B
রাঙামাটি
C
খাগড়াছড়ি
D
পঞ্চগড়
সংসদীয় আসন (বাংলাদেশ):
-
মোট আসন: ৩৫০টি
-
সাধারণ আসন: ৩০০টি
-
মহিলাদের জন্য সংরক্ষিত আসন: ৫০টি
-
-
চূড়ান্ত দক্ষিণাঞ্চলের আসনসমূহ:
-
৩০০ নং আসন: বান্দরবান
-
২৯৯ নং আসন: রাঙামাটি
-
২৯৮ নং আসন: খাগড়াছড়ি
-
২৯৭ নং আসন: কক্সবাজার
-
-
প্রথম আসন: ১ নং আসন – পঞ্চগড়-১
-
সংখ্যাবলীতে সর্বোচ্চ আসন: ঢাকা জেলায় ২০টি সংসদীয় আসন
-
দক্ষিণাঞ্চলের জেলা: বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় প্রতিজেলায় একটি করে সংসদীয় আসন
উৎস: জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 month ago
বাংলাদেশের সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে কোন জেলায়?
Created: 4 weeks ago
A
কুমিল্লা
B
চট্টগ্রাম
C
ঢাকা
D
সিলেট
সংসদীয় আসন:
- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা: ৩৫০টি।
- মহিলাদের জন্য সংসদে সংরক্ষিত আসন: ৫০টি।
- পার্বত্য চট্টগ্রামে সংসদীয় আসন সংখ্যা: ৩টি।
• বান্দরবান।
• রাঙ্গামাটি।
• খাগড়াছড়ি।
- পার্বত্য চট্টগ্রামের প্রত্যেক জেলায় একটি করে সংসদীয় আসন রয়েছে।
- জাতীয় সংসদের ১ নং আসন: পঞ্চগড়-১।
- জাতীয় সংসদের ৩০০ নং আসন: বান্দরবান।
- বাংলাদেশের সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলায়।
- ঢাকা জেলায় ২০টি সংসদীয় আসন রয়েছে।

0
Updated: 4 weeks ago