কোন ঘটনার মধ্যেদিয়ে ভারতে ইংরেজ কোম্পানির শাসনের অবসান ঘটে?
A
ফকির-সন্ন্যাসী আন্দোলন
B
সিপাহি বিদ্রোহ
C
ফরায়েজি আন্দোলন
D
নীল বিদ্রোহ
উত্তরের বিবরণ
-
১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসেবে পরিচিত।
-
বিদ্রোহের প্রথম আগুন পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে জ্বলে ওঠে।
-
১৮৫৭ সালের ২৯শে মার্চ বন্দুকের গুলি ছুঁড়ে বিদ্রোহ শুরু করেন সিপাহি মঙ্গল পাণ্ডে।
-
দ্রুত বিদ্রোহ ছড়িয়ে পড়ে মিরাট, কানপুর, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, বাংলা সহ ভারতের প্রায় সর্বত্র।
-
বর্তমান বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রংপুর, দিনাজপুর, রাজশাহী অঞ্চলগুলোতেও এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে।
-
পরবর্তীতে বিদ্রোহ ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে বিস্তৃত হয়।
-
শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থ হয়, তবে এর ফলে ভারতে কোম্পানির শাসন অবসান ঘটে।
-
শাসনের দায়িত্ব ভারতের ব্রিটিশ সরকার সরাসরি গ্রহণ করে।

0
Updated: 19 hours ago
সিপাহী বিদ্রোহের সূচনাকারী কে ছিলেন?
Created: 1 week ago
A
লক্ষ্মীবাঈ
B
চাঙ্কি পান্ডে
C
কুনওয়ার সিং
D
মঙ্গল পাণ্ডে
সিপাহি বিদ্রোহ:
- সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়।
- ১৮৫৭ সালের ২৯শে মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মঙ্গলপাণ্ডে নামে এক সিপাহী কর্তৃক গুলি বর্ষণের মাধ্যমে এই বিদ্রোহের সূত্রপাত ঘটে।
- দ্রুত এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে মিরাট, কানপুর, পাঞ্জাব, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, বাংলাসহ ভারতের প্রায় সর্বত্র। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রংপুর, দিনাজপুর, রাজশাহী এই বিদ্রোহে শামিল হয় ।
- পরবর্তীতে তা ভারতবর্ষের উত্তর ও পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়।
- তবে এ বিদ্রোহের ফলে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে।
- ভারতের শাসনভার ব্রিটিশ সরকার সরাসরি তার হাতে নিয়ে নেয়।

0
Updated: 1 week ago
‘সিপাহী বিদ্রোহ' সংঘটিত হয়েছিল কত সালে?
Created: 1 week ago
A
১৯৫৭ সালে
B
১৮৫৭ সালে
C
১৮৫৫ সালে
D
১৮৫৪ সালে
সিপাহি বিদ্রোহ সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ রিরাইট করা হলো। লর্ড ক্যানিং ১৮৫৬ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ভারতের শেষ গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর শাসনকালেই ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের সূচনা ঘটে।
-
লর্ড ক্যানিং ছিলেন জর্জ ক্যানিং-এর তৃতীয় পুত্র চার্লস জন ক্যানিং
-
বিদ্রোহটি লর্ড ক্যানিং দমন করেন
-
বিদ্রোহের পর ১৮৫৮ সালে পার্লামেন্টারি আইন পাস হয়
-
রানী ভিক্টোরিয়া প্রকাশ্য ঘোষণা দ্বারা ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন
-
লর্ড ক্যানিংকে 'ক্ষমাশীল ক্যানিং' উপাধি প্রদান করা হয়

0
Updated: 1 week ago