ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশের সংখ্যা কতটি? (আগস্ট-২০২৫)
A
১টি
B
৩টি
C
২টি
D
৪টি
উত্তরের বিবরণ
NATO (North Atlantic Treaty Organisation) হলো একটি রাজনৈতিক ও সামরিক জোট, যা ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়।
-
সদর দপ্তর: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস।
-
প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা: ১২টি দেশ।
-
বর্তমান সদস্য সংখ্যা: ৩২টি দেশ (আগস্ট, ২০২৫)।
-
ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ দুটি: তুরস্ক (১৯৫২) এবং আলবেনিয়া (২০০৯)।
-
সর্বশেষ সদস্য: সুইডেন, ২০২৪ সালে ন্যাটোর ৩২তম সদস্য পদ লাভ করে।
0
Updated: 20 hours ago
D-8 এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ঢাকা
B
ইসলামাবাদ
C
কায়রো
D
ইস্তাম্বুল
Developing Eight (D-8):
- বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে ডি-৮ প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৭ সালের ১৫ জুন।
- মূল লক্ষ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা;
- এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমানে D-৪-এর সদস্য দেশ ৯টি। [আগস্ট,২০২৫]
- যথা:- তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, আজারবাইজান।
উল্লেখ্য,
- রাবাত সম্মেলনের মাধ্যমে ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে OIC প্রতিষ্ঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
উৎস: D-8 ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
বেলুচ লিবারেশন আর্মি (BLA) কোন দেশের সশস্ত্র সংগঠন?
Created: 20 hours ago
A
ইরান
B
আফগানিস্তান
C
পাকিস্তান
D
ভারত
বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হলো পাকিস্তানের একটি স্বাধীনতাকামী সংগঠন, যা পুরো বেলুচিস্তানকে স্বাধীন করার লক্ষ্যে কাজ করে।
-
বিএলএ আত্মপ্রকাশ করে ২০০০-এর দশকের শুরুতে।
-
পাকিস্তান সরকার ও কয়েকটি পশ্চিমা দেশ এটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
-
অন্যান্য তুলনামূলক নরমপন্থী বেলুচ জাতীয়তাবাদী দলের মতো, বিএলএ পাকিস্তানের অংশ হিসেবে টিকে থাকতে চায় না।
-
এর লক্ষ্য হলো সম্পূর্ণ স্বাধীন বেলুচিস্তান প্রতিষ্ঠা করা।
0
Updated: 20 hours ago
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয় কবে?
Created: 16 hours ago
A
১২ আগস্ট
B
১৪ আগস্ট
C
১৫ আগস্ট
D
১৭ আগস্ট
প্রতি বছর ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়, যা যুবশক্তি ও তারুণ্যের বিকাশকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে পালন করা হয়। এবছরের দিবসের প্রতিপাদ্য হলো “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি”।
-
যুব দিবসের প্রবর্তনা ঘটে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’-এ, যেখানে ১২ আগস্টকে আন্তর্জাতিক যুব দিবস হিসেবে উদযাপনের প্রস্তাব দেওয়া হয়।
-
পরবর্তী বছর ১৯৯৯ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে।
-
এই দিবসের মূল উদ্দেশ্য হলো বিশ্বের সব দেশের সরকারের মধ্যে যুবদের প্রতি মনোযোগ বৃদ্ধি, তাদের প্রয়োজনীয়তা পূরণে সচেতনতা তৈরি এবং তরুণদের বিকাশ ও অংশগ্রহণ নিশ্চিত করা।
0
Updated: 16 hours ago