ক্যাম্প ডেভিড চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
A
কানাডা
B
যুক্তরাষ্ট্রে
C
জার্মানি
D
নরওয়ে
উত্তরের বিবরণ
ক্যাম্প ডেভিড চুক্তি হলো ১৯৭৮ সালে ইসরায়েল ও মিশরের মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি, যা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিড অবকাশযাপন কেন্দ্রে সম্পন্ন হয়।
-
মধ্যস্থতাকারী: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
-
স্বাক্ষরকারী: মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন।
-
উদ্দেশ্য: মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন।
-
ফলাফল: সাময়িকভাবে মিশরকে OIC ও আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।
-
চুক্তির নামকরণ: চুক্তিটি ক্যাম্প ডেভিডে সম্পন্ন হওয়ায় এই নামকরণ।

0
Updated: 19 hours ago
'নুরেমবার্গ ট্রায়াল' কীসের সাথে সম্পর্কিত?
Created: 1 week ago
A
১ম বিশ্বযুদ্ধ
B
২য় বিশ্বযুদ্ধ
C
ভিয়েতনাম যুদ্ধ
D
উপসাগরীয় যুদ্ধ
নুরেমবার্গ ট্রায়াল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে নাৎসি নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া। এটি যুদ্ধের পর মানবাধিকারের সুরক্ষা ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করে।
-
আয়োজনের স্থান ও সময়: নুরেমবার্গ, জার্মানি; ১৯৪৫-৪৬
-
প্রতিষ্ঠান: ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল (IMT) হিটলারের নাৎসি বাহিনীর নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ গঠন করে এবং বিচার পরিচালনা করে
-
প্রধান অভিযোগসমূহ:
১. শান্তির বিরুদ্ধে অপরাধ: আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ধ্বংসাত্মক যুদ্ধের পরিকল্পনা ও শুরু করা
২. মানবতার বিরুদ্ধে অপরাধ: মানুষকে সমূলে বিনাশ করা, বাসস্থান থেকে বিতাড়ন, গণহত্যা
৩. যুদ্ধাপরাধ: যুদ্ধের আইন লঙ্ঘন
৪. উপরিউক্ত তিনটি অপরাধের সাধারণ পরিকল্পনা বা ষড়যন্ত্র করা -
বিচারাধীনদের সংখ্যা ও প্রফাইল: মোট ২২ জন নাৎসি কর্মকর্তা, যার মধ্যে সামরিক কর্মকর্তা, রাজনীতিক ও অর্থনৈতিক উপদেষ্টা অন্তর্ভুক্ত
-
বিচারের সূচনা: ১৯৪৫ সালের ২০ নভেম্বর
-
বিচারের উদ্দেশ্য ছিল যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য শীর্ষ নেতৃত্বকে দায়ী করা

0
Updated: 1 week ago
যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণের নিরাপত্তা বিষয়ক প্রটোকল কোনটি?
Created: 1 week ago
A
প্রথম জেনেভা কনভেনশন
B
দ্বিতীয় জেনেভা কনভেনশন
C
তৃতীয় জেনেভা কনভেনশন
D
চতুর্থ জেনেভা কনভেনশন
জেনেভা কনভেনশন হলো আন্তর্জাতিক আইন, যা যুদ্ধকালীন মানবাধিকার ও মানবিক আচরণ সংক্রান্ত মৌলিক নীতি নির্ধারণ করে। এই কনভেনশন যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত।
-
স্থাপন: সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত
-
আঁচল: ৪টি চুক্তি ও ৩টি প্রটোকল
-
স্বাক্ষরিত: ১২ আগস্ট, ১৯৪৯
-
উপাধি: ‘চারটি রেডক্রস কনভেনশন’
মূল জেনেভা কনভেনশনসমূহ:
১. প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনাদের সুরক্ষা ও চিকিৎসার ব্যবস্থা।
২. দ্বিতীয় কনভেনশন (১৯০৬/১৯০৭): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও চিকিৎসা; হেগ চুক্তি দ্বারা সংশোধিত।
৩. তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
৪. চতুর্থ কনভেনশন (১৯৪৯): বেসামরিক জনগণের নিরাপত্তা ও সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।

0
Updated: 1 week ago
আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
Created: 1 month ago
A
এশিয়া
B
আফ্রিকা
C
দক্ষিণ আমেরিকা
D
ইউরোপ
আমাজন নদী সম্পর্কিত তথ্য
-
অবস্থান:
-
দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত
-
দক্ষিণ আমেরিকার উত্তরাংশে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত
-
-
দৈর্ঘ্য ও গুরুত্ব:
-
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী
-
দৈর্ঘ্য: ৬,৪০০ কিমি
-
দক্ষিন আমেরিকার সর্ববৃহৎ নদী
-
-
উৎপত্তি ও প্রান্ত:
-
উৎপত্তি: পেরুর আন্দিজ পর্বতমালা
-
স্রোত মিলিত: আটলান্টিক মহাসাগরে
-
মূল স্রোতের প্রায় দুই-তৃতীয়াংশ ব্রাজিলে দিয়ে প্রবাহিত
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago