যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধপূর্ণ অঞ্চল-
A
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
B
হাওয়াই দ্বীপপুঞ্জ
C
স্প্রাটলী দ্বীপপুঞ্জ
D
বোর্নিও দ্বীপপুঞ্জ
উত্তরের বিবরণ
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি যুক্তরাজ্যের বিদেশি অঞ্চল, যা কয়েক শত ছোট দ্বীপসহ মূলত দুটি বড় দ্বীপ—ইস্ট ফকল্যান্ড ও ওয়েস্ট ফকল্যান্ড—দ্বারা গঠিত।
-
মোট আয়তন: ১২,১৭৩ বর্গকিলোমিটার
-
মালিকানা বিরোধ: যুক্তরাজ্য ও আর্জেন্টিনা।
-
১৯৮২ সালের ২ এপ্রিল, আর্জেন্টিনার সামরিক সরকার দ্বীপপুঞ্জ আক্রমণ করে।
-
এর প্রেক্ষিতে ফকল্যান্ড যুদ্ধ শুরু হয়।
-
১০ সপ্তাহ পর, স্ট্যানলিতে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধ শেষ হয়।
-
ব্রিটিশ সৈন্যরা জোরপূর্বক দ্বীপগুলো পুনরায় দখল করে।

0
Updated: 19 hours ago
কোন সভ্যতা আলেকজান্দ্রিয়ান সভ্যতা নামে পরিচিত?
Created: 3 weeks ago
A
প্রথম মেসোপটেমীয় সভ্যতা
B
হেলেনিস্টিক সভ্যতা
C
মিশরীয় সভ্যতা
D
হেলেনিক সভ্যতা
হেলেনিস্টিক সভ্যতা
- গ্রিকবীর আলেকজান্ডার কর্তৃক পারস্য সাম্রাজ্য ও উত্তর আফ্রিকা বিজয়ের পরবর্তী সময়ে এসব অঞ্চলে গ্রিক সংস্কৃতির প্রসার ঘটে।
- এতে করে গ্রিক সংস্কৃতি ও তার বাহিরের সংস্কৃতির সংমিশ্রণে যে সভ্যতা বা সংস্কৃতি গড়ে উঠেছিলো তা হেলেনিস্টিক সভ্যতা নামে পরিচিতি পায়।
- হেলেনিস্টিক সভ্যতার কেন্দ্রভূমি ছিলো মিশরের আলেকজান্দ্রিয়া।
- যার কারণে একে অনেক ক্ষেত্রে আলেকজান্দ্রিয়ান সভ্যতা নামেও ডাকা হয়।
- হেলেনিস্টিক সভ্যতা খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দ থেকে খ্রিস্টপূর্ব ৩১ অব্দ পর্যন্ত টিকেছিলো।
- রোমানদের হাতে হেলেনিস্টিক সভ্যতার পতন ঘটে।
অন্যদিকে,
- গ্রিসের মূল ভূখণ্ডে খ্রিস্টপূর্ব ৫০৭ থেকে খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দ সময়ে গড়ে উঠা সভ্যতা হেলেনিক সভ্যতা নামে পরিচিত।

0
Updated: 3 weeks ago
Red Cross- কতবার নোবেল পুরস্কার লাভ করে?
Created: 1 month ago
A
৩ বার
B
৪ বার
C
২ বার
D
১ বার
### রেডক্রস (Red Cross)
* **প্রতিষ্ঠার প্রেক্ষাপট:**
* ১৮৫৯ সালের সোলফেরিনো যুদ্ধের সময় সুইস ব্যবসায়ী **হেনরি ডুনান্ট** আহত সৈন্যদের সহায়তায় উদ্যোগ নেন।
* এই ঘটনা মানবিক সহায়তা মূলক সংগঠনের সূচনা করে।
* **প্রতিষ্ঠা:**
* ১৮৬৩ সালে জেনেভায় **International Committee of the Red Cross (ICRC)** প্রতিষ্ঠিত।
* ICRC বিশ্বের একমাত্র সংস্থা যাকে **তিনবার নোবেল শান্তি পুরস্কারে** ভূষিত করা হয়েছে: ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩।
* **প্রতীক ও দিন:**
* সুরক্ষা চিহ্ন: **লাল ক্রস সাদা পটভূমিতে**, Geneva Convention-এ স্বীকৃত।
* বিশ্ব রেডক্রস দিবস পালিত হয় **৮ মে**, যা প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্মদিন।
* **উল্লেখযোগ্য তথ্য:**
* হেনরি ডুনান্ট ১৯০১ সালে **নোবেল শান্তি পুরস্কার** পান, এটি তার ব্যক্তিগত পুরস্কার; রেড ক্রসকে নয়।
**উৎস:** ICRC ওয়েবসাইট

0
Updated: 1 month ago
’কিতাবুল ইবার’ বিখ্যাত গ্রন্থটি কার রচিত?
Created: 2 weeks ago
A
ইবনে বতূতা
B
ইবনে খালদুন
C
আল ফারাবী
D
আল খারাজী
ইবনে খাল্দুন ছিলেন মধ্যযুগের একজন খ্যাতনামা আরব ইতিহাসবিদ ও চিন্তাবিদ, যিনি সমাজবিজ্ঞান ও ইতিহাসচর্চায় নতুন ধারা প্রবর্তন করেছিলেন।
-
জন্ম: ২৭ মে, ১৩৩২ খ্রিস্টাব্দ; স্থান – তিউনিস (বর্তমান তিউনিসিয়া)।
-
মৃত্যু: ১৭ মার্চ, ১৪০৬ খ্রিস্টাব্দ; স্থান – কায়রো (মিশর)।
-
তিনি ইতিহাসের প্রথম অ-ধর্মীয় দার্শনিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেন।
-
তাঁর সর্বাধিক সাফল্যমণ্ডিত রচনা হলো Muqaddimah (আল-মুকাদ্দিমাহ), যা সমাজবিজ্ঞান, অর্থনীতি ও ইতিহাস বিশ্লেষণে অগ্রগণ্য অবদান রেখেছে।
-
তাঁর আরেকটি বিখ্যাত গ্রন্থ হলো কিতাবুল ইবার।
উৎস:

0
Updated: 2 weeks ago