কীবোর্ডের কোন ফাংশন কী এর সাহয্যে পেইজ রিফ্রেশ করা যায়?
A
F3
B
F2
C
F5
D
F7
উত্তরের বিবরণ
কীবোর্ডের ফাংশন কী (F1–F12) এবং তাদের ব্যবহার:
-
F1: হেল্প মেনু দেখা যায়।
-
F2: কোনো ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করা যায়।
-
F3: সার্চ সুবিধা দেয়; কমান্ড পুনরাবৃত্তির জন্য ব্যবহার করা হয়।
-
F4: শেষ করা কাজ পুনরায় চালানো যায়। Alt + F4 চাপলে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ হয়।
-
F5: পেইজ রিফ্রেশ করা যায়।
-
F6: মাউস কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
-
F7: বানান ও ব্যাকরণগত ভুল বের করতে ব্যবহৃত হয়।
-
F8: অপারেটিং সিস্টেমের Safe Mode চালু করার জন্য ব্যবহার করা হয়।
-
F9: QuarkXPress সফটওয়্যারের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
-
F10: ইন্টারনেট ব্রাউজারের খোলা উইন্ডোর মেনুবার চালু করা হয়।
-
F11: ফুলস্ক্রিন মোডে দেখতে ব্যবহার করা হয়।
-
F12: ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে ব্যবহার করা হয়।

0
Updated: 20 hours ago
Ctrl + B এর কাজ কী?
Created: 2 weeks ago
A
সব টেক্সট সিলেক্ট করা
B
টেক্সট কপি করা
C
টেক্সট বোল্ড করা
D
টেক্সট খুঁজে বের করা
এমএস ওয়ার্ডে ব্যবহৃত কীবোর্ডের বিভিন্ন কী এবং তাদের কাজ নিম্নরূপ:
-
Ctrl + A: ডকুমেন্টের সব টেক্সট সিলেক্ট করার জন্য।
-
Ctrl + B: টেক্সট বোল্ড (Bold) করার জন্য।
-
Ctrl + C: সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
-
Ctrl + D: কোন ওয়েবপেজকে বুকমার্ক করার জন্য ব্যবহৃত হয়।
-
Ctrl + E: টেক্সট বা লিখাগুলো মধ্যবিন্দুতে আনার জন্য (Center Alignment)।
-
Ctrl + F: যেকোনো শব্দ বা বাক্য খুঁজে বের করার জন্য।
-
Ctrl + I: সিলেক্ট করা টেক্সট ইটালিক (Italic) ফন্ট স্টাইলে রূপান্তর করার জন্য।

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি কী ফিল্ডের ধরন নয়?
Created: 3 weeks ago
A
প্রাইমারি কী
B
সেকেন্ডারি কী
C
ফরেন কী
D
কম্পোজিট প্রাইমারি কী
সঠিক উত্তর হলো সেকেন্ডারি কী। ডাটাবেজে রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান ও সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কী ফিল্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কী ফিল্ড আসলে এমন একটি ফিল্ড, যার মাধ্যমে রেকর্ডগুলোকে আলাদা করে শনাক্ত করা যায় এবং প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয়।
-
সাধারণত কোনো একটি ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড শনাক্তকরণ, অনুসন্ধান এবং সম্পর্ক স্থাপন করা হয়, একে বলা হয় কী ফিল্ড।
-
কী ফিল্ডের সাহায্যে ডাটাবেজ থেকে রেকর্ড খুঁজে পাওয়া যায়, একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক তৈরি করা যায় এবং রেকর্ডকে নির্দিষ্টভাবে শনাক্ত করা যায়।
কী ফিল্ডের প্রধান ধরনগুলো হলো:
১. প্রাইমারি কী (Primary Key) – প্রতিটি রেকর্ডকে আলাদাভাবে শনাক্ত করার জন্য ব্যবহার হয়।
২. কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary Key) – একাধিক ফিল্ড মিলিয়ে যখন একটি কী তৈরি হয়।
৩. ফরেন কী (Foreign Key) – এক টেবিলের রেকর্ডকে অন্য টেবিলের সঙ্গে সম্পর্কিত করতে ব্যবহৃত হয়।
যদিও এগুলো প্রধান ধরণ, তবে বাস্তবে সেকেন্ডারি কী-কেও একটি গুরুত্বপূর্ণ কী হিসেবে ধরা হয়, যা মূলত রেকর্ড অনুসন্ধানের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

0
Updated: 3 weeks ago