পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি কোনটি?
A
PTN
B
CTBT
C
NPT
D
CTB
উত্তরের বিবরণ
Treaty on the Non-Proliferation of Nuclear Weapons (NPT) হলো একটি যুগান্তকারী আন্তর্জাতিক চুক্তি, যা পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার বৃদ্ধি এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রচেষ্টা এগিয়ে নেওয়ার জন্য গৃহীত।
চুক্তির প্রধান লক্ষ্য:
-
পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তির বিস্তার রোধ করা।
-
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।
-
পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রচেষ্টা এগিয়ে নেওয়া।
-
NPT হলো পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর নিরস্ত্রীকরণের লক্ষ্যে একমাত্র বাধ্যতামূলক বহুপাক্ষিক চুক্তি।
চুক্তির ইতিহাস ও বর্তমান অবস্থা:
-
স্বাক্ষরের জন্য উন্মুক্ত: ১৯৬৮ সাল
-
কার্যকর হয়: ১৯৭০ সাল
-
অনির্দিষ্টকালের জন্য সম্প্রসারণ: ১১ মে, ১৯৯৫
-
সদস্য রাষ্ট্র সংখ্যা: ১৯১টি রাষ্ট্র (এর মধ্যে ৫টি পারমাণবিক অস্ত্রধারী)
-
NPT যেকোনো অস্ত্র সীমাবদ্ধতা বা নিরস্ত্রীকরণ চুক্তির চেয়ে বেশি রাষ্ট্র দ্বারা অনুমোদিত।

0
Updated: 20 hours ago
আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত?
Created: 1 month ago
A
ওমান উপসাগর
B
লোহিত সাগর
C
পারস্য উপসাগর
D
আরব সাগর
'আবু মুসা দ্বীপ':
- 'আবু মুসা দ্বীপ' অবস্থিত পারস্য উপসাগরে।
- এটি ইরানের সিরি দ্বীপ থেকে ৩১ মাইল পূর্বে, বান্দার-ই লেঙ্গেহ ইরানের মূল ভূখণ্ডের বন্দর থেকে প্রায় ৪২ মাইল দক্ষিণে এবং সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ৪০ মাইল পূর্বে অবস্থিত।
- এই দ্বীপে বেশ কয়েকটি মিঠা পানির কূপ রয়েছে।
- এই দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের সাথে।
- বর্তমানে দ্বীপটি ইরানের দখলে রয়েছে।
উৎস ব্রিটানিকা।

0
Updated: 1 month ago
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ কোনটি?
Created: 1 month ago
A
লিবিয়া
B
সুদান
C
আলজেরিয়া
D
কঙ্গো
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।
আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) সিচেলিস - ১৭২ মাইল (৪৪৬ বর্গ কি.মি)।
২) সাও টোমে এবং প্রিনসিপে - ৩৮৬ মাইল (১,০০১ বর্গ কি.মি)।
৩) কোমোরোস - ৭১৯ মাইল (১,৮৬১ বর্গ কি.মি)।
৪) মরিশাস - ৭৭৫ মাইল (২,০০৭ বর্গ কি.মি)।
৫) কাবো ভার্দে - ১,৫৫৭ মাইল (৪,০৩৩ বর্গ কি.মি)।
তথ্যসূত্র - Britannica.com

0
Updated: 1 month ago
রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) কত সালে কার্যকর হয়?
Created: 20 hours ago
A
১৯৯৬ সাাল
B
১৯৯৭ সালে
C
১৯৯৩ সালে
D
১৯৯১ সালে
রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সম্পূর্ণ শ্রেণির গণবিধ্বংসী অস্ত্র নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৩ সালে প্যারিসে।
-
চুক্তি কার্যকর হয় ২৯ এপ্রিল, ১৯৯৭।
-
CWC হলো প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি, যা রাসায়নিক অস্ত্র নির্মূলের জন্য বাধ্যতামূলক নির্দেশনা প্রদান করে।
-
উল্লেখযোগ্য: রাসায়নিক অস্ত্র ব্যবহারের উপর প্রথম আন্তর্জাতিক সীমাবদ্ধতা চুক্তি স্বাক্ষরিত হয় ১৬৭৫ সালে, ফ্রান্স ও জার্মানির মধ্যে স্ট্রাসবার্গে, যেখানে বিষযুক্ত বুলেটের ব্যবহার নিষিদ্ধ করা হয়।

0
Updated: 20 hours ago