Comprehensive Test Ban Treaty (CТВТ) কোন সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত হয়?
A
১৯৯২ সালে
B
১৯৯৭ সালে
C
১৯৯৫ সালে
D
১৯৯৬ সালে
উত্তরের বিবরণ
Comprehensive Test Ban Treaty (CTBT) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা পারমাণবিক অস্ত্র পরীক্ষা বা যে কোনো পারমাণবিক বিস্ফোরণের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে।
-
চুক্তি গৃহীত হয় ১৯৯৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে।
-
বাস্তবায়নের জন্য CTBTO (Comprehensive Nuclear-Test-Ban Treaty Organization) প্রতিষ্ঠিত হয়েছে, যা গ্লোবাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পারমাণবিক পরীক্ষার নজরদারি চালায়।
-
বাংলাদেশ CTBT-তে স্বাক্ষর করেছে এবং অনুমোদন দিয়েছে।
-
চুক্তি স্বাক্ষর করেছে ১৮৫টি দেশ, অনুমোদন করেছে ১৭১টি দেশ।
-
এখনও আটটি দেশ চুক্তি অনুমোদন করেনি, যেমন: যুক্তরাষ্ট্র, চীন, ভারত, পাকিস্তান।
-
চুক্তি কার্যকর হওয়ার জন্য P5 (পাঁচটি স্থায়ী নিরাপত্তা পরিষদ সদস্য) সহ ৪৪টি নির্দিষ্ট দেশের অনুমোদন প্রয়োজন।
-
বাংলাদেশ CTBT স্বাক্ষর করেছে ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে (দক্ষিণ এশিয়ায় প্রথম)।
-
বাংলাদেশ চুক্তি অনুমোদন করেছে ৮ মার্চ, ২০০০ সালে, ৫৪তম দেশ হিসেবে।

0
Updated: 20 hours ago
পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু বিস্তীর্ণ সমতল ভূমি হলো-
Created: 1 month ago
A
উপত্যকা
B
সমভূমি
C
মালভূমি
D
মরুভূমি
মালভূমি, উপত্যকা, হ্রদ ও মরুভূমি
মালভূমি (Plateau)
-
সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত উঁচু ও বিস্তৃত ভূখণ্ড।
-
চারপাশের এলাকা থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে।
-
উপরের পৃষ্ঠ সাধারণত সমতল বা কিছুটা ঢালু হয়।
উপত্যকা (Valley)
-
পাহাড় বা পর্বতমালার মধ্যে অবস্থিত দীর্ঘায়িত নিম্নভূমি অঞ্চল।
-
সাধারণত একটি নদী বা স্রোত প্রবাহিত হয়।
হ্রদ (Lake)
-
প্রাকৃতিকভাবে সৃষ্ট অপেক্ষাকৃত বড় জলের অংশ।
-
শুষ্ক ভূমি দ্বারা বেষ্টিত একটি অববাহিকায় অবস্থান করে।
মরুভূমি (Desert)
-
অত্যন্ত শুষ্ক ও বৃষ্টিবিরল অঞ্চল।
-
অধিকাংশ ক্ষেত্রে বালি দ্বারা আচ্ছাদিত।

0
Updated: 1 month ago
'ওডার-নেইস লাইন' লাইন কোন দুইটি দেশের মধ্যকার সীমানা?
Created: 1 week ago
A
জার্মানি ও পোল্যান্ড
B
ইসরাইল ও সিরিয়া
C
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র
D
পর্তুগাল ও স্পেন
বিভিন্ন দেশের সীমানা ও সীমারেখা:
-
পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
-
সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
-
ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমানা।
-
ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমানা।
-
লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
-
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
-
রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
-
লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
-
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

0
Updated: 1 week ago
ইউরোপীয় ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্র কয়টি?
Created: 1 month ago
A
৬টি
B
১৫টি
C
২২টি
D
১২টি
European Union (EU)
-
প্রতিষ্ঠা ও সদর দপ্তর:
-
প্রতিষ্ঠাকাল: ১ নভেম্বর, ১৯৯৩ (ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে)
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
-
সদস্য দেশ:
-
প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র: ৬টি (বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস)
-
বর্তমান সদস্য দেশ: ২৭টি
-
সর্বশেষ যোগ: ক্রোয়েশিয়া
-
সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)
-
-
মুদ্রা ও অর্থনীতি:
-
একক মুদ্রা: ইউরো
-
ইউরোর জনক: রবার্ট মুন্ডেল
-
ইউরোর প্রচলন শুরু: ১ জানুয়ারি, ১৯৯৯
-
উৎস: European Union ওয়েবসাইট

0
Updated: 1 month ago