A
বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
B
ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
C
একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
D
একটি সাময়িক পত্রের নাম
উত্তরের বিবরণ
ইয়ং বেঙ্গল গোষ্ঠী ও এর প্রতিনিধিত্বকারী মুখপাত্রগণ
ইংরেজি চিন্তাধারায় প্রভাবিত বাঙালি যুবকদের একটি গোষ্ঠী হিসেবে ‘ইয়ং বেঙ্গল’ পরিচিতি লাভ করে। এই আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিও। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর বিভিন্ন ভাবনা ও আলোচনা মূলত ‘জ্ঞানান্বেষণ’, ‘এনকোয়ারার’সহ অন্যান্য পত্রিকায় প্রকাশ পেত।
গোষ্ঠীর সদস্য তালিকায় নাম রয়েছে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রাধানাথ শিকদার, প্যারীচাঁদ মিত্র, তারাচাঁদ চক্রবর্তী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের।
১৮৩৩ সালে মাইকেল মধুসূধন দত্ত হিন্দু কলেজে ভর্তির পর এখানেই ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল গোষ্ঠী গড়ে ওঠে। মধুসূধন দত্ত পরবর্তীতে ডিরোজিওর দেশপ্রেম ও আধুনিক চিন্তাধারার প্রভাবগ্রস্ত হয়ে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সক্রিয় সদস্য হন।
উৎস: লাল নীল দীপাবলি – হুমায়ুন আজাদ, বাংলাপিডিয়া।

0
Updated: 1 week ago