হুতি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
A
ইবনে তৌহিদ আল-হুথি
B
আবদুল মালিক আল-হুথি
C
আলি বিন-হুথি
D
হুসেন বদর আল-দিন আল-হুথি
উত্তরের বিবরণ
হুতি আন্দোলন হলো উত্তর ইয়েমেনের একটি ইসলামী মৌলবাদী আন্দোলন, যা ইয়েমেনের গৃহযুদ্ধের অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করছে।
-
আন্দোলনটি শুরু হয় ১৯৯০-এর দশকের শেষের দিকে, নেতা হুসেন বদর আল-দিন আল-হুথি শিয়া ইসলামের জাইদি ধারার অনুসরণে ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন হিসেবে।
-
জাইদিরা শতাব্দীকাল ধরে ইয়েমেন শাসন করলেও, ১৯৬২ সালের গৃহযুদ্ধের পর সুন্নিরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
-
এরপর জাইদিরা ক্রমে কোণঠাসা হয়ে পড়ে।
-
সুন্নি মৌলবাদ, বিশেষ করে সৌদি আরবের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত ওয়াহাবি মতবাদ, মোকাবিলায় আল-হুতি আন্দোলন গড়ে ওঠে।
-
শুরুতে ধর্মীয় আন্দোলন হলেও, এটি ক্রমে সশস্ত্র রূপে পরিণত হয়।

0
Updated: 20 hours ago
চীন-জাপান যুদ্ধে জাপান তাইওয়ান দখল করে নিয়েছিল কত সালে?
Created: 1 month ago
A
১৮৯১ সালে
B
১৮৯৫ সালে
C
১৮৯৩ সালে
D
১৮৯৭ সালে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
চীন-জাপান যুদ্ধ
তাইওয়ান
প্রথম চীন-জাপান যুদ্ধ (First Sino-Japanese War, 1894–1895)
-
সময়কাল: ১ আগস্ট, ১৮৯৪ – ১৭ এপ্রিল, ১৮৯৫
-
প্রতিদ্বন্দ্বী: চীনের কিং রাজবংশ বনাম জাপানের মেইজি সরকার
-
যুদ্ধের স্থান: কোরিয়া, মাঞ্চুরিয়া, তাইওয়ান, হলুদ সাগর
-
মূল কারণ: কোরিয়ার উপর নিয়ন্ত্রণ ও পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক প্রভাব বিস্তার
প্রধান ঘটনা
-
যুদ্ধ ঘোষণা:
-
১ আগস্ট, ১৮৯৪ – জাপান আনুষ্ঠানিকভাবে চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
-
-
ফেংদাও নৌযুদ্ধ:
-
২৫ জুলাই, ১৮৯৪ – জাপান চীনের নৌবাহিনীকে পরাজিত করে।
-
-
জাপানের দখল:
-
কোরিয়ার সিওংহ্বান ও পিয়ংইয়ং দখল।
-
মাঞ্চুরিয়ার লিয়াওডং উপদ্বীপ দখল।
-
১৮৯৫ – তাইওয়ান ও পেঙ্ঘু দ্বীপপুঞ্জ দখল।
-
-
যুদ্ধের সমাপ্তি:
-
১৭ এপ্রিল, ১৮৯৫ – শিমোনোসেকি চুক্তি (Treaty of Shimonoseki) স্বাক্ষরিত।
-
চীনের প্রভাব কোরিয়ায় শেষ হয়।
-
জাপান শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হয়।
-
উৎস: Britannica

0
Updated: 1 month ago
ক্যাঙ্গারুর দেশ বলা হয়-
Created: 1 month ago
A
নিউজিল্যান্ড
B
অস্ট্রেলিয়া
C
জাপান
D
তাইওয়ান
ভৌগলিক উপনাম | দেশ |
---|---|
হাজার হ্রদের দেশ | ফিনল্যান্ড |
নীল নদের দেশ | মিশর |
ক্যাঙ্গারুর দেশ | অস্ট্রেলিয়া |
মার্বেলের দেশ | ইতালি |
পঞ্চম ড্রাগনের দেশ | তাইওয়ান |
পিরামিডের দেশ | মিশর |

0
Updated: 1 month ago
নিচের কোনটি ASEAN-এর সদস্য নয়? [ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
মালয়েশিয়া
B
ফিলিপাইন
C
শ্রীলংকা
D
ব্রুনাই
ASEAN (Association of Southeast Asian Nations)
-
প্রকার ও অঞ্চল:
-
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট
-
লক্ষ্য: আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭
-
স্থান: ব্যাংকক, থাইল্যান্ড (Bangkok Declaration স্বাক্ষরের মাধ্যমে)
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫টি — থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন
-
-
সদস্যতা ও সদরদপ্তর:
-
বর্তমান সদস্য দেশ: ১০টি (আগস্ট, ২০২৫)
-
নতুন সদস্য দেশ: ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া
-
সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া
-
বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)
-
উল্লেখ্য: শ্রীলঙ্কা ASEAN-এর সদস্য নয়
-
উৎস: ASEAN ওয়েবসাইট

0
Updated: 1 month ago