বেলুচ লিবারেশন আর্মি (BLA) কোন দেশের সশস্ত্র সংগঠন?
A
ইরান
B
আফগানিস্তান
C
পাকিস্তান
D
ভারত
উত্তরের বিবরণ
বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হলো পাকিস্তানের একটি স্বাধীনতাকামী সংগঠন, যা পুরো বেলুচিস্তানকে স্বাধীন করার লক্ষ্যে কাজ করে।
-
বিএলএ আত্মপ্রকাশ করে ২০০০-এর দশকের শুরুতে।
-
পাকিস্তান সরকার ও কয়েকটি পশ্চিমা দেশ এটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।
-
অন্যান্য তুলনামূলক নরমপন্থী বেলুচ জাতীয়তাবাদী দলের মতো, বিএলএ পাকিস্তানের অংশ হিসেবে টিকে থাকতে চায় না।
-
এর লক্ষ্য হলো সম্পূর্ণ স্বাধীন বেলুচিস্তান প্রতিষ্ঠা করা।

0
Updated: 20 hours ago
কার মধ্যস্থতায় তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 20 hours ago
A
কনস্তান্তিন চেরনেনকো
B
আলেক্সি কোসিগিন
C
মিখাইল গর্বাচেভ
D
ইউরি আন্দ্রোপভ
তাসখন্দ চুক্তি হলো ১৯৬৬ সালে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তি, যা কাশ্মীরকে কেন্দ্র করে ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের আপাত অবসান নিশ্চিত করে।
-
চুক্তি সম্পন্ন হয় উজবেকিস্তানের তাসখন্দে, যা তখন সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ।
-
স্বাক্ষরিত হয় তৎকালীন সোভিয়েত প্রধানমন্ত্রী আলেক্সি কোসিগিনের মধ্যস্থতায়, ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রি ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এর মধ্যে।
-
তাসখন্দ সম্মেলনে বিশ্বের প্রধান পরাশক্তিগুলো বিবদমান দুই রাষ্ট্রকে পূর্বের চুক্তিগুলো মেনে চলার জন্য চাপ প্রয়োগ করে।
-
চুক্তির প্রক্রিয়া শুরু হয় ১৯৬৬ সালের ৪ জানুয়ারি এবং চূড়ান্ত রূপ লাভ করে ১০ জানুয়ারি।
-
পরবর্তীতে ভারতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রি তাসখন্দে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন, যা পরে ষড়যন্ত্রমূলক তত্ত্ব হিসেবে উপমহাদেশে পরিচিতি পায়।

0
Updated: 20 hours ago
'কলম্বিয়া' কোন মহাদেশে অবস্থিত?
Created: 1 month ago
A
এশিয়া
B
ইউরোপ
C
দক্ষিণ আমেরিকা
D
উত্তর আমেরিকা
কলম্বিয়া সম্পর্কে তথ্য
-
অবস্থান ও আয়তন:
-
কলম্বিয়া দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
-
আয়তন: ৪৪০,৫৩১ বর্গ মাইল।
-
-
রাজধানী ও ভাষা:
-
রাজধানী: বোগোটা
-
ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)
-
-
ধর্ম ও মুদ্রা:
-
প্রধান ধর্ম: খ্রিস্টধর্ম, মূলত রোমান ক্যাথলিক
-
মুদ্রা: পেসো
-
-
অর্থনীতি ও উৎপাদন:
-
প্রধান অর্থকরী ফসল: কফি
-
বিশ্বের সবচেয়ে বড় পান্না উৎপাদনকারী
-
দক্ষিণ আমেরিকার সোনার বৃহত্তম উৎপাদনকারী দেশ
-
-
রাষ্ট্র ও সরকার:
-
রাষ্ট্রপতি প্রধান।
-
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
'UN Ocean Conference-2025' কোথায় অনুষ্ঠিত হয়েছে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 3 weeks ago
A
অস্ট্রেলিয়া
B
জার্মানি
C
স্পেন
D
ফ্রান্স
UN Ocean Conference
- ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) ৯–১৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল UN Ocean Conference
- ২০২৫ সালের UN Ocean Conference (তৃতীয় সম্মেলন) ৯–১৩ জুন ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল Nice, France-এ।
- এই বছরের সম্মেলনটিতে ফ্রান্স ও কোস্টারিকা সহ-আয়োজক ছিল।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
• UN Ocean Conference এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।
- এই বছরের সম্মেলনটিতে ফ্রান্স ও কোস্টারিকা সহ-আয়োজক ছিল।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।
• UN Ocean Conference এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।

0
Updated: 3 weeks ago