B-2 Spirit কী?
A
পারমানবিক স্থাপনা
B
যুদ্ধ বিমান
C
অবকাশ কেন্দ্র
D
যুদ্ধ জাহাজ
উত্তরের বিবরণ
বি-২ স্পিরিট (B-2 Spirit) হলো একটি স্টিলথ স্ট্র্যাটেজিক বোম্বার, যা যুক্তরাষ্ট্রের Northrop Grumman কোম্পানি দ্বারা নির্মিত।
-
পূর্ণ নাম: Northrop Grumman B-2 Spirit
-
প্রথম উড্ডয়ন: ১৭ জুলাই, ১৯৮৯
-
মার্কিন বিমান বাহিনীতে সেবা গ্রহণ: ১৯৯৩
-
ধরন: স্টিলথ স্ট্র্যাটেজিক বোম্বার
-
প্রধান ব্যবহার: গভীর শত্রু অঞ্চলে প্রবেশ করে নিখুঁত বোমা হামলা চালানো
-
বিশেষ বৈশিষ্ট্য: ‘Flying wing’ ডিজাইন এবং রাডার-চালিত অদৃশ্যতা
-
নির্মানকারী দেশ: যুক্তরাষ্ট্র

0
Updated: 20 hours ago
বাসেল কনভেনশন গৃহীত হয় কবে?
Created: 1 week ago
A
১৯৮৬ সালে
B
১৯৮৯ সালে
C
১৯৯২ সালে
D
১৯৯৭ সালে
বাসেল কনভেনশন হলো বিপদজনক বর্জ্যের দেশান্তর সীমান্ত চলাচল এবং নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি।
বাসেল কনভেনশন সম্পর্কিত তথ্য:
-
পূর্ণনাম: The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal
-
গৃহীত: ২২ মার্চ, ১৯৮৯, সুইজারল্যান্ডের বাসেল শহরে
-
কার্যক্রম শুরু: ৫ মে, ১৯৯২
-
বাংলাদেশকে অনুমোদন: ১৯৯৩

0
Updated: 1 week ago
M-19 কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন?
Created: 17 hours ago
A
রাশিয়া
B
নিকারাগুয়া
C
পেরু
D
কলম্বিয়া
এম-১৯ (M-19) হলো কলম্বিয়ার একটি নগরমুখী মার্কসবাদী গেরিলা সংগঠন, যা দেশের নিজস্ব সমাজতান্ত্রিক মতাদর্শ অনুসরণ করতো।
-
প্রতিষ্ঠা: ১৯৭৩–৭৪, ভিন্নমতাবলম্বী আনাপো সদস্য, অসন্তুষ্ট কমিউনিস্ট ও FARC গেরিলাদের মাধ্যমে।
-
নামকরণ: ১৯৭০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ থেকে দলটির নাম নেওয়া হয়।
-
বৈশিষ্ট্য: আন্তর্জাতিক মডেল অনুসরণ না করে কলম্বিয়ার ইতিহাসভিত্তিক সমাজতান্ত্রিক আদর্শ গ্রহণ।
-
উল্লেখযোগ্য কর্মকাণ্ড:
-
সিমন বলিভারের তরবারি চুরি।
-
১৯৭৮ সালে বোগোটা অস্ত্রাগারে সুড়ঙ্গ খনন করে অস্ত্র লুণ্ঠন।
-
১৯৮০ সালে ডোমিনিকান প্রজাতন্ত্রের দূতাবাসে অতিথি অপহরণ।
-
-
শান্তি ও রাজনৈতিক রূপান্তর: ১৯৯০ সালের মার্চে শান্তি চুক্তি স্বাক্ষর, এপ্রিল মাসে বৈধ রাজনৈতিক দল আলিয়াঞ্জা ডেমোক্র্যাটিকা এম-১৯ এ রূপান্তর।

0
Updated: 17 hours ago
’ডেকান মালভূমি’ কোন দেশে অবস্থিত?
Created: 1 month ago
A
নেপাল
B
ভারত
C
ভুটান
D
শ্রীলঙ্কা
ডেকান মালভূমি
-
ভারতের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বিস্তৃত অংশে অবস্থিত।
-
আয়তন: প্রায় ৪,২২,০০০ বর্গকিমি, যা ভারতের মোট ভূমির প্রায় ৪৩%।
-
অবস্থান: ইন্দো-গাঙ্গেয় অববাহিকার দক্ষিণ অংশে।
-
বিস্তৃতি: ভারতের ৮টি রাজ্যে फैला—মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা।
উৎস: ওয়ার্ল্ড এটলাস।

0
Updated: 1 month ago