জেনেভা কনভেনশনে কতটি প্রটোকল রয়েছে?
A
৩টি
B
৪টি
C
২টি
D
৫টি
উত্তরের বিবরণ
জেনেভা কনভেনশন হলো একটি আন্তর্জাতিক আইন যা যুদ্ধকালীন মানবাধিকার ও মানবিক আচরণ সংক্রান্ত মৌলিক নীতি নির্ধারণ করে। এটি মূলত যুদ্ধবন্দী, আহত বা অসুস্থ সেনা সদস্য এবং সাধারণ নাগরিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার জন্য প্রতিষ্ঠিত।
-
চুক্তিগুলো সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত হয়।
-
এর আওতায় রয়েছে ৪টি কনভেনশন ও ৩টি প্রটোকল, যাকে সাধারণভাবে ‘চারটি রেডক্রস কনভেনশন’ বলা হয়।
মূল কনভেনশনগুলো:
-
প্রথম কনভেনশন (১৮৬৪): আহত ও অসুস্থ সেনা সদস্যদের সুরক্ষা এবং তাদের চিকিৎসার ব্যবস্থা।
-
দ্বিতীয় কনভেনশন (১৯০৬): সমুদ্রে যুদ্ধরত সেনাদের সুরক্ষা ও চিকিৎসা; ১৯০৭ সালে হেগ চুক্তি সংশোধনের মাধ্যমে স্বাক্ষরিত।
-
তৃতীয় কনভেনশন (১৯২৯): যুদ্ধবন্দীদের সুরক্ষা এবং তাদের প্রতি মানবিক আচরণ।
-
চতুর্থ কনভেনশন (১৯৪৯): সাধারণ নাগরিকদের সুরক্ষা, বিশেষত যুদ্ধক্ষেত্র বা দখলদারিত্বের সময়।
সংশোধন ও আধুনিকায়ন:
-
১৯৪৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কনভেনশনগুলোর সংস্করণ উন্নত ও আধুনিক করা হয়।
-
১৯৭৭ ও ২০০৫ সালে নতুন প্রটোকল যুক্ত করা হয়, যা যুদ্ধের সময় মানবাধিকার রক্ষাকে আরও জোরদার করেছে।
প্রটোকলসমূহ:
-
প্রটোকল-১ (১৯৭৭): আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা।
-
প্রটোকল-২ (১৯৭৭): অ-আন্তর্জাতিক সামরিক সংঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা।
-
প্রটোকল-৩ (২০০৫): অতিরিক্ত স্বাতন্ত্র্যসূচক প্রতীক ব্যবহারের বিষয়ে নিয়মাবলী।

0
Updated: 20 hours ago
রেনেসাঁর সূত্রপাত হয় -
Created: 1 week ago
A
ইতালিতে
B
ফ্রান্সে
C
ইংল্যান্ডে
D
জার্মানিতে
রেনেসাঁ হলো ইউরোপে মধ্যযুগের পরে প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতির পুনর্জাগরণ বা পুনর্জন্ম।
-
অর্থ: পুনর্জন্ম বা পুনর্জাগরণ
-
সূত্রপাত: ইতালির ফ্লোরেন্স শহরে
-
বিস্তার: পরবর্তীতে ইতালির অন্যান্য শহর ও ইউরোপের বিভিন্ন দেশে
-
সময়কাল: চতুর্দশ থেকে ষোড়শ শতক, বিশেষ করে ১৪শ–১৬শ শতক
-
কারণ: ইউরোপীয় বিত্তবান ও ধনিক শ্রেণীর পৃষ্ঠপোষকতা
-
প্রভাব: সংস্কৃতি, শিল্প ও বিদ্যা চর্চায় প্রাচীন কল্পনা ও প্রযুক্তির পুনরুজ্জীবন

0
Updated: 1 week ago
সম্প্রতি, ক্ষেপণাস্ত্র যুদ্ধ-ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘আর্মি রকেট ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে- [আগস্ট, ২০২৫]
Created: 17 hours ago
A
ভারত
B
ইরান
C
পাকিস্তান
D
ইউক্রেন
সাম্প্রতিক এক ঘোষণায় পাকিস্তান তাদের সামরিক কাঠামোতে একটি নতুন ইউনিট 'আর্মি রকেট ফোর্স' গঠনের কথা জানিয়েছে, যা রকেট ও ক্ষেপণাস্ত্র সম্পর্কিত কাজের তত্ত্বাবধান করবে এবং দেশের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
-
ঘোষণাটি দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠানো হয় এবং ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
-
নতুন ইউনিটটির মূল দায়িত্ব হবে বিভিন্ন ধরনের রকেট, হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের তত্ত্বাবধান।
-
এই রকেট ফোর্সের তৈরি লক্ষ্য হলো শত্রুপক্ষের আগ্রাসন প্রতিরোধ করা এবং প্রয়োজন হলে পাল্টা আঘাত চালাতে সক্ষম হওয়া, যেখানে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ থাকবে।
-
বিশ্লেষকরা ধারণা করছেন যে, এই সংযোজনটি পাকিস্তানি সামরিক ক্ষমতা ভারতের সঙ্গে পাল্লা দিতে সক্ষমতা বাড়ানোর অংশ।
-
উল্লেখ করা হয়েছে যে, নতুন ইউনিটটি চীনের পিপলস লিবারেশন আর্মির (PLA) রকেট ফোর্সের আদলে সংগঠিত করা হবে।

0
Updated: 17 hours ago
কোন বিপ্লবের মধ্য দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটে?
Created: 1 week ago
A
ফরাসি বিপ্লব
B
শিল্প বিপ্লব
C
রুশ বিপ্লব
D
বলশেভিক বিপ্লব
বাস্তিল দুর্গ ফরাসি স্বৈরতন্ত্র ও অত্যাচারের প্রধান প্রতীক হিসেবে পরিচিত ছিল। এখানে রাজতন্ত্রের বিরোধীদের বন্দি রাখা হতো এবং বিভিন্নভাবে নির্যাতন করা হতো। তাই সাধারণ মানুষের চোখে এটি ছিল নিপীড়ন ও রাজতান্ত্রিক স্বৈরশাসনের প্রতীক।
-
বাস্তিল দুর্গ ছিল ফরাসি স্বৈরতন্ত্র ও অত্যাচারের প্রতীক।
-
এখানে রাজতন্ত্রবিরোধী ব্যক্তিদের বন্দি করে রাখা হতো এবং অত্যাচার চালানো হতো।
-
রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে বাস্তিল দুর্গ আক্রমণ করে।
-
১৭৮৯ সালের ১৪ জুলাই বিদ্রোহী জনগণ দুর্গটি দখল করে ধ্বংস করে এবং বন্দিদের মুক্তি দেয়।
-
দুর্গ পতনের মাধ্যমে ফরাসি বিপ্লবের সূচনা হয়।
-
এর ফলে রাজা ষোড়শ লুই-এর স্বৈরশাসনের অবসান ঘটে।
-
রাজা জাতীয় পরিষদকে স্বীকৃতি দেন এবং রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা আইনসভার হাতে চলে যায়।
-
এর মাধ্যমে ফ্রান্সে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সূচনা হয়।
-
একই সঙ্গে অভিজাততন্ত্রের পতন অনিবার্য হয়ে ওঠে।

0
Updated: 1 week ago