A
দিকদর্শন
B
সংবাদ প্রভাকর
C
তত্ত্ববোধিনী
D
বঙ্গদর্শন
উত্তরের বিবরণ
দিকদর্শন পত্রিকা
বাংলা ভাষার প্রথম মাসিক সাময়িকপত্র হিসেবে “দিকদর্শন” বিশেষ পরিচিত। এটি ১৮১৮ সালে শ্রীরামপুর মিশন থেকে জন ক্লার্ক মার্শম্যান কর্তৃক প্রকাশিত হয়েছিল।
সংবাদ প্রভাকর পত্রিকা
ঈশ্বরচন্দ্র গুপ্ত ১৮৩১ সালে ‘সংবাদ প্রভাকর’ নামক সাপ্তাহিক পত্রিকা প্রতিষ্ঠা করেন। যদিও এটি প্রথমবারের মতো দীর্ঘদিন টিকে থাকে না, ১৮৩৬ সালে পুনরায় প্রকাশ শুরু হয়।
১৮৩৯ সালে ‘সংবাদ প্রভাকর’ বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। এই পত্রিকার মূল লক্ষ্য ছিল সংবাদ পরিবেশন ও সাহিত্যচর্চা, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্রের প্রথম লেখাগুলো প্রকাশিত হয়।
বঙ্গদর্শন পত্রিকা
১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ‘বঙ্গদর্শন’ পত্রিকাটি চালু করেন। এই পত্রিকা বাংলা গদ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ১৮৭৬ পর্যন্ত চার বছর পর্যন্ত প্রকাশিত হয়। ‘বঙ্গদর্শন’ ছিল শিক্ষিত বাঙালি সমাজের প্রধান আদর্শ পত্রিকা, যেখানে সাহিত্য, সমাজ, বিজ্ঞান, রাজনীতি, ধর্ম ও দর্শন সংক্রান্ত প্রবন্ধ ও উপন্যাস প্রকাশিত হতো।
এর ভাষার মান ছিল উচ্চশিক্ষিত সাধু বাংলা, যা তৎকালীন সময়ের বাংলা সাহিত্যকে নতুন মাত্রা দেয়।
তত্ত্ববোধিনী পত্রিকা
‘তত্ত্ববোধিনী’ পত্রিকা ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়। ১৮৫৫ সাল পর্যন্ত অক্ষয়কুমার দত্তই পত্রিকার সম্পাদক ছিলেন।
এই পত্রিকা ছিল দেশপ্রেমিক, বিজ্ঞানমনস্ক ও উদারচিন্তাবোধসম্পন্ন একটি প্রকাশনা। অক্ষয়কুমার দত্তের পর সম্পাদক হয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ‘তত্ত্ববোধিনী’র স্বর্ণযুগ হিসেবে অক্ষয়কুমার দত্তের সম্পাদনাকালকে ধরা হয়।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago
কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
Created: 1 week ago
A
১৮১৭ সালে
B
১৮৩২ সালে
C
১৮৫২ সালে
D
১৭৫৩ সালে
নাটক ও নাট্যশালার ইতিহাস
বাংলায় ইউরোপীয় প্রভাবিত নাট্যচর্চার সূচনা ঘটে ইংরেজ নাট্যশালার মাধ্যমে। বাংলার প্রথম ইংরেজি থিয়েটার হিসেবে পরিচিত ‘দ্য প্লে হাউস’ বা ‘দ্য থিয়েটার’ ১৭৫৩ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
তবে ১৭৫৬ সালে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণের কারণে এই থিয়েটার বন্ধ হয়ে যায়।
১৭৭৫ সালে নতুন মঞ্চ ‘দ্য নিউ প্লে হাউস’ (যা ‘দ্য ক্যালকাটা থিয়েটার’ নামেও পরিচিত) প্রতিষ্ঠিত হয়। ১৮০৮ সালের আগে পর্যন্ত এখানে শেক্সপীয়র, ম্যাসিঞ্জার, কংগ্রিভ, শেরিডান সহ অন্যান্য ইউরোপীয় নাট্যকারদের নাটক মঞ্চস্থ হতো। প্রাথমিক পর্যায়ে নারী চরিত্রে পুরুষই অভিনয় করতেন, কিন্তু পরে নারীরা এই ভূমিকায় আসতে শুরু করেন।
এর পরেই চৌরঙ্গি থিয়েটার (১৮১৩-১৮৩৯) ও সাঁ সুসি থিয়েটার (১৮৩৯-১৮৪৯) ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। চৌরঙ্গি থিয়েটারে সরাসরি যুক্ত ছিলেন দ্বারকানাথ ঠাকুর, যিনি পরবর্তীতে এই থিয়েটারের মালিক হন। যদিও চৌরঙ্গি থিয়েটার ইংরেজ পরিচালনায় ছিল এবং এখানে শেরিডান, গোল্ডস্মিথ, শেক্সপীয়র সহ লন্ডনের জনপ্রিয় নাটকগুলি মঞ্চস্থ হতো। অভিনয় ও পরিচালনায় ইংরেজরাই ছিলেন মূল।
সাঁ সুসি থিয়েটারেও কিছু বাঙালি যুক্ত ছিলেন এবং ১৮৪৮ সালে এক বাঙালি অভিনেতা ‘ওথেলো’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেন। এই মঞ্চেও প্রধানত ইংরেজি নাটকই পরিবেশিত হতো। উনিশ শতকের দ্বিতীয়ার্ধ পর্যন্ত ইংরেজি থিয়েটারের এই প্রবণতা বজায় ছিল, যদিও বাংলা নাটকের আগমনের পর স্থানীয় নাটকের গুরুত্ব বাড়তে থাকে এবং ইংরেজি নাটকের প্রভাব কমতে থাকে।
কলকাতায় রুশ নাগরিক হেরাসিম লেবেডফ প্রথম ‘বেঙ্গল থিয়েটার’ নামে একটি রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন এবং ১৭৯৫ সালে বাংলা নাটকের প্রথম অভিনয় অনুষ্ঠিত হয়। তিনি “The Disguise” এবং “Love is the Best Doctor” নাটক দুটি বাংলায় অনুবাদ করে ভারতীয় অভিনেতাদের মাধ্যমে মঞ্চস্থ করেন, যেখানে ভারতচন্দ্রের গান সংযোজিত ছিল।
১৮৩১ সালে প্রসন্নকুমার ঠাকুর কলকাতায় ‘হিন্দু থিয়েটার’ নামে একটি বাংলা নাট্যাঙ্গনের জন্য রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন। এখানে ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কবিতার ‘বিদ্যাসুন্দর’ অংশ নাট্যরূপে অভিনীত হয়। এ থেকেই মূলত বাংলা নাটকের সূচনা ধরা হয়।
উৎস: বাংলাপিডিয়া ও বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

0
Updated: 1 week ago