চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩ । আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত হয় ২ : ১ । মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?
A
৬ কেজি
B
২ কেজি
C
৪ কেজি
D
৮ কেজি
উত্তরের বিবরণ
প্রশ্ন: চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩ । আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত হয় ২ : ১ । মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?
সমাধান:
ধরি,
মূল মিশ্রণে পানির পরিমাণ = ৮x কেজি
এবং মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩x কেজি
শর্তমতে,
৮x/(৩x + ২) = ২/১
বা, ৮x = ২ (৩x + ২)
বা, ৮x = ৬x + ৪
বা, ৮x - ৬x = ৪
বা, ২x = ৪
বা, x = ৪/২
∴ x = ২
∴ মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩x কেজি
= (৩ × ২) কেজি
= ৬ কেজি।

0
Updated: 20 hours ago